টোকিও: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
তথ্যসূত্র, সম্প্রসারণ
Zaheen (আলোচনা | অবদান)
সংশোধন
১১২ নং লাইন:
'''টোকিও''' বা '''তৌকিঔ'''<ref group="টীকা">এই জাপানি ব্যক্তিনাম বা স্থাননামটির বাংলা প্রতিবর্ণীকরণে [[উইকিপিডিয়া:বাংলা ভাষায় জাপানি শব্দের প্রতিবর্ণীকরণ]] শীর্ষক রচনাশৈলী নিদের্শিকাতে ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।</ref> ([[জাপানি ভাষা]]য়: 東京 ''তৌক্যৌ'') [[পূর্ব এশিয়া]]র [[প্রশান্ত মহাসাগর|প্রশান্ত মহাসাগরীয়]] দ্বীপরাষ্ট্র [[জাপান|জাপানের]] বৃহত্তম শহর ও রাজধানী। সরকারীভাবে এটি '''তৌকিঔ-তো''' (東京都) অর্থাৎ '''টোকিও মহানগরী''' নামে পরিচিত। এটিকে জাপানের ৪৭টি জেলার একটি হিসেবে গণ্য করা হয়।<ref>http://houseikyoku.sangiin.go.jp/column/column081.htm "There is no laws to define where Japan's capital is. Because Tokyo was built to stabilize East and North." the Legislative Bureau House of Councillors</ref><ref>{{cite web|title=Japan's Local Government System |url=http://www.metro.tokyo.jp/ENGLISH/PROFILE/overview05.htm |publisher=Tokyo Metropolitan Government |accessdate=August 5, 2013 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20130811121829/http://www.metro.tokyo.jp/ENGLISH/PROFILE/overview05.htm |archivedate=August 11, 2013}}</ref> টোকিও বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলির একটি। এর আয়তন প্রায় ২৪০ বর্গকিলোমিটার। মূল শহরে প্রায় ৯০ লক্ষ লোকের বাস। বৃহত্তর টোকিও মহানগর এলাকাতে প্রায় ১ কোটি ৩০ লক্ষ লোকের বাস, যা জাপানের মোট জনসংখ্যার এক দশমাংশ; এটি বিশ্বের সবচেয়ে জনবহুল বৃহত্তর মহানগর এলাকা।<ref>{{cite web|url=http://esa.un.org/wup2014/unup/index.asp?panel=2|title=World Urbanization Prospects: The 2014 Revision Population Database|publisher=United Nations|accessdate=August 10, 2014}}{{dead link|date=December 2017 |bot=InternetArchiveBot |fix-attempted=yes }}</ref> টোকিও থেকে বন্দরনগরী [[ইয়োকোহামা]] পর্যন্ত অঞ্চলটি অবিচ্ছিন্নভাবে জন-অধ্যুষিত বলে কিছু বিশেষজ্ঞ টোকিও-ইয়োকোহামাকে একটিমাত্র মহানগর এলাকা হিসেবে গণ্য করেন, যার জনসংখ্যা প্রায় ৩ কোটি ৮০ লক্ষ।
 
টোকিও শহরটি জাপানি দ্বীপপুঞ্জের মূল চারটি দ্বীপের মধ্যে বৃহত্তম [[হোনশু]] দ্বীপের পূর্বপার্শ্বে প্রশান্ত মহাসাগরীয় উপকূলের মাঝামাঝি অবস্থানে, [[টোকিও উপসাগর|টোকিও উপসাগরের]] মাথায় অবস্থিত। শহরটি জাপানের বৃহত্তম সমভূমি অঞ্চল [[কানতৌ সমভূমি]]র দক্ষিণভাগেরদক্ষিণাংশের সিংহভাগ অংশ নিয়ে গঠিত। শহরটিএলাকাতে, মূলত কিছু পলিময়, নিচু সমভূমি এবং এর সংলগ্ন কিছু পাহাড়ি উচ্চভূমির উপর অবস্থিত।উপর দাঁড়িয়ে আছে। টোকিওর জলবায়ু উপক্রান্তীয় আর্দ্র উপক্রান্তীয় ধরনের। এখানে গ্রীষ্মকালগুলি উষ্ম ও আর্দ্র এবং শীতকালগুলি মৃদু হয়। গ্রীষ্ম ও শরতের শুরুতে বৃষ্টিপাত হয়। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সাধারণত দুই-তিনটি [[তাইফুন]] ঘূর্ণিঝড় হয়।
 
টোকিও এখন যেখানে অবস্থিত, সেখানে প্রাচীন যুগ থেকেই জনবসতি ছিল। বহু শতাব্দী ধরেই এখানে মৎস্যশিকারীদের একটি ক্ষুদ্র গ্রাম বিদ্যমান ছিল, যার নাম ছিল এদো। জাপানের ইতিহাসের [[তোকুগাওয়া শোগুনাতে]] শাসনামলে (১৬০৩-১৮৬৭) এদো গ্রামটি শহরে পরিণত হয় এবং শেষ পর্যন্ত শোগুনদের রাজধানী হয়ে যায়। তবে জাপান সম্রাটের পরিবার তখনও প্রাচীন সাম্রাজ্যিক রাজধানী [[কিয়োটো]] বা কিঔতো শহরেই বাস করতেন। ১৮৬৮ সালে [[মেইজি পুনঃপ্রতিষ্ঠা]]র সময় কিয়োটো বা কিয়ৌতো শহর থেকে দেশ শাসনকারী তোকুগাওয়া রাজবংশ (১৬০৩-১৮৬৭) ক্ষমতাচ্যুত হয়, শোগুনাতের পতন ঘটে এবং সাম্রাজ্যের রাজধানীকে এদোতে সরিয়ে নেওয়া হয়। ঐ বছরেই শহরটির আদি নাম “এদো” থেকে বদলে টোকিও রাখা হয়। “টোকিও” শব্দের অর্থ “পূর্বদিকের রাজধানী”। টোকিওতে নাম বদল হবার আগেই ১৭শ শতক থেকেই এদো জাপানের বৃহত্তম শহর ছিল। ১৯শ শতকের শেষে এসে শহরটির জনসংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে যায়। ১৯৪৩ সালে প্রাক্তন তৌকিঔ-ফু (東京府) অর্থাৎ টোকিও জেলা এবং তৌকিঔ-শি (東京市) অর্থাৎ টোকিও শহরকেশহর - এই দুইটিকে একত্রিত করে তৌকিঔ-তো (東京都) অর্থাৎ টোকিও মহানগরী গঠন করা হয়। টোকিও তাই শহর ও জেলার মাঝামাঝি একটি বিশেষ প্রশাসনিক বিভাগ। টোকিও মহানগর সরকার মূল টোকিও শহরের ২৩টি বিশেষ এলাকা, এদের পশ্চিমে অবস্থিত ৩০টি পৌরসভা এবং টোকিও উপসাগরে অবস্থিত ২টী২টি দ্বীপপুঞ্জকে পরিচালনা করে।
 
বর্তমানে টোকিও জাপানের অর্থনীতি, বাণিজ্য, শিল্প, শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র। এছাড়া শহরটি বহির্বিশ্বের সাথে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে জাপানের প্রধান সংযোগ বিন্দু। টোকিও শহরের কেন্দ্রে বহু দেশী ও আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক সংস্থা ও ব্যবসা প্রতিষ্ঠানের সদর দপ্তর অবস্থিত। শহরটি একটি গুরুত্বপূর্ণ পাইকারি বাজারকেন্দ্র; জাপানের সব জায়গা থেকে এবং বিদেশ থেকেও বিভিন্ন পণ্যদ্রব্য টোকিওতে এসে পৌঁছায় এবং এখান থেকে সেগুলিকে বণ্টন-বিতরণ করা হয়। টোকিও শহরটি বৃহত্তর কেইহিন শিল্প এলাকার অন্তর্গত। এই শিল্প এলাকাটি টোকিও উপসাগরের পশ্চিম তীরে কেন্দ্রীভূত এবং জাপানের প্রধানতম শিল্পোৎপাদন অঞ্চল। টোকিওতে প্রচুর ক্ষুদ্র ও শ্রমনির্ভর কলকারখানা আছে, যাদের মধ্যে ছাপাখানা, প্রকাশনী শিল্প এবং বৈদ্যুতিক যন্ত্রপাতির কারখানাগুলি উল্লেখযোগ্য ২০১১ সালে বিশ্বের শীর্ষস্থানীয় ৫০০টি ব্যবসা প্রতিষ্ঠানের ([[ফরচুন গ্লোবাল ৫০০]]) ৫১টি টোকিওতে অবস্থিত ছিল, যা বিশ্বের যেকোন শহরের মধ্যে সর্বোচ্চ।<ref>{{cite news|url=http://money.cnn.com/magazines/fortune/global500/2011/countries/Japan.html|title=Global Fortune 500 by countries: Japan|author=[[Fortune (magazine)|Fortune]]|accessdate=July 22, 2011 |publisher=CNN}}</ref> টোকিও [[আন্তর্জাতিক আর্থিক কেন্দ্রসমূহের উন্নয়ন সূচক|আন্তর্জাতিক আর্থিক কেন্দ্রসমূহের উন্নয়ন সূচকে]] দুইবার তৃতীয় স্থান লাভ করেছে। এছাড়া শহরটি [[বিশ্ব অর্থনৈতিক শক্তি সূচক|বিশ্ব অর্থনৈতিক শক্তি সূচকে]] প্রথম স্থান অর্জন করেছে। টোকিও মহানগরীর অর্থনীতির বিশ্বের বৃহত্তম নগর অর্থনীতি। ক্রয়ক্ষমতার সমতার বিচারে টোকিওর মোট আভ্যন্তরীণ উৎপাদন ১.৬ লক্ষ কোটি মার্কিন ডলার। টোকিও যদি একটি দেশ হত, তাহলে এটি বিশ্বের ১৫তম সর্ববৃহৎ অর্থনীতি হত।<ref>{{Citation |url=https://www.citylab.com/life/2017/03/the-economic-power-of-global-cities-compared-to-nations/519294/ |title=The Economic Power of Cities Compared to Nations |author=Richard Florida |date=March 16, 2017 |publisher=Citylab}}</ref>