রমাপদ চৌধুরী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Jahidmrr (আলোচনা | অবদান)
Jahidmrr (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
'''রমাপদ চৌধুরী ( জন্ম: ২৮ ডিসেম্বর,১৯২২ -মৃত্যু : ২৯ জুলাই, ২০১৮ ) কলকাতার একজন''' একজন বাংলা উপন্যাসিক এবং গল্পকার ।১৯৮৮ সালে তাঁর "বাড়ি বদলে যায়" উপন্যাসের জন্য তিনি <nowiki>[[Sahitya Akademi Award|সাহিত্য একাডেমি এওয়ার্ড]]</nowiki> পান।<ref name="sahitya">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/awards/akademi%20samman_suchi.jsp#BENGALI|শিরোনাম=Sahitya Akademi Awards|ওয়েবসাইট=Sahitya Akademi|প্রকাশক=Government of India|সংগ্রহের-তারিখ=22 December 2017}}</ref> তাঁর বহু সাহিত্য কীর্তি চলচিত্রের পর্দায় অঙ্কিত হয়েছে,তন্মধ্যে <nowiki>[[খারিজ]]</nowiki> ,পরিচালক <nowiki>[[মৃণাল সেন]]</nowiki>
 
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই তাঁর লেখা-লেখি শুরু হয় । তিনি <nowiki>[[আনন্দবাজার পত্রিকা|আনন্দবাজার পত্রিকার]]</nowiki> সঙ্গে বহু বছর যুক্ত ছিলেন ,এমনকি তিনি পত্রিকার 'রবিবাসরীয়' বিভাগের সম্পাদক পদ অলঙ্কৃত করেন।
 
== বাল্যকাল ও শিক্ষা ==
রমাপদ চৌধুরী ২৮ ডিসেম্বর, ১৯২২ খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশের মেদিনীপুর জেলার খড়গপুরে জন্ম গ্রহণ করেন(অধুনা পশ্চিমবঙ্গ।পশ্চিমবঙ্গ)। তিনি খড়গপুরে তাঁর প্রাথমিক শিক্ষা শেষ করে ,কলকাতায় উচ্চ শিক্ষা লাভের জন্য প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন ,সেখান থেকেই তিনি ইংরেজি সাহিত্যে এম.এ ডিগ্রী অর্জন করেন ।<ref name="whoswho">{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://books.google.co.in/books?id=QA1V7sICaIwC&q=isbn#v=onepage&q=239&f=false|শিরোনাম=Who's who of Indian writers: 1999|শেষাংশ=Dutt|প্রথমাংশ=Kartik Chandra|তারিখ=1999|প্রকাশক=Sahitya Akademi|পাতা=239|আইএসবিএন=81-260-0873-3|সংগ্রহের-তারিখ=23 December 2017|সংস্করণ=End-century}}</ref>
 
== কর্মজীবন ও সাহিত্যকীর্তি ==
১৯৫৪ছাত্রজীবন সালেথেকেই তিনি লেখা লেখি শুরু করলেও, বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ করে মাত্র ২৫ বছর বয়সে প্রথম উপন্যাসছোটগল্প রচনা করেন রমাপদ। তাঁর জীবনের 'প্রথম প্রহরগল্প 'উদয়াস্ত' প্রকাশপ্রকাশিত হয়েছিল যুগান্তর পত্রিকায়। এরপর প্রেসিডেন্সি কলেজ থেকে এম.এ পাস করে তিনি আনন্দবাজার পত্রিকায় যোগ দেন। কর্মজীবনে কালক্রমে তিনি ওই পত্রিকার এসোসিয়েট এডিটর পদে দায়িত্ব পালন করেন এবং পত্রিকার রবিবারের ক্রোড়পত্র 'রবিবাসরীয়'বিভাগের সম্পাদক হন। পাশাপাশি হওয়ারচলতে আগেইথাকে তাঁর দুনিজস্ব সাহিত্য চর্চা।তিনি ১৯৬৩ সালে আনন্দ পুরস্কার লাভ করেন। ১৯৭১ সালে 'এখনই'টি ছোটগল্পউপন্যাসের সংকলনজন্য প্রকাশিতরমাপদ চৌধুরীকে রবীন্দ্র পুরস্কারে ভূষিত করা হয়। পঞ্চাশের'বাড়ি দশকবদলে থেকেযায়' জনপ্রিয়তাউপন্যাসের জন্য তিনি ১৯৮৮ সালে সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করাকরেন। শুরুদীর্ঘ করলেওসাহিত্য জীবনে তিনি পঞ্চাশটির উপরে উপন্যাস রচনা করেন। এছাড়া দেশ পত্রিকার গল্প সংকলনও দক্ষতার সঙ্গে সম্পাদনা করেন। ১৯৫৪ সালে প্রথম উপন্যাস 'প্রথম প্রহর' প্রকাশ পায়। ষাটের দশকে 'দেশ' পত্রিকায় তাঁর উপন্যাস 'বনপলাশীর পদাবলী' পর্যায়ক্রমে প্রকাশিত হওয়ারহয়, সঙ্গেযার সঙ্গেফলে তিনি পাঠক সমাজকেসমাজে আলোড়িতপরিচিত করেন।মুখ হয়ে পড়েন। তিনি ১৯৬৩ সালে আনন্দ পুরস্কার লাভ করেন। ১৯৭১ সালে 'এখনই' উপন্যাসের জন্য রমাপদ চৌধুরীকে রবীন্দ্র পুরস্কারে ভূষিত করা হয়। 'বাড়ি বদলে যায়' উপন্যাসের জন্য তিনি ১৯৮৮ সালে সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেন। দীর্ঘ সাহিত্য জীবনে তিনি পঞ্চাশটির উপরে উপন্যাস রচনা করেন। এছাড়া দেশ পত্রিকার গল্প সংকলনও দক্ষতার সঙ্গে সম্পাদনা করেন।
২০১১ সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট রবীন্দ্রনাথ ঠাকুর স্মারক আন্তর্জাতিক পুরস্কার চালু করলে প্রথম বছর 'বনপলাশী পদাবলী' উপন্যাসের জন্য রমাপদ চৌধুরীকে ওই পুরস্কারে ভূষিত করা হয়।
রমাপদ চৌধুরীর জীবনের উপর একটি তথ্যচিত্র তৈরি করেছে সাহিত্য আকাদেমি। ছবিটির পরিচালক রাজা মিত্র।
 
== রচনাবলী ==
তাঁর অনন্য সাহিত্যকীর্তির মধ্যে উল্লেখযোগ্য কিছু সাহিত্য প্রতিভা :-
* ''প্রথম প্রহর  (১৯৫৪)''
২৯ ⟶ ৩৩ নং লাইন:
 
== রমাপদ চৌধুরীর সাহিত্যকীর্তি অবলম্বনে চলচ্চিত্র ==
তাঁর বহু উপন্যাসের চলচ্চিত্রায়নও হয়েছে যেগুলি চলচ্চিত্র হিসেবেও দারুণ সাফল্য পায়। যেমন :-
 
* ''দ্বীপের নাম টিয়ারং (১৯৬৩)'' , পরিচালনায় গুরুদাস বাগচী