লাইকা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
সংশোধন
তথ্যসূত্র
২ নং লাইন:
'''লাইকা''' ({{lang-ru|Лайка, আক্ষরিক অর্থ - ''যে ঘেউঘেউ করে''}}) ([[১৯৫৪]] - [[১৯৫৭]]) একটি রুশ [[মহাকাশ কুকুর]] যা পৃথিবীর প্রথম জীব হিসেবে পৃথিবীর কক্ষপথ পরিক্রমণের সৌভাগ্য অর্জন করেছিল। [[১৯৫৭]] সালের [[৩রা নভেম্বর]] উৎক্ষেপণ করা সোভিয়েত নভোযান [[স্পুতনিক ২]] এ চড়ে এটি মহাকাশ ভ্রমণ করেছিল। লাইকার পাশাপাশি আরও দুইটি কুকুরকে এই মহা অভিযানের জন্য প্রশিক্ষণ দেয়া হয়েছিল, শেষ পর্যন্ত লাইকাই নির্বাচিত হয়। লাইকার মূল নাম "কুদরিয়াভকা" এবং সে একটি মেয়ে কুকুর।
 
অত্যধিক চাপ এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে উৎক্ষেপণের কয়েক ঘণ্টার মধ্যেই লাইকা মারা গিয়েছিল। তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় কোন সমস্যা হওয়ার কারণে এমনটি হয়েছে বলে ধারণা করা হয়। এই মহাকাশ অভিযানের কয়েক দশক পর লাইকা মৃত্যুর প্রকৃত কারণ মানুষকে জানানো হয়েছিল।<ref>{{সংবাদ উদ্ধৃতি|ইউআরএল=http://www.charpoka.org/2018/06/09/laika/|শিরোনাম=মহাকাশে যা ঘটেছিলো লাইকা'র সাথে|তারিখ=2018-06-09|কর্ম=ছারপোকা ম্যাগাজিন|সংগ্রহের-তারিখ=2018-06-09|ভাষা=en-US}}</ref>
 
লাইকা পুরো ভ্রমণের সময় বেঁচে না থাকলেও এর মাধ্যমে প্রমাণিত হয়েছিল যে, পৃথিবীর কক্ষপথে উৎক্ষেপিত মহাকাশযানে ওজনহীন থাকা সত্ত্বেও যাত্রীর পক্ষে বেঁচে থাকা সম্ভব। এর মাধ্যমে মনুষ্যবাহী নভোযান প্রকল্প শুরু হতে পেরেছিল। কোন জীবের উপর মহাকাশের পরিবেশের প্রভাব কিরকম হয় তাও লাইকার মাধ্যমে জানা গিয়েছিল।