বরাহমিহির: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
টেমপ্লেটে সংশোধন
→‎জীবন ও কর্ম: বানান ঠিক করা হয়েছে, ব্যাকরণ ঠিক করা হয়েছে, লিংক সংযোজন
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা
১৫ নং লাইন:
এই মনীষীর জন্ম [[ভারত|ভারতের]] [[অবন্তিনগর|অবন্তিনগরে]] (বর্তমান [[উজ্জয়িনী]])। গুপ্ত রাজা [[বিক্রমাদিত্য|বিক্রমাদিত্যের]] সভার নবরত্নের অন্যতম হিসেবে তিনি স্বীকৃত। [[ভারতীয় পঞ্জিকা|ভারতীয় পঞ্জিকার]] অন্যতম সংস্কারক ছিলেন তিনি। তিনিই বছর গণনার সময় [[বৈশাখ|বৈশাখকে]] প্রথম মাস হিসেবে ধরার প্রচলন করেন। আগে [[চৈত্র]] এবং [[বৈশাখ|বৈশাখকে]] [[বসন্ত ঋতু|বসন্ত ঋতুর]] অন্তর্গত ধরা হতো। পৃথিবীর আকার এবং আকৃতি সম্বন্ধে তার সঠিক ধারণা ছিল। তার জন্ম [[৫৮৭]] ধরা হলেও কারও কারও মতে তা [[৫৭৮]]।
 
বরাহমিহির bokachuda
বরাহমিহির ছিলেন শক জাতিভুক্ত। সেসময় আফগানিস্তান, পাঞ্জাব, সিন্ধু ও রাজপুতানা (বর্তমান রাজস্থান ও মধ্যপ্রদেশ) নিয়ে গঠিত এক বিরাট এলাকা জুড়ে শকস্তান নামের এক রাজ্য অবস্থিত ছিল। শকরা ছিল মূলত পূর্ব [[ইরান]] থেকে আগত একটি গোত্র। মিহির নামটি ফার্সি "মিথ্‌রা" শব্দ থেকে এসেছে। ভারতের প্রাচীন মথুরা রাজ্যের নামও এই ফার্সি শব্দটি থেকে এসেছে।
 
বরাহমিহির তাঁর রচিত [[বৃহজ্জাতক]] গ্রন্থে বলেছেন, তিনি আদিত্যদাসের সন্তান, তিনি তাঁর পিতার কাছ থেকে শিক্ষালাভ করেছিলেন কাপিত্থক নামক স্থানে এবং [[উজ্জয়িনী|অবন্তি]] নামক স্থানে বসবাস করার সময় তিনি এই (বৃহজ্জাতক) গ্রন্থটি রচনা করেন। <ref>বৃহজ্জাতক, বরাহমিহির, অনুবাদক. ভি. সুব্রাহ্মন্য শাস্ত্রী, ১৯৫৬ খৃ., পৃ. ৫৪৮</ref>