সহীহ মুসলিম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Mharif1990 (আলোচনা | অবদান)
→‎বর্ণনা: সহীহ মুসলিম সম্পর্কে পূর্ণাঙ্গ বিবরণ
Mharif1990 (আলোচনা | অবদান)
টুকিটাকি সম্পাদনা
৯ নং লাইন:
'''সহীহ মুসলিম''' ({{lang-ar|صحيح مسلم}}) [[হাদিস]] বিষয়ক একটি সুপ্রসিদ্ধ গ্রন্থ। এটি [[কুতুব আল-সিত্তাহ]] অর্থাৎ [[হাদীস]] বিষয়ক প্রধান ছয়টি গ্রন্থের দ্বিতীয় গ্রন্থ।<ref>{{ওয়েব উদ্ধৃতি|title=Sahih Muslim (7 Vol. Set) | url=http://store.dar-us-salam.com/eng_hadith/H17.html | work=05 September 2015}}</ref> <ref name="Various Issues About Hadiths">https://www.abc.se/~m9783/n/vih_e.html </ref>
==বর্ণনা==
‘সহীহ মুসলিম’ হাদিসের অন্যতম একটি গ্রন্থের নাম। ইমাম [[মুসলিম বিন হাজ্জাজ|মুসলিম ইবনে হাজ্জাজ]] ইবনে মুসলিম আল কুশাইরী হলেন এই মহান গ্রন্থের সংকলক। বর্তমান উজবেকিস্তানের[[ইরান|ইরানের]] [[বৃহত্তর খোরাসান|খোরাসান]] প্রদেশের [[নিশাপুর|নিশাপুরে]] ২০৪ হিজরিতে তিনি জন্মগ্রহন করেন। মৃত্যুবরণ করেন ২৬১ হিজরির ২৬ শে রজব এবং নিশাপুরেই তাকে দাফন করা হয়।
 
তার অন্যান্য সংকলনের মধ্যে সহীহ মুসলিম হলো সবচে প্রসিদ্ধ ও গ্রহনযোগ্য। মুসলিম হাদীস বিশারদদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী কোরআন মাজীদের পর পৃথিবীর বুকে বিশুদ্ধতম দ্বিতীয় গ্রন্থ হলো ‘সহীহ মুসলিম’। শক্তিশালি পরিকল্পনার পাশাপাশি অত্যন্ত যত্নের সাথে গুছিয়ে ইমাম মুসলিম তৈরি করেছেন সংকলনটি। উক্ত কর্মটি সম্পন্ন করতে তার সময় লেগেছে প্রায় পনের বছর। এই গ্রন্থ সংকলনে তার সুনির্দিষ্ট পরিকল্পনা ও সযত্ন সুন্দর বিন্যাসকে বিবেচনা করে তার যুগের পশ্চিমা বহু মুহাদ্দিস সহীহ মুসলিমকে সহীহ বুখারী’র উপর প্রাধান্য দিয়ে তাকে ‘শ্রেষ্ঠ হাদীস গ্রন্থ’ হিসেবে মন্তব্য করেছেন। তাদের অন্যতম একজন হাফিজুল হাদীস আবু আলী নায়সাবুরী বলেন: ‘আসমানের নিচে ইলমে হাদীস সংক্রান্ত ইমাম মুসলিমের কিতাব অপেক্ষা বিশুদ্ধতম কোন কিতাব নাই।’