পানি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সুরজিৎ বিশ্বাস-এর সম্পাদিত সংস্করণ হতে আফতাবুজ্জামান-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল
সংশোধন
১ নং লাইন:
[[চিত্র:Iceberg with hole near Sandersons Hope 2007-07-28 2.jpg|300px|thumb|জলেরপানির তিনটি অবস্থা: তরল, কঠিন ([[বরফ]]), এবং বাতাসে মিশ্রিত (অদৃশ্য) [[জলীয় বাষ্প|পানিীয় বাষ্প]]। [[মেঘ]] হল জলীয়পানিীয় বাষ্প সম্পৃক্ত বাতাসে [[ঘনীভবন|ঘনীভূত]] জলবিন্দুরপানিবিন্দুর সমষ্টি।]]
 
'''পানি''' বা '''জল''' (অন্যান্য নামঃ ''বারি'', ''সলিল'') হলো একটি [[রাসায়নিক যৌগ|রাসায়নিক পদার্থ]], যার [[রাসায়নিক সংকেত]] হল [[হাইড্রোজেন|H<sub>2</sub>]][[অক্সিজেন|O]]। জলেরপানির একেকটি অণু একটি [[অক্সিজেন]] [[পরমাণু]] এবং দু'টি [[হাইড্রোজেন]] [[পরমাণু|পরমাণুর]] সমযোজী বন্ধনে গঠিত। সাধারণত পৃথিবীতে জলপানি [[তরল]] অবস্থায় থাকলেও এটি কঠিন ([[বরফ]]) এবং বায়বীয় অবস্থাতেও ([[জলীয় বাষ্প|পানিীয় বাষ্প]]) পাওয়া যায়। পৃথিবীতে তরল স্ফটিক রূপেও পানির অস্তিত্ব দেখা যায়।<ref>{{সাময়িকী উদ্ধৃতি |last=Henniker |first=J. C. |title=The Depth of the Surface Zone of a Liquid |year=1949 |publisher=[[Reviews of Modern Physics]] |doi=10.1103/RevModPhys.21.322 |journal=Reviews of Modern Physics |volume=21 |issue=2 |pages=322–341}}</ref><ref>{{ওয়েব উদ্ধৃতি |url=http://faculty.washington.edu/ghp/researcthemes/water-science |title=Water Science |author=Pollack, Gerald |publisher=[[University of Washington]], Pollack Laboratory |accessdate=2011-02-05 |quote=Water has three phases – gas, liquid, and solid; but recent findings from our laboratory imply the presence of a surprisingly extensive fourth phase that occurs at interfaces.}}</ref> [[রাসায়নিক যৌগ|রাসায়নিক যৌগের]] নামকরণ প্রক্রিয়া অনুসারে জলেরপানির বিজ্ঞানসম্মত নাম হল ''dihydrogen monoxide'' (''ডাইহাইড্রোজেন মোনক্সাইড'')। কিন্তু এই নামটি প্রায় কোথাও ব্যবহৃত হয় না।<ref>{{ওয়েব উদ্ধৃতি|last=Bramer|first=Scott|title=Chemical Nomenclature|url=http://science.widener.edu/svb/pset/nomen_b.html|publisher=Widener University, Department of Chemistry|accessdate=20 September 2011}}</ref>
 
ভূপৃষ্ঠের ৭০.৯% অংশ জুড়ে জলেরপানির অস্তিত্ব রয়েছে<ref>{{ওয়েব উদ্ধৃতি|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/xx.html#Geo|title=CIA- The world fact book|publisher=[[Central Intelligence Agency]] |accessdate=2008-12-20}}</ref> এবং পৃথিবীর প্রায় সমস্ত [[জীব|জীবের]] জীবনধারণের জন্যই জলপানি একটি অত্যাবশ্যক পদার্থ।<ref>{{ওয়েব উদ্ধৃতি|url=http://www.un.org/waterforlifedecade/background.html |title=United Nations |publisher=Un.org |date=2005-03-22 |accessdate=2010-07-25}}</ref> পৃথিবীতে প্রাপ্ত জলেরপানির ৯৬.৫% পাওয়া যায় [[মহাসাগর|মহাসাগরে]], ১.৭% ভূগর্ভে, ১.৭% হিমশৈল ও তুষার হিসেবে, একটি ক্ষুদ্র অংশ অন্যান্য বড় জলাশয়েপানিাশয়ে এবং ০.০০১% [[বায়ুমণ্ডল|বায়ুমণ্ডলে]] অবস্থিত [[মেঘ]], [[জলীয় বাষ্প|পানিীয় বাষ্প]] হিসেবে ও [[বৃষ্টি|বৃষ্টিপাত]], [[তুষার|তুষারপাত]], ইত্যাদিরূপে।<ref name=b1>{{বই উদ্ধৃতি| T|title = Water in Crisis: A Guide to the World's Freshwater Resources| editor = Gleick, P.H.| publisher = Oxford University Press|year = 1993| page = 13, Table 2.1 "Water reserves on the earth"}}</ref><ref>
[http://www.agu.org/sci_soc/mockler.html Water Vapor in the Climate System], Special Report, [AGU], December 1995 (linked 4/2007). [http://www.unep.org/dewa/assessments/ecosystems/water/vitalwater/ Vital Water] UNEP.</ref> পৃথিবীর জলেরপানির মাত্র ২.৫% হল বিশুদ্ধ জলপানি এবং বাকি ৯৮.৮% হল ভূগর্ভস্থ জলপানি ও বরফ। বিশুদ্ধ জলেরপানির ০.৩%-এরও কম অংশ পাওয়া যায় [[নদী|নদীতে]], [[হ্রদ|হ্রদে]] ও [[বায়ুমণ্ডল|বায়ুমণ্ডলে]] এবং তার চেয়েও ন্যূনতর অংশ পাওয়া যায় বিভিন্ন [[জীব|জীবের]] শরীর ও উৎপাদিত পণ্যে।<ref name=b1/> পৃথিবীতে জলপানি প্রতিনিয়তই [[বাষ্পীভবন]], [[ঘনীভবন]], বাষ্পত্যাগ, ইত্যাদি বিশিষ্ট [[পানিচক্র|পানিচক্রের]] মাধ্যমে ঘূর্ণমান। [[বাষ্পীভবন]] ও বাষ্পত্যাগের কারণেই পৃথিবীতে [[বৃষ্টি|বৃষ্টিপাত]], [[তুষার|তুষারপাত]], ইত্যাদি ঘটে।
 
[[মানুষ|মানব জাতি]] সহ অন্যান্য প্রাণীর জীবনধারণের জন্য [[পানীয় জল|সুপেয় জলপানি]] অপরিহার্য। গত কয়েক দশকে পৃথিবীর প্রায় সকল প্রান্তেই সুপেয় জলেরপানির সরবরাহ বৃদ্ধি পেয়েছে। কিন্তু তবুও প্রায় একশ কোটি মানুষ নিরাপদ জলপানি ও প্রায় আড়াইশ কোটি মানুষ স্বাস্থ্যসম্মত শৌচাগার থেকে বঞ্চিত।<ref name=UN>{{ওয়েব উদ্ধৃতি|url=http://mdgs.un.org/unsd/mdg/Resources/Static/Products/Progress2008/MDG_Report_2008_En.pdf#page=44 |title=MDG Report 2008 |accessdate=2010-07-25}}</ref> নিরাপদ জলেরপানির ব্যবহারের সাথে মাথাপিছু [[মোট দেশজ উৎপাদন|মোট দেশজ উৎপাদনের]] সুস্পষ্ট পারস্পরিক সম্পর্ক রয়েছে।<ref>[http://www.gapminder.org/videos/gapcasts/gapcast-9-public-services/ "Public Services"], Gapminder video</ref> কয়েকজন পর্যবেক্ষক অনুমান করেছেন যে [[২০২৫]] সালের মধ্যে বিশ্বের জনসংখ্যার অর্ধেকাংশেরও বেশি জলপানি সংক্রান্ত সঙ্কটের সম্মুখীন হবে।<ref>{{সাময়িকী উদ্ধৃতি|author = Kulshreshtha, S.N|year = 1998|title = A Global Outlook for Water Resources to the Year 2025|journal = Water Resources Management|volume = 12|issue = 3|pages = 167–184|accessdate = 2008-06-09|doi = 10.1023/A:1007957229865}}</ref> [[নভেম্বর]], [[২০০৯]]-এ প্রকাশিত একটি সাম্প্রতিক রিপোর্ট অনুসারে [[২০৩০]] সালের মধ্যে কয়েকটি উন্নয়নশীল অঞ্চলে যোগানের তুলনায় জলেরপানির চাহিদা ৫০% ছাড়িয়ে যাবে।<ref>{{ওয়েব উদ্ধৃতি|url=http://www.mckinsey.com/App_Media/Reports/Water/Charting_Our_Water_Future_Full_Report_001.pdf |title=Charting Our Water Future: Economic frameworks to inform decision-making |format=PDF |accessdate=2010-07-25}}</ref> বিশ্ব অর্থনীতিতে জলপানি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ জলপানি বহু রাসায়নিক পদার্থের দ্রাবক হিসেবে কাজ করে এবং বিভিন্ন শিল্পে শীতলীকরণ এবং পরিবহণের কাজে সহায়তা করে। [[মানুষ|মানুষের]] ব্যবহৃত বিশুদ্ধ জলেরপানির প্রায় ৭০% ব্যবহৃত হয় [[কৃষিকার্য|কৃষিকার্যে]]।<ref name=Baroni2007>{{সাময়িকী উদ্ধৃতি|author=Baroni, L.|coauthors=Cenci, L.; Tettamanti, M.; Berati, M.|year=2007|title=Evaluating the environmental impact of various dietary patterns combined with different food production systems|journal=European Journal of Clinical Nutrition|volume=61|pages=279–286|doi=10.1038/sj.ejcn.1602522|pmid=17035955|issue=2}}</ref>
 
== রাসায়নিক ও ভৌত ধর্ম ==
[[চিত্র:3D model hydrogen bonds in water.jpg|left|thumb|জলেরপানির অণুগুলির মধ্যে [[হাইড্রোজেন বন্ধনী]]র প্রতিরূপ]]
[[চিত্র:Water droplet blue bg05.jpg|right|thumb|একফোঁটা জলেরপানির আঘাতে পানিতে কৈশিকীয় তরঙ্গ তৈরী হয় এবং সাময়িকভাবে ফোয়ারার মত ছিটকে ওপরের দিকে উঠে যায়]]
[[চিত্র:SnowflakesWilsonBentley.jpg|thumb|right|''[[বরফগুঁড়ো]]'' [[উইলসন বেন্টলী]] কৃত, ১৯০২]]
[[চিত্র:Spider web Luc Viatour.jpg|thumb|right|[[মাকড়সার জাল|মাকড়সার জালে]] লেগে যাওয়া [[শিশির]]]]
[[চিত্র:Capillarity.svg|right|thumb|[[পারদ (মৌল)|পারদের]] ও জলেরপানির [[কৈশিকীয় ক্রিয়া]]র তুলনা]]
জলেরপানির [[রাসায়নিক সংকেত]] হল [[হাইড্রোজেন|H<sub>2</sub>]][[অক্সিজেন|O]]: জলেরপানির একটি অণুতে দু'টি [[হাইড্রোজেন]] [[পরমাণু]] একটি [[অক্সিজেন]] [[পরমাণু|পরমাণুর]] সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। পদার্থের তিনটি অবস্থাতেই পৃথিবীতে জলেরপানির অস্তিত্ব বিদ্যমান। [[জলীয় বাষ্প|পানিীয় বাষ্প]] ও [[মেঘ]] হিসেবে আকাশে, [[সমুদ্রের জল|সমুদ্রের পানি]] হিসেবে [[মহাসাগর|মহাসাগরে]], [[হিমশৈল]] হিসেবে মেরু অঞ্চলের [[মহাসাগর|মহাসাগরে]], [[হিমবাহ]] ও [[নদী]] হিসেবে [[পর্বত|পর্বতে]] এবং ভূগর্ভে পানির অস্তিত্ব পাওয়া যায়।
 
মনে করা হয় বৃহদাকার গ্রহগুলির অভ্যন্তরে উচ্চ চাপ ও তাপমাত্রায়, জলপানি [[আয়নিত জল|আয়নিত]] অবস্থায় থাকে। ওই অবস্থায় জলেরপানির অণুগুলি ভেঙ্গে গিয়ে হাইড্রোজেন ও অক্সিজেন আয়নের একটি মাধ্যম তৈরী করে। আরো বেশী চাপে অক্সিজেন কেলাসিত হয়ে গেলেও হাইড্রোজেন আয়নগুলি মুক্তভাবে অক্সিজেন আয়নের কেলাসের সজ্জার মধ্যে ভেসে বেড়ায়। এই বিশেষ অবস্থাকে জলেরপানির [[অতিআয়নিত জল|অতিআয়নিত]] অবস্থা বলে।<ref name="newscientist.com">[http://www.newscientist.com/article/mg20727764.500-weird-water-lurking-inside-giant-planets.html Weird water lurking inside giant planets], New Scientist,01 September 2010, Magazine issue 2776.</ref>
 
পানির মুখ্য ভৌত ও রাসায়নিক ধর্মগুলি হল:
 
* স্বাভাবিক চাপ ও তাপমাত্রায় জলপানি তরল পদার্থ। জলপানি স্বাদ ও গন্ধহীন। জলপানি ও বরফের নিজস্ব [[জলের বর্ণ|বর্ণ]] সামান্য নীল হলেও, কম পরিমাণে উপস্থিত থাকলে উভয়ই বর্ণহীন মনে হয়। [[জলীয় বাষ্প|জলীয়পানিীয় বাষ্পও]] বর্ণহীন, ফলে অদৃশ্য।<ref>{{সাময়িকী উদ্ধৃতি|last=Braun|first=Charles L.|coauthors=Sergei N. Smirnov|title=Why is water blue?|journal=J. Chem. Educ.|volume=70|issue=8|page=612|year=1993|url=http://www.dartmouth.edu/~etrnsfer/water.htm|doi=10.1021/ed070p612}}</ref>
* দৃশ্যমান [[তড়িচ্চুম্বকীয় বর্ণালী|তড়িচ্চুম্বকীয় বর্ণালীতে]] [[আলোকস্বচ্ছ|স্বচ্ছ]] হওয়ায় জলেপানিে সূর্যের আলো প্রবেশ করতে পারে, যা জলজপানিজ উদ্ভিদের জীবনধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও [[অতিবেগুনী]] এবং [[অবলোহিত]] রশ্মিসমূহের প্রায় সম্পূর্ণ অংশই জলেপানিে শোষিত হয়।
* অক্সিজেন পরমাণুর [[তড়িৎ-ঋণাত্মকতা]] [[হাইড্রোজেন|হাইড্রোজেনের]] তুলনায় বেশি হওয়ায় তাতে সামান্য ঋণাত্মক তড়িৎআধান থাকে এবং [[হাইড্রোজেন]] [[পরমাণু|পরমাণুগুলি]] সামান্য পরিমাণে ধনাত্মক তড়িৎধর্মী হয়। এরফলে জলেরপানির অণুতে একটি [[দ্বিমেরু ভ্রামক|দ্বিমেরু ভ্রামকের]] সৃষ্টি হয়। এই ধর্মের জন্যে জলেরপানির অণুগুলি তার আকারের তুলনায় অস্বাভাবিক রকমের বেশি সংখ্যক আন্তঃআণবিক [[হাইড্রোজেন বন্ধনী]] তৈরী করতে পারে। এইসব কারণে পানির অণুগুলির মধ্যে [[সংসক্তি বল]] অত্যন্ত দৃঢ় হয়। যে কারণে পানির [[পৃষ্ঠটান]]<ref>{{বই উদ্ধৃতি|last = Campbell|first = Neil A.|coauthors = Brad Williamson; Robin J. Heyden|title = Biology: Exploring Life|publisher = Pearson Prentice Hall|year = 2006|location = Boston, Massachusetts|url = http://www.phschool.com/el_marketing.html|isbn = 0-13-250882-6}}</ref> এবং কৈশিকীয় বলের মান বেশি হয়। অত্যন্ত সরু নল ([[কৈশিকীয় নল]]) দ্বারা [[মাধ্যাকর্ষণ|মাধ্যাকর্ষণের]] বিপরীতে জলেরপানির ওপরে উঠে যাওয়ার প্রবণতাকে [[কৈশিকীয় ক্রিয়া]] বলে। জলেরপানির এই ধর্মের জন্যেই মাটি থেকে জলপানি শোষণ করে বেঁচে থাকা উদ্ভিদেরা তা করতে পারে।
* জলেরপানির নিজস্ব [[দ্বিমেরু ভ্রামক]] থাকায় পানি প্রায় সব তড়িৎযোজী পদার্থকে দ্রবীভূত করতে পারে। এছাড়াও বহু সমযোজী পদার্থও জলেপানিে দ্রবীভূত হওয়ায় জলপানি রাসায়নিক পরীক্ষাগারে খুব ভালো দ্রাবক হিসেবে কাজ করে। একারণে জলকেপানিকে কখনো কখনো ''সর্বজনীন [[দ্রাবক]]'' বলা হয়ে থাকে। জলেপানিে দ্রবীভুত হয় এরকম কিছু পদার্থ হলঃ [[লবণ]], [[চিনি]], [[অম্ল]], [[ক্ষারক]], বেশ কিছু গ্যাস বিশেষত- [[অক্সিজেন]], [[কার্বন ডাইঅক্সাইড]] ইত্যাদি। এছাড়াও কিছু পদার্থ আছে যারা বিশেষ করে জলেপানিে দ্রবীভুত হয়না; যেমন- [[তেল]], গ্রিজ় ইত্যাদি।
 
== স্বাদ ও গন্ধ ==
বিভিন্ন ধরনের পদার্থ পানিতে দ্রবীভূত হয়ে তাতে বিভিন্ন স্বাদ ও গন্ধের সৃষ্টি করতে পারে। মানুষ ও অন্যান্য প্রাণী তাদের ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করতে সক্ষম যে কোন পানি পান করার উপযুক্ত। কোন প্রাণীই লবণাক্ত অথবা দূষিত পানি পান করে না। ঝরনার পানি এবং খনিজ মিশ্রিত পানিতে যে স্বাদ পাওয়া যায় তা সেই পানিতে মিশ্রিত খনিজ পদার্থ থেকে উদ্ভূত। কিন্তু বিশুদ্ধ পানি ([[হাইড্রোজেন|H<sub>2</sub>]][[অক্সিজেন|O]]) সম্পূর্ণ স্বাদহীন ও গন্ধহীন। খনিজ মিশ্রিত পানির বাণিজ্যিক বিজ্ঞাপনে যে বিশুদ্ধতার দাবি করা হয় তা আসলে পানিতে কোন ধরনের [[জীবাণু]], দূষিত পদার্থ অথবা [[বিষ|বিষের]] অনুপস্থিতিকেই নির্দেশ করে। প্রকৃত অর্থে সেই পানি বিশুদ্ধ নয় কারণ তাতে বিভিন্ন খনিজ পদার্থ মিশ্রিত থাকে।
== জীবজগতে প্রভাব ==
জীবজগতে জলেরপানির প্রভাব অপরিসীম ৷ জলপানি ছাড়া পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকতো না ৷ এছাড়াও মানুষের অপরিহার্য প্রয়োজনীয় পদার্থ হল জলপানি ৷ একজন মানুষ জলপানি ছাড়া গড়ে মাত্র তিন দিন বেচে থাকতে পারে ৷
==শব্দগত ব্যুৎপত্তি==
পানীয় [সংস্কৃত ধাতু √ পা + অনীয়] শব্দটির সামান্য পরিবর্তিত হয়ে "পানি" শব্দ তৈরি হয়েছে। এই শব্দটি বাংলায় মূলত মুসলিমরা ব্যবহার করে থাকে।<ref>{{বই উদ্ধৃতি|title=Samsad Bengali-English Dictionary|last=|first=|publisher=Shishu Sahitya Samsad Private Ltd.|year=11 th impression: April 1989|isbn=|location=32 A Acharya Prafullo Chandra Rd. Calcutta-700009|pages=561}}</ref><ref>{{ওয়েব উদ্ধৃতি|url=http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/app/biswas-bengali_query.py?display=utf8def&qs=%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF&searchhws=yes|title=Samsad Bengali-English dictionary. 3rd ed.|last=Biswas|first=Sailendra|date=2000-01-01|access-date=2017-03-16}}</ref> সমোচ্চারিত পাণি, যার অর্থ হাত, এটি সংস্কৃত ধাতু √ পণ্ + ই = পাণি থেকে এসেছে। অপরদিকে "জলপানি" শব্দটি এসেছে সংস্কৃত ধাতু √ জল্পানি্ + অ = জলপানি থেকে।<ref>{{ওয়েব উদ্ধৃতি|url=http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/app/biswas-bangala_query.py?qs=%E0%A6%9C%E0%A6%B2&searchhws=yes|title=Samsada Bangala abhidhana. 7th ed.|last=Biswas|first=Sailendra|date=2004-01-01|access-date=2017-03-16}}</ref>
 
== মানবসভ্যতায় প্রভাব ==
৭১ নং লাইন:
* [[বরফ]]
* [[তুষার]]
* [[জলীয় বাষ্প|পানিীয় বাষ্প]]
* [[বৃষ্টি]]
 
'https://bn.wikipedia.org/wiki/পানি' থেকে আনীত