চীনের ইতিহাস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
১৬৫ নং লাইন:
| last = Corless | first = Kieron | title = Time In – Plugged In – Tank Man | newspaper = Time Out | date = May 24, 2006}}</ref> ]]
১৯৭৬ সালে মাও এর মৃত্যুর পর কমিউনিস্ট পার্টির মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। অতিরিক্ত সাংস্কৃতিক আন্দোলনের চর্চার জন্য [[চার জনের দল|চার জনের দলকে]] বা Gang of Four কে গ্রেফাতার করা হয়। সেই সাথে রাজনৈতিক ডামাডোলের অবসান হয়। [[দেং জিয়াওপিং]] সুকৌশলে চেয়ারম্যান [[হুয়া গাওফেং]]এর স্থলাভিষিক্ত হন এবং পরবর্তী কয়েক বছরের জন্য কমিউনিস্ট পার্টির একচ্ছত্র নেতা হিসাবে আবির্ভূত হন। দেং জিয়াওপিং ১৯৭৮ থেকে ১৯৯২ সাল পর্যন্ত চীনের নেতা ছিলেন। যদিও তিনি কখনও পার্টি প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান ছিলেন না। তথাপি কমিউনিস্ট পার্টিতে তার দৃঢ় প্রভাব ছিল। তার প্রভাবে [[চীনের অর্থনৈতিক সংস্কার|চীনে অর্থনৈতিক সংস্কার]] সূচীত হয়। কমিউনিস্ট পার্টি ধীরে ধীরে জনগনের ব্যক্তিগত জীবনের উপর নিয়ন্ত্রন হারাতে থাকে। [[প্রজাসভা]] বা কমিউনগুলো থেকে প্রচুর জমি বিযুক্ত করে কৃষকদের নিকট লীজ দেয়া হয়। এর ফলে কৃষি উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এই পরিবর্তন চীনের অর্থনীতিকে একিপ পরিকল্পিত অর্থনীতি থেকে মিশ্র অর্থনীতির দিকে নিয়ে যায়।<ref name="Ref_e">{{ওয়েব উদ্ধৃতি | last=Hart-Landsberg | first=Martin | last2=Burkett | first2=Paul | url= http://www.monthlyreview.org/chinaandsocialism.htm | title =China and Socialism: Market Reforms and Class Struggle | publisher = Monthly Review Press | ISBN=1-58367-123-4 | date=March 2010 | accessdate=30 October 2008}}</ref> কমিউনিস্ট পার্টির ভাষায় যাকে বলা হয় [[চৈনিক পদ্ধতির সমাজতন্ত্র]]।
[[File:Flag of the People's Republic of China.svg|alt=Blue Sky White Sun Wholly Red Earth|thumb|left|১৯৪৯ সাল থেকে ব্যবহৃত গনপ্রজাতন্ত্রী চীনের জাতীয় পতাকা]]
 
১৯৮৯ সালে পার্টির প্রাক্তন সেক্রেটারি জেনারেল, [[হু ইয়াওব্যাং]] এর মৃত্যুর পর চীনে [[তিয়েনআনমেন স্কোয়ার আন্দোলন|তিয়েনআনমেন স্কোয়ার আন্দোলনের]] সূচনা হয়। ছা্ত্র ও সাধারণ জনতা কয়েক মাস ব্যাপী এই আন্দোলনে বাক্‌স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক সংস্কার ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানায়। ৪ জুন [[পিপলস লিবারেশন আর্মি]] তিয়েনআনমেন স্কোয়ারে এই প্রতিবাদ সমাবেশ বলপূর্বক বন্ধ করে দেয়। এ সময়ে অনেকে হতাহত হন। এ'ঘটনা বিশ্বজুড়ে সমালোচিত হয়।<ref name="Ref_f">Youngs, R. ''The European Union and the Promotion of Democracy.'' Oxford University Press, 2002. {{আইএসবিএন|978-0-19-924979-4}}.</ref><ref name="Ref_g">Carroll, J. M. ''A Concise History of Hong Kong.'' Rowman & Littlefield, 2007. {{আইএসবিএন|978-0-7425-3422-3}}.</ref> [[ট্যাংক ম্যান]] নামের একটি ছায়াছবিতে তখনকার ঘটনা চিত্রিত হয়েছে।