উইকিপিডিয়া:ছবি ব্যবহারের নীতি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১৪৭ নং লাইন:
==চিত্রের শিরোনাম ও ফাইলের নাম==
{{shortcut|WP:IUP#NAME}}
আপলোড করার জন্য ছবিটির একটি বর্ণনা মূলক নাম ব্যবহার করতে হব। বাংলাদেশের কোনো মানচিত্র আপলোড করার সময় এটি "Bangadesh.png" নাম দেয়া যেতে পারে। তবে এটি খুব স্বাভাবিক যে বাংলাদেশের আরও অনেঅনেক মানচিত্র আগে থেকেই আপলোড করা আছে অথবা ভবিষ্যতে আপলোড হবে। তাই নামট আরও সুনির্দিষ্ট হওয়া জরুরী। এক্ষেত্রে মানচিত্রটির নাম "Bangadesh.png" এর পরিবর্তে "Bangadesh political map.png" অথবা "Bangadesh political map with red borders.png" দেয়া অধিক যুক্তিযুক্ত। আপলোডের পূর্বে দেখে নিন পূর্বের কোনো ফাইলকে প্রতিস্থাপন করা প্রয়োজন কিনা, সেক্ষেত্রে পূর্বের ফাইলের নামেই আপলোড করতে হবে। আর নতুন ফাইল হিসাবে সংযোজন করতে হবে নতুন নামে আপলোড করতে হবে। মনে রাখতে হবে বড়হাতের এবং ছোটো হাতের অক্ষরে লেখা নাম আলাদা ফাইলকে নির্দেশ করে। "Bangadesh.png" এবং "Bangadesh.PNG" এক ফাইল নয়। তবে সামঞ্জস্যতা বজায় রাখতে ফাইলের এক্সটেনশনের ক্ষেত্রে সবসময় ছোটো হাতের অক্ষর ব্যবহার করা হয়।
 
একই ছবিকেই যদি প্রতিস্থাপন করে, তবে একাধিক ফাইলে একই নাম ব্যবহার করা যাবে। কারণ অনেক ক্ষেত্রেই পুরাতন ফাইলটি প্রতিস্থাপনের প্রয়োজন হয়ে থাকে। যেমন স্ক্যান করা কোনো ছবি প্রথমবার আপলোড করার পর যদি ভালো মানের অন্য স্ক্যানারে আবার স্ক্যান করা হয়। তবে দ্বিতীয়বার আপলোড করার জন্য একই ফাইল নাম ব্যবহার করা উচিত। যদি ফাইলের ফরম্যাট পরিবর্তন হয়ে যায় তবে, নামটি একই রেখে শুধুমাত্র এক্সটেনশন পরিবর্তন করতে হবে। একই নামে আপলোড করা হলে বেশ কিছু ক্ষেত্রে সুবিধা রয়েছে, যেমন ফাইলটি যেসকল নিবন্ধে রয়েছে তার প্রতিটিতে ফাইলের নাম পরিবর্তন করতে হয় না। ছবি অপসারণ বা প্রতিস্থাপনের জন্য আলাদা ভবে সম্পাদনা করতে হয় না ইত্যাদি।