জওহরলাল নেহেরু বন্দর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎পোতাশ্রয়: সম্প্রসারণ
২৭ নং লাইন:
'''জওহরলাল নেহেরু বন্দর''' (এছাড়াও '''নবসেবা''' নামে পরিচিত), হচ্ছে [[ভারত|ভারতের]] বৃহত্তম কন্টেইনার বন্দর এবং বিশ্বের [[ব্যস্ততম কন্টেইনার বন্দর সমূহের তালিকা|২৯ তম ব্যস্ত কন্টেইনার বন্দর]]।<ref name="JOC">{{cite web | url = http://www.joc.com/port-news/asian-ports/port-nhava-sheva/india’s-major-ports-see-67-percent-growth-container-volumes_20150407.html | title = India’s major ports see 6.7 percent growth in container volumes | publisher = JOC.com. | date = 7 April 2015| accessdate = ২৮শে অক্টোবর ২০১৬|language=ইংরেজি}}</ref><ref>{{cite web | url = http://business.rediff.com/slide-show/2010/oct/07/slide-show-1-the-major-ports-of-india.htm | title = The biggest ports of India | work = Rediff Business | publisher = Rediff.com. | date = 8 October 2010 | accessdate = ২৮শে অক্টোবর ২০১৬|language=ইংরেজি}}</ref> মহারাষ্ট্রের [[মুম্বাই]] (পূর্বে 'বোম্বাই' নামে পরিচিত) শহরের পূর্বে আরব সাগরের তীরে বন্দরটি অবস্থিত। বন্দরটিতে থানে খাঁড়ির মাধ্যমে প্রবেশ করা যায়। এখানেই অবস্থিত নভাকা ও শিভা গ্রাম দুটির নাম থেকে এটির সাধারণ নাম এসেছে নভশেবা। এছাড়াও এই বন্দরটি পশ্চিম ডেডিকেটেড মালবাহী করিডোর টার্মিনাল (নির্মাণে)। জওহরলাল নেহেরু বন্দরটি সাধারণত জেএনপিটি (জওহরলাল নেহেরুর পোর্ট ট্রাস্টের জন্য সংক্ষিপ্ত) নামেও পরিচিত।
 
==ইতিহাস==
 
২৬ শে মে, ১৯৮৯ সালে বন্দরটি স্থাপিত হয়।
 
জওহরলাল নেহেরু বন্দর ভারতের বৃহত্তম কন্টেইনার হ্যান্ডলিং বন্দর, [উদ্ধৃতি প্রয়োজন] দেশটির কন্টেইনারাইজড পণ্যের প্রায় ৪৪% হস্তান্তর করা হয় এই বন্দর দ্বারা, গত পাঁচ বছরে ধারাবাহিকভাবে ৪ মিলিয়ন টিইইউ কনটেইনার হ্যান্ডলিং-এর ঐতিহাসিক ল্যান্ডমার্ককে অতিক্রম করেছে বন্দরটি। [উদ্ধৃতি প্রয়োজন] ভারতের ওয়েস্ট কোস্টে হাব পোর্ট হিসাবে ভূমিকা, বিশ্বের শীর্ষ ১০০ কনটেইনার বন্দরের মধ্যে জওহরলাল নেহেরু বন্দর ৩১ তম।
==পোতাশ্রয়==
নবসেবা বন্দরের পোতাশ্রয়টি প্রাকৃতিক বা স্বাভাবিক পোতাশ্রয়। এটি নবি মুম্বাই এলাকায় অবস্থিত। পোতাশ্রয়টি ১৫ মিটারের বেশি গভীর।
 
==পণ্য পরিবহন==
[[File:Thane Creek and Elephanta Island 03-2016 - img11 Port in Navi Mumbai.jpg|thumb|জওহরলাল নেহেরু বন্দরের পার্শ দৃশ্য।]]