ফলাফল (ক্রিকেট): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
ফলাফল হয়নি - অনুচ্ছেদ সৃষ্টি
Suvray (আলোচনা | অবদান)
পরিত্যক্ত - অনুচ্ছেদ সৃষ্টি
২৪ নং লাইন:
সীমিত ওভারের ক্রিকেট খেলায় প্রত্যেকটি দলকে ফলাফল আনয়ণে পর্যাপ্তসংখ্যক ওভার ব্যাটিং করতে হয়। ২০১৬ সাল পর্যন্ত একদিনের আন্তর্জাতিকে কমপক্ষে ২০ ওভার ও টুয়েন্টি২০ ক্রিকেটে কমপক্ষে ৫ ওভার ব্যাটিং করার আদর্শ মানদণ্ডে নিয়ে আসা হয়েছে। যদি প্রত্যেক দল ঐ নির্ধারিতসংখ্যক ওভার মোকাবেলা করতে সক্ষম হয়, তাহলেই খেলায় ফলাফল নিয়ে আসা সম্ভবপর। প্রয়োজনে [[ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি]] প্রয়োগ কিংবা [[প্রতিযোগিতা|প্রতিযোগিতায়]] পূর্বে নির্ধারিত আইনের মাধ্যমে ফলাফল প্রদান করা হবে।
 
== পরিত্যক্ত ==
একটি খেলা পরিত্যক্ত‘পরিত্যক্ত’ ঘোষণা করা হবে - যদি আবহাওয়া কিংবা আকস্মিকভাবে উদ্ভূত অন্য কোন পরিস্থিতির কারণে খেলা অনুষ্ঠিত না হলে। কোন খেলা শুরুর লক্ষ্যে বোলার তার প্রথম ওভার করার জন্য দৌঁড়ানো শুরু না করলে কর্মকর্তাগণ খেলাটিকে পরিত্যক্ত ঘোষণা করতে পারেন। তখন খেলাটি ‘বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত’ পরিভাষা ফলাফলে উল্লেখ করা হয়। এ ধরনের খেলা আনুষ্ঠানিকভাবে [[cricket statistics|পরিসংখ্যানগত রেকর্ডে]] উল্লেখ করা হয় না।
 
জুলাই, ২০০৪ সালের পূর্বে এ ধরনের ফলাফল করা হতো যদি টস করা সত্ত্বেও খেলাটিতে কোন [[ক্রিকেট বল|বল]] মাঠে গড়ানো না হতো। ২০০৪ সাল থেকে [[আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল]] (আইসিসি) কর্তৃপক্ষ [[আন্তর্জাতিক ক্রিকেট|আন্তর্জাতিক খেলাগুলোর]] বিষয়ে আদেশনামা জারী করে যে, খেলায় টস হবার পর বল মাঠে গড়ানো না হবার কারণে পরিত্যক্ত হলে ‘ড্র’ কিংবা সীমিত ওভারের খেলায় ‘ফলাফল হয়নি’রূপে ঘোষণা করতে হবে। এ ধরনের খেলাগুলো পরিসংখ্যানগত রেকর্ডে গণনা, অংশগ্রহণকারী দল ও মনোনীত খেলোয়াড়দের নাম অন্তর্ভূক্ত করা হয়।<ref name="Rediff">{{cite web | url=http://www.rediff.com/cricket/2004/jul/09toss1.htm | title=Toss to signify start of a match | publisher=[[Rediff.com]] | date=9 July 2004 | accessdate=4 April 2015}}</ref>
 
আম্পায়ারদ্বয়কে খেলায় কোন দলকে বিজয়ী হিসেবে সিদ্ধান্ত প্রদানের অধিকারের ন্যায় ‘ক্ষমতা প্রদানের’ ব্যবস্থা রয়েছে। এ ক্ষেত্রে অন্য দল সম্ভাব্য পরাজয়ের কারণে খেলতে অস্বীকৃতি অথবা, আম্পায়ারদ্বয়ের মতামতকে অগ্রাহ্য করার কারণের ন্যায় প্রশ্নবিদ্ধতার কারণে হয়ে থাকে।
 
== তথ্যসূত্র ==