সালভাদোর আইয়েন্দে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
পরিষ্কারকরণ, চিত্র, সংশোধন
Ankur Lahiry (আলোচনা | অবদান)
সংশোধন
১১ নং লাইন:
| birth_date= [[২৬শে জুলাই]], [[১৯০৮]]
| birth_place={{flagicon|Chile}} [[বালপারাইসো, চিলি]]
| death_date=[[১১ই সেপ্টেম্বর]], [[১৯১৩১৯৭৩]]; ৬৫ বছর বয়সে
| death_place={{flagicon|Chile}} [[সান্তিয়াগো, চিলি]]
|spouse =[[হোর্তেন্সিয়া বুস্‌সি]]
| party=[[চিলির সমাজতান্ত্রিক দল]]}}<nowiki> </nowiki>'''সালবাদোর ইসাবেলিনো আইয়েন্দে গোস্‌সেন্স''' ([[স্পেনীয় ভাষা|স্পেনীয় ভাষায়]]: Salvador Guillermo Allende Gossens) ([[বালপারাইসো]], [[২৬শে জুলাই]], [[১৯০৮]] – [[সান্তিয়াগো]], [[১১ই সেপ্টেম্বর]], [[১৯১৩]]) [[১৯৭০]] থেকে [[১৯৭৩]] সাল পর্যন্ত চিলির রাষ্ট্রপতি ছিলেন। তিনি চিলির প্রথম সমাজতন্ত্রবাদী রাষ্ট্রপতি ছিলেন।
 
চিলির এক উচ্চ-মধ্যবিত্ত পরিবারে তাঁর জন্ম হয়। তিনি [[১৯৩২]] সালে [[চিলি বিশ্ববিদ্যালয়]] থেকে ডাক্তারি পাস করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন অবস্থায় তিনি [[মার্ক্‌সবাদ|মার্ক্‌সবাদী]] ছাত্র রাজনীতি করতেন। [[১৯৩৩]] সালে অন্যদের সাথে তিনি [[চিলির সমাজতান্ত্রিক দল]] প্রতিষ্ঠা করেন এবং [[১৯৪৩]] থেকে [[১৯৭০]] পর্যন্ত দলটির সাধারণ সম্পাদক ছিলেন। [[১৯৩৭]] সালে তিনি চেম্বার অফ ডেপুটিজ-এ নির্বাচিত হন। [[পেদ্রো আগির্‌রে সের্দা|পেদ্রো আগির্‌রে সের্দার]] উদারনৈতিক বামপন্থী কোয়ালিশন ক্ষমতায় থাকার সময় তিনি [[১৯৩৯]] থেকে [[১৯৪২]] সাল পর্যন্ত চিলির স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। [[১৯৪৫]] সালে সিনেট নির্বাচনে দাঁড়িয়ে জয়লাভ করেন। ভবিষ্যতে তিনি আরও তিনবার সিনেটে নির্বাচিত হয়েছিলেন।