মোহনপুর ইউনিয়ন, উল্লাপাড়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন পৃষ্ঠা: ১। ভৌগলিক অবস্থানঃ- সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলাধীন সু...
 
সম্প্রসারণ, অনুবাদ, সংশোধন, বিষয়বস্তু যোগ, বানান সংশোধন, রচনাশৈলী, পরিষ্কারকরণ, তথ্যসূত্র, বিষয়শ্রেণী, চিত্র, হালনাগাদ
১ নং লাইন:
<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://mohonpurup.sirajganj.gov.bd/site/page/715b245b-1ab0-11e7-8120-286ed488c766/%E0%A6%8F%E0%A6%95%E0%A6%A8%E0%A6%9C%E0%A6%B0%E0%A7%87%20%E0%A6%87%E0%A6%89%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%A8|শিরোনাম=মোহনপুর ইউনিয়ন|শেষাংশ=একনজরে মোহনপুর ইউনিয়ন|প্রথমাংশ=একনজরে মোহনপুর ইউনিয়ন|তারিখ=|ওয়েবসাইট=মোহনপুর ইউনিয়ন|সংগ্রহের-তারিখ=}}</ref>১। ভৌগলিক অবস্থানঃ- সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলাধীন সুজলা-সুফলা, শষ্য-শ্যামলায় ভরপুর মোহনপুর ইউনিয়ন। ইহার পূর্বে দূর্গানগর ইউনিয়ন, পশ্চিমে ভাঙ্গুড়া উপজেলা, উত্তরে একই উপজেলার কয়ড়া ইউনিয়ন ও দক্ষিণে ফরিদপুর উপজেলা। ইহার আয়তন ৯০৪৯.০৬ একর এবং সীমা ১৪.১৪ বর্গমাইল।
 
২। জনসংখ্যাঃ- জনসংখ্যা প্রায় ৪৬,০০০ (ছয়চল্লিশ হাজার)। শিক্ষার হার- ৮০% । শতকরা ৯৫% মুসলমান, ৪% হিন্দু এবং ১% অন্যান্য ধর্মাবম্বী।
২১ নং লাইন:
১১। প্রখ্যাত ব্যক্তিবর্গঃ- মোহনপুর ইউনিয়নে অনেক সুনামধন্য লোকের জন্ম। বিশেষ করে লাহিড়ী পরিবারে জন্ম “অমূল্য লাহিড়ী” নামে একজন বিশিষ্ট রাজনীতিবিদ ছিল। তার নামানুসারে লাহিড়ী মোহনপুর রেলস্টেশন নামে পরিচিতি লাভ করে। ইহাছাড়া ক্ষিতিমোহন লাহিড়ী, মির্জা মেনহাজ উদ্দিন, মিজানুর রহমান খন্দকার, অধ্যক্ষ আবুল হোসেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য- উত্তর বঙ্গের লালসূর্য পলাশ ডাঙ্গার সর্বাধিনায়ক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ আব্দুল লতিফ মির্জাসহ আরও অনেক রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও সমাজ সেবক ব্যক্তিদের জন্ম হয়েছিল। যাহারা দেশ ও জাতীর জন্য গর্ব।
 
[মোহনপুর ইউনিয়ন]
 
 
 
 
 
কালের স্বাক্ষী বহনকারী গোহালা নদীর তীরে, পলাশ ডাঙ্গার যুব শিবিরের সর্বাধিনায়ক উত্তর বঙ্গের লাল সূর্য় সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ আব্দুল লতিফ মির্জার জম্মস্থান এবং বিশিষ্ট জমিদার অমুল্য লাহিড়ীর নামে লাহিড়ী মোহনপুর রেল ষ্টেশানের নিকটবর্তী গড়ে উঠা উল্লাপাড়া উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো মোহনপুর ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ মোহনপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয়অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজ পর্যন্ত সমুজ্জ্বল ও আলোকিত করছে। ১। নাম– ৫নং মোহনপুর ইউনিয়ন পরিষদ । ২। আয়তন– ৩৬৩৪ হেক্টর/৯০৪৯.০৬ একর এবং সীমা-১৪.১৪ বর্গমাইল । ৩। লোকসংখ্যা– ৪৫,৫২৬জন(প্রায়) (২০১১ইং সালের আদম শুমারি অনুযায়ী)ক) পুরুষ- ২৩,৩৯০জন ।খ) মহিলা- ২২,১৩৬জন । ৪। জন সংখ্যার ঘনত্ব- ৩২১৯.৬৭ জন/বর্গমাইল ৫। মোট ভোটার সংখ্যা- ২৪,৫০৬জন (পূরুষ-১২,২৭৯জন, মহিলা- ১২৩২৬জন)। ৬। গ্রামের সংখ্যা– ৩১টি। ৭। কৃষি পরিবারের সংখ্যা- ৬৭৬২টি ৮। ওয়ার্ড সংখ্যা- ০৯টি ৯। নলকূপের সংখ্যা- ২৫০০টিঅগভীর নলকূপের সংখ্যা- ৯৭২টিগভীর নলকূপের সংখ্যা- ০৬টি ১০। জন্ম নিবন্ধন কার্যক্রম- ১০০% ১১। স্যানিট্রেশন কার্যক্রম- ১০০% ১২। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র- ০১টি ১৩। কমিউনিটি ক্লিনিক- ০৩টি ১৪। পোষ্ট অফিস-(সাবপোষ্ট অফিস-কোড=৬৭৬২)- ০৪টি ১৫। মৌজারসংখ্যা– ১৯টি। ১৬। হাট- ০৫টি ১৭। বাজারসংখ্যা- ১০টি। ১৮। উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম– সিএনজি, রিক্সা ও মোটর সাইকেল। ১৯। শিক্ষা প্রতিষ্ঠান- ৪২টি ।ক) কলেজ- ০১টিখ) মাধ্যমিক বিদ্যালয়- ০৫টি,গ) নিম্ন মাধ্যমিক বিদ্যালয়- ০১টিঘ) মাদরাসা- ১০টিঙ) সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৪টিচ) রেজিঃ প্রাথমিক বিদ্যালয়- ১০টি,ছ) কমিউনিটি বিদ্যালয়- ০১টিজ) শিক্ষারহার– ৬০%।(২০০১ইং এর শিক্ষা জরীপ অনুযায়ী) ২০। দায়িত্বরত চেয়ারম্যান–জনাব– মির্জা খালিদ ইনতেজার শক্তি। ২১। গুরুত্বর্পূণ ধর্মীয়স্থান- মসজিদ, মাদরাসা, মন্দির । ২২। ঐতিহাসিক/পর্যটনস্থান– মোহনপুর মিল্কভিটা। ২৩। ইউপি ভবন স্থাপনকাল– ০৫/০৬/২০০৬ইং। ২৪। নবগঠিতপরিষদেরবিবরণ–ক) শপথ গ্রহণের তারিখ– ২১/০৬/২০১১ইংথ) প্রথম সভার তারিখ– ১২/০৭/২০১১ইংগ) মেয়াদ উর্ত্তীনের তারিথ– ২৭/০৭/২০১৬ইং ২৫। মোট পরিবারের সংখ্যা২৬। ধর্মীয় প্রতিষ্ঠান- ক) মসজিদ- ৫৬টিখ) মন্দির-১৫টি ২৭। ট্যাক্সঃ ধার্যকৃত ট্যাক্স- টাকা ক) আদায়কৃত- ২,০১,৪৭৪টাকা খ) অনাদায়কৃত- ১,৯৮,৫২৬টাকা আদায়ের হার- ৫০% ২৮। কৃষি ব্লক- ০২টি ।২৯। ব্যাংক সংখ্যা- ০৪টি ক) সোনালী ব্যাংক- ০১টি খ) গ্রামীণ ব্যাংক- ০১টি গ) ব্র্যাক ব্যাংক- ০১টি ঘ) আশা ব্যাংক- ০১টি ৩০। কমিউনিটি ক্লিনিক- ০৩টি ৩১। বিশ্বরোড- ০১টি। ৩২। পাকা সড়ক- ০৫টি। ৩৩। কাঁচা সড়ক- ০৫। ৩৪। বন্যায় আশ্রয় কেন্দ্র- ০০ ৩৫। আদর্শ গ্রাম- ০২টি। ৩৬। পুকুর সংখ্যা- ১৫টি ৩৭। খাস পুকুর সংখ্যা- ১৭টি ৩৮। মোট ব্রীজ সংখ্যা- ১৭টি ৩৯। বক্স কালভাট- ৩০টি ৪০। নদী সংখ্যা- ০৪টি ৪১। বিল ও হাওড় সংখ্যা- ১১টি ৪২। কবরস্থান সংখ্যা- ২০টি ৪৩। শ্বশান সংখ্যা- ০৪টি। ৪৪। তথ্য ও সেবা কেন্দ্র- ০১টি। ৪৫ ।গ্রাম সমূহের নাম–
কালিয়াকৈড় সুজা কৈবত্তগাঁতী পশ্চিম বংকিরাট পূর্ব বংকিরাট
পশ্চিম বামনগ্রাম আঁচলগাতী বলাইগাতী সাতবিলা নাদা
দত্তপাড়া এলংজানী মামুদপুর বলতৈল হাজিপুর চকপাড়া এলংজানী
আটিয়ারপাড়া এলংজানী গোনাইগাঁতী কাইমকোলা কোনাবাড়ী দৈমুচী
এলংজানী চন্ডিপুর বাল্লোপাড়া আগ মোহনপুর লাহিড়ীপাড়া
মিলপাড়া মোহনপুর বাজার দহকুলা চর মোহনপুর চর বর্দ্ধনগাছা
বর্দ্ধনগাছা কৈবত্তগাঁতী নতুনপাড়া
৪৬। ইউনিয়ন পরিষদ জনবল– ১) নির্বাচিত পরিষদ সদস্য– ১৩জন। ২) ইউনিয়ন পরিষদ সচিব– ১জন। ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ– ৯জন।