মঙ্গলকোট (প্রাচীন ভাস্কর্য): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ansa Sam (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা অ্যান্ড্রয়েড অ্যাপ সম্পাদনা
Ansa Sam (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা অ্যান্ড্রয়েড অ্যাপ সম্পাদনা
১ নং লাইন:
 
'''মঙ্গলকোট''',
এটি একটি ঐতিহাসিক অঞ্চলের নাম, যাহা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব-বর্ধমান জেলায় অবস্থিত। কথিত আছে বহূযুগ আগে রাজা বিক্রমাদিত্য এখান থেকে শাসনকার্য চালাতেন। তবে বর্তমানেও এমন কিছু নিদর্শন পাওয়া যায়,যা সকলকে বিশ্বাস করাতে বাধ্য করবে যে সত্যিই এই অঞ্চলটি ঐতিহাসিক। এখানে রয়েছে গাওসে সানী পাকের মাজার, যিনি প্রায় দশম-একাদশঅষ্টাদশ শতকে ইরাক থেকে এখানে আসেন ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে। কথিত আছে, তিনি হজরত মুহাম্মদ (সাঃ) এর এবং হুজুর গাউস পাকের বংশধারার।
এখানে রয়েছে হযরত হামিদ লাহোরির মাজার, যেখানে মোঘল সম্রাট আকবর প্রায়ই আসতেন। এটিকে আঠারো আওলিয়ার গ্রাম বলা হয়, আর অনেকেই দ্বিতীয় বাগদাদও বলে থাকেন। এখানে বাস করতেন কবি কাজী নজরুল ইসলাম, যিনি মঙ্গলকোটের প্রাচীন এক প্রাইমারী স্কুলে পড়াশোনা করেছিলেন। আর পড়ে মাথরুন হাই স্কুলে যান। এখানে অজয় নদের ধারে ছোট্টো এক কুঠিরে বাস করতেন পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিক। এখানে প্রাচীন কালে অনেক মায়াবী জিনিসও ঘটেছে। তবে বর্তমানে সেই জায়গাগুলো রয়ে গেছে, কিন্তু মায়ার কিছু অবশিষ্টাংশ নেই। এখানে পুরানো দিনের রাজাদের বাড়ীও বর্তমানে দেখা যায়।।