ক্যাথি বেট্‌স: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
পাতা তৈরি
 
'প্রারম্ভিক জীবন' পরিচ্ছেদ যোগ
৯ নং লাইন:
}}
 
'''ক্যাথি বেট্‌স''' নামে সুপরিচিত '''ক্যাথলিন ডয়েল বেট্‌স''' ({{lang-en|Kathleen Doyle Bates}}; জন্ম: [[২৮ জুন]] [[১৯৪৮]])<ref name="ফিল্ম-রেফারেন্স">{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=Kathy Bates Biography (1948-)|ইউআরএল=http://www.filmreference.com/film/15/Kathy-Bates.html|ওয়েবসাইট=ফিল্ম রেফারেন্স|সংগ্রহের-তারিখ=২৮ জুন ২০১৮}}</ref> হলেন একজন মার্কিন অভিনেত্রী ও পরিচালক। তিনি মঞ্চে অভিনয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন এবং ১৯৮৩ সালের ''নাইট, মাদার'' মঞ্চনাটকে অভিনয় করে মঞ্চনাটকে শ্রেষ্ঠ কেন্দ্রীয় অভিনেত্রী বিভাগে [[টনি পুরস্কার|টনি পুরস্কারের]] মনোনয়ন লাভ করেন। তিনি ''[[মিজারি (চলচ্চিত্র)|মিজারি]]'' (১৯৯০) চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য প্রশংসিত হন এবং [[শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কার|শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার]] ও [[গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেত্রী - নাট্য চলচ্চিত্র)|গোল্ডেন গ্লোব পুরস্কার]] অর্জন করেন। পরবর্তীতে তিনি ''ফ্রাইড গ্রিন টম্যাটোস'' (১৯৯১), ''ডলোরেস ক্লেইবর্ন'' (১৯৯৫) ও ''[[টাইটানিক (১৯৯৭-এর চলচ্চিত্র)|টাইটানিক]]'' (১৯৯৭) চলচ্চিত্রে অভিনয় করেন।
 
টেলিভিশনে কাজের জন্য তিনি ১৪টি [[এমি পুরস্কার|এমি পুরস্কারের]] মনোনয়ন লাভ করেন এবং তন্মধ্যে দুটি ''হ্যারিস ল'' টেলিভিশন ধারাবাহিকের জন্য।<ref>{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=Kathy Bates|ইউআরএল=http://www.emmys.com/bios/kathy-bates|ওয়েবসাইট=[[এমি পুরস্কার]]|সংগ্রহের-তারিখ=২৮ জুন ২০১৮|ভাষা=en}}</ref> তিনি এফএক্স টেলিভিশনের ভীতিপ্রদ-থ্রিলার ধারাবাহিক ''আমেরিকান হরর স্টোরি''র তৃতীয় মৌসুমে মাদাম মারি দেলফিন লালোরি চরিত্রে অভিনয় করে একটি এমি পুরস্কার লাভ করেন। ২০১২ সালে তিনি সিবিএস চ্যানেলের হাস্যরসাত্মক ধারাবাহিক ''টু অ্যান্ড আহাফ মেন''-এ চার্লি হারপার চরিত্রের ভূত ভূমিকায় অভিনয় করে অপর একটি এমি পুরস্কার লাভ করেন।<ref>{{সংবাদ উদ্ধৃতি|শেষাংশ1=প্রুডম|প্রথমাংশ1=লরা|শিরোনাম='American Horror Story: Coven': Kathy Bates To Star In Season 3, Featuring Witches And Filming In New Orleans|ইউআরএল=https://www.huffingtonpost.com/2013/03/15/american-horror-story-kathy-bates_n_2887025.html|সংগ্রহের-তারিখ=২৮ জুন ২০১৮|কর্ম=[[হাফিংটন পোস্ট]]|তারিখ=১৬ মার্চ ২০১৩|ভাষা=en-US}}</ref>
 
==প্রারম্ভিক জীবন==
বেট্‌স ১৯৪৮ সালের ২৮শে জুন [[টেনেসি]]র মেম্ফিসে জন্মগ্রহণ করেন। তিনি তার পিতামাতার তিন কন্যার মধ্যে সর্বকনিষ্ঠ। তার পিতা ল্যাংডন ডয়েল বেট্‌স ছিলেন একজন প্রকৌশলী এবং মাতা বার্টি ক্যাথলিন (জন্মনাম: টলবার্ট, ১৯০৭-১৯৯৭) ছিলেন একজন গৃহিণী।<ref name="ফিল্ম-রেফারেন্স"/> তার পিতামহ ফিনিস এল বেট্‌স ছিলেন একজন আইনজীবী ও লেখক। তার একজন আইরিশ প্র-প্র-পিতামহ আয়ারল্যান্ড থেকে লুইসিয়ানার নিউ অরলিন্সে আসেন এবং তৎকালীন রাষ্ট্রপতি [[অ্যান্ড্রু জ্যাকসন|অ্যান্ড্রু জ্যাকসনের]] চিকিৎসকের দায়িত্ব পালন করেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=Public Interview with Kathy Bates|ইউআরএল=http://www.scottsmovies.com/misc06g.html|ওয়েবসাইট=স্কটস মুভিজ|সংগ্রহের-তারিখ=২৯ জুন ২০১৮|ভাষা=en}}</ref>
 
বেট্‌স ১৯৬৫ সালে হোয়াইট স্টেশন হাই স্কুল থেকে পাস করেন এবং সাউদার্ন মেথডিস্ট বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিষয়ে পড়াশুনা করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি আলফা ডেল্টা পি সরোরিটির সদস্য ছিলেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=University of Washington Panhellenic Association|ইউআরএল=https://www.uwpanhellenic.com/#!alpha-delta-pi/c5wg|ওয়েবসাইট=University of Washington Panhellenic Association|সংগ্রহের-তারিখ=২৯ জুন ২০১৮|ভাষা=en}}</ref> ১৯৭০ সালে তিনি অভিনয়ে কর্মজীবন গড়ার লক্ষ্যে [[নিউ ইয়র্ক সিটি]]তে চলে যান।<ref>{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=Kathy Bates|ইউআরএল=https://www.biography.com/people/kathy-bates-9542641|ওয়েবসাইট=বায়োগ্রাফি.কম|সংগ্রহের-তারিখ=২৯ জুন ২০১৮|ভাষা=en-us}}</ref>
 
==তথ্যসূত্র==
১৮ ⟶ ২৩ নং লাইন:
==বহিঃসংযোগ==
{{কমন্স বিষয়শ্রেণী}}
* {{অলমুভি নাম}}
* {{আইওবিডিবি নাম}}
* {{আইবিডিবি নাম}}
* {{আইএমডিবি নাম}}
* {{টিসিএমডিবি নাম}}
* {{রটেন টম্যাটোস ব্যক্তি|kathy_bates}}
 
{{Navboxes