জন্মদিন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[অপরীক্ষিত সংশোধন][অপরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
114.130.83.10-এর সম্পাদিত সংস্করণ হতে NahidSultanBot-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল
২১ নং লাইন:
=== জন্মদিনের গান ===
জনপ্রিয় গান হিসেবে জন্মদিনে ''“[[হ্যাপি বার্থডে টু ইউ]]”'' গানটির বহুল ব্যবহার লক্ষ্য করা যায়। এছাড়াও ভারতীয় বাংলা সঙ্গীত হিসেবে ''“জন্মদিনে কি আর দেব তোমায় উপহার / বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও পেয়ার”''; ''“জন্মদিন আজ, গলাটা ছেড়ে গা”'' অথবা ''“এলো এক অচেনা বছর”''; কিংবা বাংলাদেশে, বাংলায়, [[মাইলস]] ব্যান্ডের ''"আজ জন্মদিন তোমার"'' ইত্যাদি গানের ব্যাপক ব্যবহার করা হয়ে থাকে। এসকল গান ঘরে বাজানো ছাড়াও ইদানীং অনেকেই রেডিও বা অন্যান্য গণমাধ্যমের দ্বারা একজন অন্যজনকে উপহারস্বরূপ শুনিয়েও থাকে।
 
===জন্মদিনের কবিতা===
বাংলা ভাষায় কবি এস এম শাহনূরের লেখা '''শুভ জন্মদিন''' নামক কবিতাখানি ইদানিং জন্মদিনের অনুষ্ঠানে আবৃত্তি করতে দেখা যায়।
কে অামারে জন্মদিলো,কোন কারণে ভাই?
 
একটু তোমার সময় হবে? বলে যেতে চাই।
 
মানুষ রূপে জন্ম দিলেন খোদা মেহেরবান,
 
জঠর থেকে মা বাপ মিলে করেছেন এহসান।
 
কে করিল এত সুন্দর তনু মন প্রাণ গঠন?
 
কে করিল দুনিয়ার সব বোর্ণীল অায়োজন?
 
কে রচিল চাঁদ তারা অামার খেলার সাথী?
 
সাঁঝ সকালে দিবাকরের সাথে কত মাতামাতি!
 
মায়ের পেটে ঘুমিয়ে ছিলাম দশ মাস দশ দিন;
 
জন্ম নিয়ে দোলনায় দোলে কাটলো কিছু দিন।
 
মুখে মধু,মুখ ভাত করে কাটলো শিশুকাল,
 
কখন যেন যৌবন অাসলো জীবন টালমাটাল।
 
যা পেয়েছি তা খেয়েছি হালাল হারাম নাই,
 
এমনি করে বলো কয়দিন টিকে থাকা যায়?
 
বাহু বলে,কলম বলে,বহু ছলে কেটে যাচ্ছে দিন;
 
যেজন অামায় সৃজন করলো কি হবে তাঁর ঋণ?
 
সোনার দেহে ঘুন ধরেছে শব্দ শুনা যায়,
 
বার্ধক্য ডাকছে অামায়,"অায়রে কাছে অায়"।
 
কথা ছিলো ধরণীতে রবের করব বন্দেগি,
 
হেলায় খেলায় কাটিয়ে দিলাম হিরে জিন্দেগি।
 
যদি কাটে খোদার প্রেমে তিন'শ পয়শট্টিটি দিন,
 
তবেই বন্দ্বু বলো অামায়,"শুভ জন্ম দিন"।
 
=== আপ্যায়ন ===