কোপার্নিসিয়াম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
টেমপ্লেটে সংশোধন
সম্প্রসারণ
১ নং লাইন:
{{তথ্যছক কোপার্নিসিয়াম}}
 
'''কোপার্নিসিয়াম''' একটি [[রাসায়নিক উপাদান]] যার প্রতীক Cn এবং [[পারমাণবিক সংখ্যা]] ১১২। এটি একটি অত্যন্ত [[তেজস্ক্রিয়]] [[কৃত্রিম উপাদান]] যা শুধুমাত্র পরীক্ষাগারে তৈরি করা যেতে পারে। এর আইসোটোপ কোপার্নিসিয়াম-২৮৫ এর অর্ধেক জীবন প্রায় ২৯ সেকেন্ড। ১৯৯৬ সালে জার্মানির ডার্মস্টাটে জিএসআই হেল্মহলৎজ সেন্টারে ভারী আয়ন গবেষণা করতে গিয়ে কোপার্নিসিয়াম আবিষ্কার করা হয়। জ্যোতির্বিদ [[নিকোলাস কোপার্নিকাস|নিকোলাস কোপার্নিকাসের]] নামানুসারে এর নামকরণ করা হয়।
 
==ইতিহাস==
===আবিষ্কার===
কোপার্নিসিয়াম প্রথম আবিষ্কৃত হয় ১৯৯৬ সালের ৯ই ফেব্রুয়ারি। জার্মানির ডার্মস্টাটের গেসেলশাফ্‌ট ফার শোয়ারিয়নেনফরশাং (জিএসআই) গবেষণাগারে সিগুর্ড হফমান, ভিক্টর নিনভ ও অন্যান্যরা মিলে এটি আবিষ্কার করেন।<ref>Hofmann, S.; et al. (1996). "The new element 112". Zeitschrift für Physik A. 354 (1): 229–230. doi:10.1007/BF02769517.</ref>
 
===নামকরণ===
জিএসআই দলের আবিষ্কারের কথা জানার পর আইইউপিএসি থেকে তাদের এই ১১২তম মৌলিক পদার্থের একটি স্থায়ী নাম প্রদান করতে বলা হয়।<ref>"New Chemical Element In The Periodic Table". Science Daily. ১১ জুন ২০০৯।</ref> ২০০৯ সালের ১৪ই জুলাই তারা জ্যোতির্বিদ [[নিকোলাস কোপার্নিকাস|নিকোলাস কোপার্নিকাসের]] নামানুসারে এই পদার্থের নাম ''কোপার্নিসিয়াম'' এবং প্রতীক হিসেবে Cp গ্রহণের প্রস্তাব দেয়।<ref>"Element 112 shall be named "copernicium"". Gesellschaft für Schwerionenforschung. ১৪ জুলাই ২০০৯।</ref>
 
==তথ্যসূত্র==