মুশতাক মোহাম্মদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
টেস্ট ক্রিকেট - অনুচ্ছেদ সৃষ্টি
Suvray (আলোচনা | অবদান)
অধিনায়কত্ব লাভ - অনুচ্ছেদ সৃষ্টি
১১৮ নং লাইন:
১৯৭৩ সালের শুরুতে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২১ ও এক মাস পর নিজের পরেে খেলায় নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১ রান তুলেন। পরের খেলাটিতে [[ডেনিস অ্যাটকিনসন|ডেনিস অ্যাটকিনসনের]] পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টেস্টে দ্বি-শতক ও পাঁচ উইকেট লাভের বিরল কৃতিত্বের দাবীদার হন। ঐ বছর ৮৬.৩৩ গড়ে ৭৭৭ রান সংগ্রহ করেন তিনি।
 
১৯৭০-এর দশকে রিভার্স সুইপ ব্যবহারে অন্যতম প্রথম ক্রিকেটার ছিলেন মুশতাক মোহাম্মদ। তবে কখনো কখনো জ্যেষ্ঠ ভ্রাতা হানিফ মোহাম্মদকে এর আবিষ্কারকরূপে চিত্রিত করা হয়ে থাকে। বিখ্যাত ক্রিকেট কোচ [[বব উলমার]] স্ট্রোকটিকে বৈশ্বিকভাবে জনপ্রিয় করে তোলেন।<ref>{{cite web|url=https://www.theguardian.com/obituaries/story/0,,2037875,00.html|title=Bob Woolmer|first=Paul|last=Weaver|date=19 March 2007|publisher=|accessdate=27 August 2016|via=The Guardian}}</ref><ref>[http://www.zeecric.com/fullstory.asp?nid=1528 Latest Cricket News » Bob Woolmer, the `computer coach`] {{webarchive|url=https://web.archive.org/web/20160110081428/http://www.zeecric.com/fullstory.asp?nid=1528 |date=10 January 2016 }}</ref>
 
 
== অধিনায়কত্ব লাভ ==
পাকিস্তানের অন্যতম সেরা ও সফলতম অল-রাউন্ডার হিসেবে জাতীয় দলকে উনিশ টেস্টে নেতৃত্ব দিয়েছেন। প্রথম ও অদ্যাবধি একমাত্র পাকিস্তানী হিসেবে একই টেস্টে দুইবার সেঞ্চুরি ও পাঁচ [[উইকেট]] পেয়েছেন।<ref>[http://stats.espncricinfo.com/ci/engine/stats/index.html?class=1;filter=advanced;orderby=start;qualmin1=1;qualmin2=1;qualval1=hundreds;qualval2=five_wickets;template=results;type=allround;view=match 5 for and century] espncricinfo. Retrieved 20 December 2011</ref>
 
১৯৭৬-৭৭ মৌসুম থেকে ১৯৭৮-৭৯ মৌসুম পর্যন্ত পাকিস্তান দলের অধিনায়কের দায়িত্বে থেকে ১৯ টেস্ট খেলেন। এ সময়েই ১৯৭৬-৭৭ মৌসুমে পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২১ ও ৫৬ রান তোলার পাশাপাশি ৮ উইকেট লাভ করে দূর্লভ জয় তুলে নেন। দীর্ঘ আঠারো বছর পর ১৯৭৮-৭৯ মৌসুমে ভারতের বিপক্ষে প্রথম সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে সিরিজ জয়ে নেতৃত্ব দেন।
 
== তথ্যসূত্র ==