শিল্পকলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Salim Khandoker (আলোচনা | অবদান)
বানান ঠিক করা হয়েছে, ব্যাকরণ ঠিক করা হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা
সম্পাদনা সারাংশ নেই
২ নং লাইন:
[[চিত্র:Art-portrait-collage 2.jpg|thumb|upright=1.5|উপরের বাম থেকে ঘড়ির কাঁটা অনুযায়ী: [[ভিনসেন্ট ভ্যান গখ|ভিনসেন্ট ভ্যান গখের]] [[আত্ম-প্রতিকৃতি]]; [[Chokwe people|Chokwe]] শিল্পী কর্তৃক নারীমূর্তি; [[শান্ড্রো বটিসেলি]] কর্তৃক ''[[The Birth of Venus (Botticelli)|বার্থ অফ ভেনাস]]'' থেকে একাংশ এবং একটি জাপানি [[Shisa|শিসা সিংহ]]।]]
 
[[দৃশ্য]] বা [[অদৃশ্য]] কোনো [[ভাবনা|ভাব]][[রূপ]] [[শিল্পী]]র [[অন্তর|চিত্ত]][[রস|রসে]] নবরূপায়িত হয়ে যে স্থিতিশীল [[রূপ]]প্রকাশ ঘটে তা-ই শিল্প ।শিল্প।
 
এ [[কলা]] [[মানব ক্রিয়াকলাপ|মানব ক্রিয়াকলাপের]] বৈচিত্রপূর্ণ এক [[দৃশ্য]] '''প্রকাশ''' এবং এ ধরণের কার্যক্রমের ফলে প্রাপ্ত '''[[পণ্য]]''' বা উৎপাদন ।উৎপাদন।
 
[[দৃশ্য]] বা সার্বিকভাবে [[বোধ্য]] '''শিল্প''' [[কলা]]রই অজস্র [[রূপ]]
 
[[চিত্রকলা]] ([[painting]]) , [[ভাস্কর্য]] , [[ছাপচিত্র]] , [[আলোকচিত্র]] এবং অন্যান্য দৃশ্য মাধ্যম ক্ষেত্রে সৃষ্ট চিত্র বা বস্তু সম্পর্কিত আলোকপাত রয়েছে। সাধারণ দৃশ্যমান জগতে আমরা যে চিরায়ত লীলার অভিজ্ঞতা লাভ করি তাকে প্রকৃতি হিসেবে অভিহিত করা হয়, তা '''শিল্প''' নয়। এই প্রকৃতির সৌন্দর্য্য অবলোকন করে মানব মন যখন বিমুগ্ধ, বিস্মিত ও বিমূঢ় হয়ে যায় তখন সে তাকে নিজের মধ্যে আপন করে পেতে চায়। এরই ধারাবাহিকতায় সে চায় এই নৈসর্গিকতাকে একটি স্বাভাবিক রুপ দিতে। আর এর মাধ্যমেই জন্ম হয় শিল্পের। অর্থাৎ :{{cquote|<center>চিরায়ত ও চিরন্তন নৈসর্গিক প্রকৃতিকে শিল্পীর নিজস্ব অভিজ্ঞতা থেকে উদ্ভূত রং, রেখা, শব্দ বা রূপকের আশ্রয়ে প্রকাশ করে সেই অনুভূতি অন্যের মনে সঞ্চারের মাধ্যমে একটি পরিচয়বোধের সঞ্চারণ ঘটানোকেই '''শিল্প''' বা [[:en:Art|Art]] হিসেবে অভিহিত করা হয়।</center>}}এই নিবন্ধটি মূলত দৃশ্যশিল্প,চিত্রকর্ম, ভাস্কর্য, ছাপচিত্র, আলোকচিত্র এবং অন্যান্য দৃশ্যশিল্পের উপর আলোকপাত করা হয়েছে। স্থাপত্য অনেকসময় দৃশ্যশিল্পের উপর পড়ে অনেকটা সাজানো শিল্পের মতো। সপ্তদশ শতাব্দী পর্যন্ত যেকোন বিষয়ের উপর দক্ষতাকেই শিল্প বলা হতো। এটি বিজ্ঞান কিংবা ক্রাপ্টের মধ্যে সীমাবদ্ধ ছিলনা। সপ্তদশ শতকের পরেই চারুকলাকে বিভক্ত করা হয়েছে সাধারণ বিষয়সমূহ থেকে, যেখানে সাজানোর বিষয় মূখ্য। রোমান্টিক যুগের পর শিল্পকে দেখা যায় মানব চিন্তায় যা ধর্ম এবং বিজ্ঞান দ্বারা চিহ্নিত করা হয়
এর অপর নাম [[চারুশিল্প]], [[কারুশিল্প]], [[ললিতকলা]], [[চারুকলা]] ইত্যাদি। যে শিল্পের এই সৌন্দর্য্য সৃষ্টি করে সে হচ্ছে [[শিল্পী]] বা [[:en:Artist|Artist]]। শিল্পী মাত্রই রূপ-বিলাসী এবং তার সৃষ্ট রূপই হল শিল্প। শিল্পের চরিত্র সত্যকে, অনুভূতিকে ও অন্যান্য গুণকে তুলে ধরা।
শিল্পের প্রকৃতি নির্ভর করে কনসেপ্ট ও দর্শণের উপর যা একটি তাত্বিক মাত্রা দেয়।