তমালিকা কর্মকার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ShahadatHossain (আলোচনা | অবদান)
ShahadatHossain (আলোচনা | অবদান)
সম্প্রসারণ
৮৭ নং লাইন:
'''তমালিকা কর্মকার''' একজন বাংলাদেশী মডেল এবং নাট্য অভিনেত্রী।<ref>{{cite news|url=http://www.thedailystar.net/showbiz/cover-story/the-joys-eid-tomalika-106408|title=The Joys of Eid Tomalika|accessdate=August 3, 2015|date=July 4, 2015|newspaper=The Daily Star|author= Rafi Hossain and M H Haider}}</ref> রাঢ়াঙ নাটকের শ্যামলী, ময়ূর সিংহাসন-এর কৃষ্ণা এবং বিদ্যাসাগর-এর রাধা চরিত্রগুলোর জন্য তিনি বিশেষ ভাবে পরিচিত। তিনি রাঢ়াঙ এর ১৭৫ টি মঞ্চাভিনয় করেছেন। মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্রে সমানভাবে পদচারণা রয়েছে তাঁর।<ref>{{সংবাদ উদ্ধৃতি|title=মঞ্চতারকা তমালিকা কর্মকার|url=http://archive.prothom-alo.com/detail/news/189563|work=[[দৈনিক প্রথম আলো]] |publisher=প্রথম আলো|date=২০১১-০৯-২৯|accessdate=১২ ফেব্রুয়ারি ২০১৭}}</ref> তার চলচ্চিত্রে অভিনয়ের যাত্রা শুরু হয় ''[[অন্য জীবন (চলচ্চিত্র)|অন্য জীবন]]'' এর মাধ্যমে। তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রসমূহ হল ''[[এই ঘর এই সংসার]]'' (১৯৯৬), ''[[কিত্তনখোলা]]'' (২০০০), ও ''[[ঘেটুপুত্র কমলা]]'' (২০১২)। ''কিত্তনখোলা'' ছবিতে অভিনয়ের জন্য তমালিকা ২০০২ সালে [[বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী|শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী]] বিভাগে [[জাতীয় চলচ্চিত্র পুরস্কার]] অর্জন করেন।
 
== ছোট বেলা ==
তমালিকা কর্মকারের জন্ম ২ জুলাই ১৯৭০ সালে খুলনায়। জন্মের ৮ মাস পরে তিনি তার পরিবারসহ ঢাকায় চলে আসেন। তিনি ১৯৭৮ - ১৯৮০ সাল পর্যন্ত বিটিভি তে প্রচারিত ফুলকুঁড়ি তে গল্প বলা এবং ছবি আঁকায় অংশ নিয়েছেন। নাট্যকার গোলাম মোস্তফার কাছে তার অভিনয় জীবনের শুরু হয়। সাধারন নৃত্যে গহর জামিল, কথ্যকে নিকুঞ্জ বিহারি পাল এবং ছায়ানটে প্রথম রবীন্দ্রসঙ্গীত এর চর্চা শুরু করেন।
==কর্মজীবন==
তমালিকার অভিনয় শুরুটা মঞ্চ থেকেই, যখন তার বয়স ছিল মাত্র তিন বছর।<ref name=star2>{{cite web|url=http://www.thedailystar.net/tomalika-kormokar-for-the-love-of-acting-9173|title=Tomalika Kormokar For the Love of Acting|author=Sadia Khalid|date=1 February 2014|accessdate=August 4, 2015|publisher=The Daily Star}}</ref> ১৯৯২ সালে [[আরণ্যক নাট্যদল]] প্রযোজিত [[মামুনুর রশীদ|মামুনুর রশীদের]] লেখা ও [[আজিজুল হাকিম]] নির্দেশিত নাটক ''পাথর'' এর মাধ্যমে তার মঞ্চাভিনয় শুরু।<ref name=star2/><ref name=looks>{{cite news|url=http://www.thedailystar.net/arts-entertainment/theatre/tamalika-looks-back-25-year-theatre-career-1370437|title=Tamalika looks back on 25-year theatre career|date=4 March 2017|accessdate=20 August 2017|newspaper=The Daily Star|first=Shah|last=Shazu}}</ref> এরপর আরণ্যক দলের অন্যতম নাটক ''ইবলিস'', ''জয়জয়ন্তী'', ''খেলা খেলা'', ''ওরা কদম আলী'', ''প্রাকৃতজন কথা'', ''রাঢ়াঙ'',<ref>{{সংবাদ উদ্ধৃতি |url=http://bangla.thereport24.com/article/179042/ |title=সন্ধ্যায় পরীক্ষণ থিয়েটার হলে ‘রাঢ়াং’ |work=দ্য রিপোর্ট |accessdate=১২ ফেব্রুয়ারি ২০১৭}}</ref> ''বিদ্যাসাগর'' এবং ময়ূর সিংহাসনে অভিনয়ের মধ্য দিয়ে থিয়েটার অঙ্গনে বেশ জনপ্রিয়তা পান।<ref name=looks/>