ইয়াসির আরাফাত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ, ট্যাগ যোগ করা হয়েছে
সংশোধন
২৭ নং লাইন:
 
জীবনের শেষভাগে আরাফাত ইসরাইলী সরকারের সাথে কয়েক দফায় [[শান্তি]] আলোচনা শুরু করেন। [[১৯৯১ সালের মাদ্রিদ সম্মেলন]], [[১৯৯৩ সালের অসলো চুক্তি]] এবং [[২০০০ সালের ক্যাম্প ডেভিড সম্মেলন]] এর মাধ্যমে আরাফাত ইসরাইলীদের সাথে কয়েক দশকের সংঘাতের অবসান ঘটানোর প্রয়াস নেন। ইসরাইলীদের সাথে এই সমঝোতা স্থাপনের জন্য আরাফাতের রাজনৈতিক প্রতিপক্ষ তাঁর নতজানু নীতির তীব্র নিন্দা করে। ১৯৯৪ সালে আরাফাত [[ইজহাক রাবিন]] ও [[শিমন পেরেজ]] এর সাথে অসলো শান্তি চুক্তির জন্য একত্রে [[নোবেল শান্তি পুরস্কার]] লাভ করেন। কিন্তু একই সময়ে [[হামাস]] ও অন্যান্য জঙ্গীবাদী সংগঠনের উত্থান ঘটে, যারা ফাতাহ ও আরাফাতের ক্ষমতার ভিত্তি দুর্বল করে দিয়ে ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় রাজনৈতিক ক্ষমতা দখল করে নেয়।
 
== পুরস্কার ও সম্মাননা ==
[[File:Flickr - Government Press Office (GPO) - THE NOBEL PEACE PRIZE LAUREATES FOR 1994 IN OSLO..jpg|thumb|right| ইয়াসির আরাফাত, [[আইজাক রবিন]] ও [[শিমন পেরেজ]] যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার গ্রহণ]]
১৯৯৪ সালে ঐতিহাসিক অসলো চুক্তি স্বাক্ষরের পর [[আইজাক রবিন]], [[শিমন পেরেজ]] ও ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাত যৌথভাবে [[শান্তিতে নোবেল পুরস্কার]] লাভ করেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|url=http://nobelprize.org/nobel_prizes/peace/laureates/1994/rabin-bio.html |title=Yitzhak Rabin - Biographical|publisher=Nobelprize.org |accessdate=31 August 2011}}</ref><ref>[http://nobelprize.org/nobel_prizes/peace/laureates/1994/ Nobel Prize.org] 1994 Nobel Prize Laureates</ref>
 
==অসুস্থতা ও মৃত্যু==
৩৩ ⟶ ৩৭ নং লাইন:
 
তেজস্ক্রিয় পদার্থ প্রয়োগে ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের নেতা ইয়াসির আরাফাতের মৃত্যু হতে পারে, বলছে সুইস গবেষকরা। সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা বলছেন তারা ইয়াসের আরাফাতের দেহাবশেষ গবেষণার পর তার হাড়ে বিষাক্ত পোলোনিয়ামের সন্ধান পেয়েছেন।প্যারিসের একটি হাসপাতালে ২০০৪ সালের ১১ই নভেম্বর মারা যান ইয়াসের আরাফাত। তখন মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছিল তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। কিন্তু তাকে হত্যা করা হয়েছে এমন বিতর্ক বেশ কিছুদিন যাবত চলে আসছিল। বিষপ্রয়োগে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে এমন সন্দেহ ওঠায় মৃত্যুর প্রায় আট বছর পর ইয়াসের আরাফাতের দেহাবশেষ কবর থেকে গত বছর 2012 তোলা হয়েছে। এক বছর তাতে গবেষণার পর সুইস বিজ্ঞানী বলছেন তার হাড়ে যে পরিমাণ পোলিনিয়াম নামে একটি তেজস্ক্রিয় পদার্থ পাওয়া গেছে তা মানবদেহের স্বাভাবিক মাত্রার চেয়ে ১৮ গুন বেশ। এখন নতুন করে তাই আবার বিতর্কের সূত্রপাত।
 
== পুরস্কার ও সম্মাননা ==
[[File:Flickr - Government Press Office (GPO) - THE NOBEL PEACE PRIZE LAUREATES FOR 1994 IN OSLO..jpg|thumb|right| ইয়াসির আরাফাত, [[আইজাক রবিন]] ও [[শিমন পেরেজ]] যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার গ্রহণ]]
১৯৯৪ সালে ঐতিহাসিক অসলো চুক্তি স্বাক্ষরের পর [[আইজাক রবিন]], [[শিমন পেরেজ]] ও ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাত যৌথভাবে [[শান্তিতে নোবেল পুরস্কার]] লাভ করেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|url=http://nobelprize.org/nobel_prizes/peace/laureates/1994/rabin-bio.html |title=Yitzhak Rabin - Biographical|publisher=Nobelprize.org |accessdate=31 August 2011}}</ref><ref>[http://nobelprize.org/nobel_prizes/peace/laureates/1994/ Nobel Prize.org] 1994 Nobel Prize Laureates</ref>
 
== তথ্যসূত্র ==