জোসেফ স্তালিন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎বহিঃসংযোগ: বিষয়শ্রেণী
SuryaNarayanMishra (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১ নং লাইন:
{{Infobox Premier
| name = যোসেফ স্তালিন <br> <small>
| name native_name = জোসেফ স্ট্যালিন <br> <small>{{lang|ka|იოსებ სტალინი}} <br> {{lang|ru|Иосиф Сталин}}</small>
|image = JStalin Secretary general CCCP 1942 flipped.jpg
|imagesize = 225px
|caption = '''জোসেফযোসেফ স্ট্যালিনস্তালিন'''
| nationality = [[জর্জীয় জাতি|জর্জীয়]]
| order = [[সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির মহাসচিব]]
২৪ ⟶ ২৫ নং লাইন:
}}
 
'''জোসেফ স্ট্যালিন''' বা '''ইওসিফযোসেফ স্তালিন''' (জন্ম: ১৮ ডিসেম্বর ১৮৭৮ – মৃত্যু: ৫ মার্চ ১৯৫৩) ({{lang-ru|Иосиф Сталин;}}, [[জর্জীয় ভাষা|জর্জীয় ভাষায়]]: იოსებ სტალინი}}; ১৮ ডিসেম্বর ১৮৭৮ – ৫ মার্চ ১৯৫৩) একজন রুশ সাম্যবাদী রাজনীতিবিদ এবং ১৯২২ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত [[সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি]]র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।
 
[[সোভিয়েত ইউনিয়ন|সোভিয়েত ইউনিয়নের]] ইতিহাসের এই সময়ে স্তালিনের নেতৃত্বে প্রচলিত রাজনৈতিক মতবাদ "স্তালিনবাদ" নামে পরিচিত। শুরুতে কেন্দ্রীয় কমিটির অন্যতম সচিব হিসাবে স্তালিনের ক্ষমতা সীমিত ছিল। ধীরে ধীরে স্তালিন ক্ষমতা কেন্দ্রীভূত করে নেন এবং দলের নেতা হিসেবে সোভিয়েত ইউনিয়নের শাসনক্ষমতা কুক্ষিগত করেন।
 
স্তালিন [[সোভিয়েত ইউনিয়ন|সোভিয়েত ইউনিয়নে]] কেন্দ্রীয়ভাবে পরিচালিত অর্থনীতি ব্যবস্থার প্রচলন করেন। তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের প্রায় সবটুকুই অর্থনৈতিকভাবে অনগ্রসর ছিলো।ছিল। স্তালিনের দ্রুত শিল্পায়ন ও কৃষিকার্যের যৌথীকরণের মাধ্যমে পুরো দেশটি অল্প সময়ের মধ্যে শিল্পোন্নত দেশে পরিণত হয়। কিন্তু একই সময়ে অর্থনৈতিক উত্থান-পতনের দরুন বহু মানুষ দুর্ভিক্ষে মারা যায়। ১৯৩০-এর দশকে স্তালিন নিজের ক্ষমতা শক্ত করারকরবার জন্য নিপীড়ন শুরু করেন, যার ফলে কমিউনিস্ট পার্টির শত্রু সন্দেহে বহু মানুষকে হত্যা করা হয়, অথবা [[সাইবেরিয়া]] ও [[মধ্য এশিয়া]]র শ্রম শিবিরে নির্বাসিত করা হয়। রাশিয়ার অনেক জাতিগোষ্ঠীকে তাদের বসতবাড়ি থেকে উৎখাত করে অন্যত্র সরিয়ে দেয়াদেওয়া হয়।
 
স্তালিনের শাসনকালে সোভিয়েত ইউনিয়ন [[দ্বিতীয় বিশ্বযুদ্ধ|দ্বিতীয় বিশ্বযুদ্ধে]] অংশ নেয় এবং নাৎসি জার্মানির পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্তালিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্বের দুই পরাশক্তির একটিতে পরিণত হয়, যা ৪০ বছর পরে [[সোভিয়েত ইউনিয়ন|সোভিয়েত ইউনিয়নের]] পতনের পূর্ব পর্যন্ত অব্যাহত থাকে।
 
== বহিঃসংযোগ ==