কার্ল মার্ক্স: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
হটক্যাটের মাধ্যমে + 8টি বিষয়শ্রেণী; ± 5টি বিষয়শ্রেণী
১৩ নং লাইন:
influenced = [[মিখাইল বাকুনিন]], [[Rosa Luxemburg|লুক্সেমবুর্গ]], [[Vladimir Lenin|লেনিন]], [[Joseph Stalin|স্টালিন]], [[Leon Trotsky|ট্রট্‌স্কি]], [[Mao Zedong|মাও]], [[Fidel Castro|ক্যাস্ট্রো]], [[Che Guevara|গুয়েভারা]], [[György Lukács|Lukács]], [[Antonio Gramsci|Gramsci]], [[Hannah Arendt|Arendt]], [[Jean-Paul Sartre|সার্ত্র্‌]], [[Guy Debord|Debord]], [[Frankfurt School]], [[Antonio Negri|Negri]], [[Michael Taussig|Taussig]], [[Kim Il-sung|Kim]], [[মানবেন্দ্রনাথ রায়|রায়]], [[Bookchin]] and <small>[[List of Marxists|many more...]]</small> |
notable_ideas = [[মার্কসবাদ]]-এর যৌথ প্রবক্তা (এঙ্গেলসের সাথে), [[বিচ্ছিন্নতা]] ও শ্রমিকের ব্যাখ্যা, ''[[কমিউনিস্ট ইস্তেহার]]'', ''[[ডাস কাপিটাল]]'', [[ঐতিহাসিক বস্তুবাদ]] |}}
 
'''কার্ল হাইনরিশ মার্ক্স''' ({{lang-de|Karl Heinrich Marx }} {{IPA-de|kaːɐ̯l ˈhaɪnʀɪç ˈmaːɐ̯ks}}) ([[৫ই মে]], [[১৮১৮]] – [[১৪ই মার্চ]], [[১৮৮৩]]) একজন প্রভাবশালী [[জার্মানি|জার্মান]] সমাজ বিজ্ঞানী ও [[মার্কসবাদ|মার্ক্সবাদের]] প্রবক্তা।<ref>Karl Marx: [http://www.marxists.org/archive/marx/works/1875/gotha/index.htm ''Critique of the Gotha Program''] (Marx/Engels Selected Works, Volume Three, pp. 13–30;)</ref><ref>In [http://www.marxists.org/archive/marx/works/1852/letters/52_03_05.htm Letter from Karl Marx to Joseph Weydemeyer] (MECW Volume 39, p. 58; )</ref> জীবিত অবস্থায় সেভাবে পরিচিত না হলেও মৃত্যুর পর সমাজতান্ত্রিক বিপ্লবীদের কাছে তিনি জনপ্রিয় হয়ে উঠেন। বিংশ শতাব্দীতে সমগ্র মানব সভ্যতা মার্ক্সের তত্ত্ব দ্বারা প্রবলভাবে আলোড়িত হয়। [[সোভিয়েত ইউনিয়ন|সোভিয়েত ইউনিয়নে]] সমাজতন্ত্রের পতনের পর এ তত্ত্বের জনপ্রিয়তা কমে গেলেও তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে মার্ক্সবাদ এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 
৩২ ⟶ ৩৩ নং লাইন:
[[১৮৪৩]] সালের অক্টোবর মাসের শেষের দিকে মার্ক্স [[প্যারিস|প্যারিসে]] আসেন। এ শহর তখন জার্মান, ব্রিটিশ, পোলীয় ও ইতালীয় বিপ্লবীদের সদর দফতর হয়ে উঠেছিল। তিনি প্যারিসে গিয়েছিলেন মূলত জার্মান বিপ্লবী ''Arnold Ruge'' এর সাথে ''[[জার্মান-ফরাসি বার্ষিকী|Deutsch-Französische Jahrbücher]]''-এর উপর কাজ করতে। সে সময় [[ফ্রিডরিখ এঙ্গেলস]] প্যারিসে গিয়েছিলেন মার্ক্সকে [[১৮৪৪]] সালের বাস্তবতায় ইংল্যান্ডে কর্মজীবী মানুষের অবস্থা অবহিত করতে। এর আগে [[১৮৪২]] সালে মার্ক্সের সাথে এঙ্গেল্‌সের এ নিয়ে কথা হয়েছিল। সে পরিচয়ের ভিত্তিতেই এঙ্গেল্‌স এ ধরণের উদ্যোগ নেন। এভাবেই ১৮৪৪ সালের [[২৮শে অক্টোবর]] মার্ক্স ও এঙ্গেল্‌স প্যারিসের ''Café de la Régence''-তে তাদের বন্ধুত্ব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা ঘটান। এটা ছিল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক বন্ধুত্বের একটি।
 
''[[জার্মান-ফরাসি বার্ষিকী]]'' বা ''Deutsch-Französische Jahrbücher''-এর পতন হওয়ার পর মার্ক্স প্যারিসের সবচেয়ে প্রগতিশীল জার্মান পত্রিকায় ("লিগ অফ দ্য জাস্ট" নামক গোপনীয় সমাজ এটা প্রকাশ করতো) একটি প্রবন্ধ লিখেন। এই প্রবন্ধের বিষয় ছিল "ইহুদি প্রশ্ন" এবং [[হেগেল]]। লেখালেখির বাইরে মার্ক্সের সময় কাটতো [[ফরাসি বিপ্লব|ফরাসি বিপ্লবের]] ইতিহাস, Pierre-Joseph Proudhon এর রচনা এবং গ্রাম্য প্রোলেতারিয়াদের কথা পড়ে। এ সময় প্রোলেতারিয়াদের অবস্থা নিয়ে তার বিশেষ আগ্রহ সম্পর্কে ''উইলিয়াম এইচ সিউয়েল জুনিয়র'' তার ''ওয়ার্ক অ্যান্ড রিভলিউশন ইন ফ্রান্স'' গ্রন্থে বলেন,
<i>{{উক্তি|''... মার্ক্সের হঠাৎ করে প্রোলেতারীয় কারণ সম্বন্ধীয় মতবাদের প্রতি সমর্থনের সাথে এর আগে ফ্রান্সের সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সমাজের সাথে তার নিবিঢ় যোগাযোগের সরাসরি সম্পর্ক স্থাপন করা যায়।''}}
{{cquote|
 
<i>... মার্ক্সের হঠাৎ করে প্রোলেতারীয় কারণ সম্বন্ধীয় মতবাদের প্রতি সমর্থনের সাথে এর আগে ফ্রান্সের সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সমাজের সাথে তার নিবিঢ় যোগাযোগের সরাসরি সম্পর্ক স্থাপন করা যায়।}}
মার্ক্স তরুণ হেগেলিয়ানদের সাথে তার সম্পর্কের পূনর্মূল্যায়ন করেন। [[১৮৪৩]] সালে বাউয়ারের নাস্তিকতার জবাবে রচিত "অন দ্য জিউইশ কোয়েশ্চ্‌ন" এই পুনর্মূল্যায়নেরই অংশ। এ সময়ই আরেকটি প্রবন্ধ লিখেন যার বিষয় ছিল রাজনৈতিক মুক্তি, ইহুদি ও খ্রিস্টান ধর্ম কিভাবে মানুষের মুক্তির বিরোধিতা করে এবং বেসামরিক ও মানবাধিকার বিষয়ে সমকালীন দৃষ্টিভঙ্গির সমালোচনা। প্রত্যয়ী সাম্যবাদী এঙ্গেল্‌স মার্ক্সের অর্থনৈতিক গবেষণাকে পথ দেখিয়ে নিয়ে যান এবং কর্মজীবী শ্রেণীর অবস্থার প্রতি তার উৎসাহ সৃষ্টি করেন। এভাবেই মার্ক্স সাম্যবাদী হয়ে উঠেন, ''ইকোনমিক অ্যান্ড ফিলোসফিক্যাল মেনুস্ক্রিপ্ট‌্‌স অফ ১৮৪৪'' (১৯৩০-এর দশকের আগে প্রকাশিত হয়নি) রচনার মাধ্যমে সাম্যবাদ বিষয়ে তার মানবতাবাদী দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন, [[পুঁজিবাদ|পুঁজিবাদী]] সমাজে বিচ্ছিন্ন (এলিয়েনেটেড) কর্মজীবী শ্রেণীর বিপরীতে [[সাম্যবাদ|সাম্যবাদী]] সমাজে সম্পৃক্ত (আন-এলিয়েনেটেড) কর্মজীবী শ্রেণীর কথা বলেন। তার মতে, এ ধরণের সাম্যবাদী সমাজে সবাই নিজেদের স্বাধীনভাবে গড়ে তুলতে পারে এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে উৎপাদন ব্যবস্থার উন্নয়ন ঘটাতে পারে।
 
৭১ ⟶ ৭২ নং লাইন:
 
মার্ক্সের শেষকৃত্য অনুষ্ঠানে মাত্র ১১ জন ব্যক্তি উপস্থিত ছিলেন। এ সম্পর্কে এঙ্গেল্‌স লিখেন,
<i>{{উক্তি|''১৪ই মার্চ বিকেল পৌনে তিনটায় জীবিতদের মাঝে সেরা চিন্তাবিদ তার চিন্তার পরিসমাপ্তি ঘটান। মাত্র দুই মিনিটের জন্য আমরা তাকে রেখে বাইরে গিয়েছিলাম, ফিরে এসে তাকে তার আর্মচেয়ারে বসা অবস্থায় পেলাম, তিনি ততক্ষণে শান্তিতে নিদ্রায় গিয়েছেন- চিরদিনের জন্য''}}
{{cquote|
<i>১৪ই মার্চ বিকেল পৌনে তিনটায় জীবিতদের মাঝে সেরা চিন্তাবিদ তার চিন্তার পরিসমাপ্তি ঘটান। মাত্র দুই মিনিটের জন্য আমরা তাকে রেখে বাইরে গিয়েছিলাম, ফিরে এসে তাকে তার আর্মচেয়ারে বসা অবস্থায় পেলাম, তিনি ততক্ষণে শান্তিতে নিদ্রায় গিয়েছেন- চিরদিনের জন্য}}
এঙ্গেল্‌স ছাড়া শেষকৃত্যে উপস্থিত অন্যান্যরা হলেন, মেয়ে এলিনর (সমাজবাদী ও বাবার সম্পাদনা সহযোগী), মেয়েদের ফরাসি সমাজবাদী স্বামী ''Charles Longuet'' ও ''Paul Lafargue'', Liebknecht (জার্মান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা), Longuet (ফরাসি শ্রমজীবী রাজনীতির বিখ্যাত ব্যক্তি); Friedrich Lessner (১৮৫২ সালে Cologne-এ সাম্যবাদীদের বিচারের পর তিন বছর কারাদণ্ড ভোগ করেছিলেন), G. Lochner (কমিউনিস্ট লিগের অন্যতম প্রবীণ সদস্য), Carl Schorlemmer (ম্যান্‌চেস্টারে রসায়নে অধ্যাপক, রয়েল সোসাইটির সদস্য এবং কমরেড); Ray Lankester, স্যার জন নো এবং লিওনার্ড চার্চ। ফরাসি ও স্পেনীয় শ্রমিকদের পক্ষ থেকে আসা দুটি চিঠি পড়ে শোনানো হয়, এর সাথে এঙ্গেল্‌স বক্তৃতা দেন, এ-ই ছিল শেষকৃত্যের আনুষ্ঠানিকতা। [[১৯৭০]] সালে সমাধি ডাকাতেরা ঘরে তৈরি বোমার মাধ্যমে তার কবর ধ্বংস করার ব্যর্থ চেষ্টা করে।
 
৭৯ নং লাইন:
 
== বহিঃসংযোগ ==
{{commonsকমন্স বিষয়শ্রেণী|Karl Marx}}
* {{Internet Archive author|sname=Karl Marx}}
* {{Gutenberg author|id=Marx,+Karl|name=কার্ল মার্ক্স}}
* [http://www.marxists.org/bangla/ মার্কসিস্ট বাংলা ইন্টারনেট আর্কাইভ]
*{{IMDbআইএমডিবি nameনাম|0555631}}
{{সমাজতন্ত্র}}
{{সামাজিক ও রাজনৈতিক দর্শন}}
 
[[বিষয়শ্রেণী:ভিক্টোরীয়কার্ল মার্কস| লেখক]]
[[বিষয়শ্রেণী:১৮১৮-এ জন্ম]]
[[বিষয়শ্রেণী:১৮৮৩-এ মৃত্যু]]
[[বিষয়শ্রেণী:১৯শ শতাব্দীর জার্মান সমাজবিজ্ঞানীইতিহাসবিদ]]
[[বিষয়শ্রেণী:কার্ল১৯শ মার্কসশতাব্দীর জার্মান অর্থনীতিবিদ]]
[[বিষয়শ্রেণী:উনিশ১৯শ শতকেরশতাব্দীর জার্মান লেখকদার্শনিক]]
[[বিষয়শ্রেণী:জার্মান১৯শ পুরুষশতাব্দীর জার্মান লেখক]]
[[বিষয়শ্রেণী:১৯শ শতাব্দীর জার্মান সাংবাদিক]]
[[বিষয়শ্রেণী:১৯শ শতাব্দীর প্রুসীয় ব্যক্তি]]
[[বিষয়শ্রেণী:আধুনিক দার্শনিক]]
[[বিষয়শ্রেণী:উনিশইংল্যান্ডে শতকেরজার্মান দার্শনিকঅভিবাসী]]
[[বিষয়শ্রেণী:উনিশজার্মান শতকের সাংবাদিকইতিহাসবিদ]]
[[বিষয়শ্রেণী:পুরুষজার্মান সাংবাদিকদার্শনিক]]
[[বিষয়শ্রেণী:উনিশ শতকের অর্থনীতিবিদ]]
[[বিষয়শ্রেণী:উনিশ শতকের জার্মান লেখক]]
[[বিষয়শ্রেণী:ভিক্টোরীয় লেখক]]
[[বিষয়শ্রেণী:জার্মান পুরুষ লেখক]]
[[বিষয়শ্রেণী:জার্মান বিপ্লবী]]
[[বিষয়শ্রেণী:জার্মান লেখক]]
[[বিষয়শ্রেণী:জার্মান সমাজবিজ্ঞানী]]
[[বিষয়শ্রেণী:জার্মান সাম্যবাদী]]
[[বিষয়শ্রেণী:জার্মান সাংবাদিক]]
[[বিষয়শ্রেণী:পুরুষ সাংবাদিক]]
[[বিষয়শ্রেণী:রাজনৈতিক দার্শনিক]]
[[বিষয়শ্রেণী:সামাজিক দার্শনিক]]