গুগল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[অপরীক্ষিত সংশোধন][অপরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৩৮ নং লাইন:
'''গুগল এলএলসি'''<ref>{{cite web |url=https://www.bloomberg.com/news/articles/2017-09-01/alphabet-wraps-up-reorganization-with-a-new-company-called-xxvi |title=Alphabet Finishes Reorganization With New XXVI Company |date=September 1, 2017 |publisher=[[Bloomberg L.P.]] |accessdate=October 31, 2017}}</ref> ({{lang-en|Google LLC}}) বা '''গুগল লিমিটেড লায়াবেলিটি কোম্পানি''' [[ইন্টারনেট]]ভিত্তিক সেবা ও পণ্যে বিশেষায়িত একটি [[আমেরিকান]] [[বহুজাতিক]] [[প্রযুক্তি কোম্পানি]]। [[স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়|স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে]] [[পিএইচডি]] ছাত্র থাকাকালীন [[ল্যারি পেজ]] ও [[সের্গেই ব্রিন]] [[১৯৯৮]] সালে গুগল নির্মান করেন। গুগলের ১৪ শতাংশ শেয়ার তাদের এবং বিশেষ সুপারভোটিং ক্ষমতার মাধ্যমে ৫৬ শতাংশ স্টকহোল্ডারকে নিয়ন্ত্রণ করে। সেপ্টেম্বর ৪, ১৯৯৮ সালে তারা গুগলকে প্রাইভেট কোম্পানি হিসেবে অন্তর্ভুক্ত করে। গুগল আগস্ট ১৯, [[২০০৪]] সালে ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও) দেয় ও [[গুগলপ্লেক্স]] নামে মাউন্টেইন ভিউতে তাদের নতুন সদরদপ্তরে স্থানান্তরিত হয়। আগস্ট [[২০১৫]] সালে গুগল এর বিভিন্ন কার্যক্রম [[আলফাবেট ইনকর্পোরেটেড]] নামে সমন্বিত করার পরিকল্পনার কথা জানায়। আলফাবেটের প্রধান অধীনস্থ সংগঠন হিসেবে আলফাবেটের ইন্টারনেট কার্যক্রম পরিচালনা করবে। পুনগঠনের সমাপনী অংশ হিসেবে [[সুন্দর পিচাই]] গুগলের [[প্রধান নির্বাহী কর্মকর্তা]] হিসেবে ল্যারি পেজকে প্রতিস্থাপন করেন। (ল্যারি পেজ এখন আলফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা)
 
গুগলের প্রধান সেবা [[গুগল সার্চ]] ছাড়াও নতুন পণ্য, অধিগ্রহণ ও অংশীদারত্বের সাথে সাথে কোম্পানিটির দ্রুত প্রসার হয়। কাজ ও প্রোডাক্টিভিটি সেবা ([[গুগল ডক, শিট ও স্লাইড]]), ইমেইল ([[জিমেইল]]/[[ইনবক্স বাই জিমেইল|ইনবক্স]]), সময়সূচী ও সময় ব্যবস্থাপক ([[গুগল ক্যালেন্ডার]]), ক্লাউড স্টোরেজ ([[গুগল ড্রাইভ]]), সামাজিক যোগাযোগ মাধ্যম ([[গুগল+]]), ইন্সট্যান্ট ম্যাসেজিং ও ভিডিও চ্যাট (গুগল এলো/[[গুগল ডুও|ডুও]]/[[হ্যাংআউট]]), অনুবাদক ([[গুগল ট্রান্সলেট]]), মানচিত্র ([[গুগল ম্যাপস]]/[[ওয়েজ]]/[[গুগল আর্থ|আর্থ]]/[[স্ট্রিট ভিউ]]), ভিডিও ভাগাভাগি ([[ইউটিউব]]), নোট নেওয়া ([[গুগল কিপ]]), এবং ছবি ব্যবস্থাপক ([[গুগল ফটোজ]])।
গুগল প্রথম ইনকর্পোরেট হয় প্রাইভেট কোম্পানী হিসেবে ১৯৯৮ সালের ৪ই সেপ্টেম্বর এবং এর প্রাথমিক শেয়ার (আইপিও) ছাড়া হয় ২০০৪ সালের ১৯শে আগস্ট। সেই সময় ল্যারি পেইজ, সের্গেই ব্রিন এবং এরিক স্কমিট গুগলে ২০ (২০২৪ সাল পর্যন্ত) বছেরর জন্য একসাথে কাজ করতে একমত হন। ২০০৬ সালে, কোম্পানিটি মাউন্ট ভিউতে স্থানান্তরিত হয়।
 
যখন থেকে এটি ইনকর্পোরেশনে পরিবর্তিত হয় তখন থেকেই এটি সবদিকে বাড়তে শুরু করে, শুধুমাত্র অনুসন্ধান ইঞ্জিনই নয়। কোম্পানিটি অনলাইন সেবা যেমন জিমেইল - ইমেইল সেবা, গুগল ডকস - অফিস সুইট এবং গুগল প্লাস - সামাজিক নেটওয়ার্কিং সেবা প্রভৃতি প্রদান করে থাকে। গুগলের পণ্য ইন্টারনেট ছাড়াও ডেস্কটপেও ব্যবহার হয় যেমন [[গুগলক্রোম|গুগল ক্রোম]] - ওয়েব ব্রাউজার, [[পিকাসা]] - ছবি সংগঠিত এবং সম্পাদন করার সফটওয়্যার এবং [[গুগল টক]] - ইনস্ট্যান্ট ম্যাসেজিং এপ্লিকেশন প্রভৃতি। গুগল মোবাইল অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড এবং গুগল ক্রোম অপারেটিং সিস্টেম যা শুধু ব্রাউজার অপারেটিং সিস্টেম<ref>{{ওয়েব উদ্ধৃতি|url=http://www.google.com/chromebook |title=Chromebook |publisher=Google.com |date= |accessdate=2011-08-17|language=ইংরেজি}}</ref> (বিশেষ ল্যাপটপ ক্রোমবুকে পাওয়া যায়) পরিচালনা করে।
'https://bn.wikipedia.org/wiki/গুগল' থেকে আনীত