চিত্রা হরিণ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ferdous (আলোচনা | অবদান)
Salim Khandoker (আলোচনা | অবদান)
→‎শারীরিক গঠন: বানান ঠিক করা হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা
৩৯ নং লাইন:
কেবলমাত্র পুরুষ হরিণের শিং থাকে। সাধারণ শিঙের দৈর্ঘ্য ২২ থেকে ২৭ ইঞ্চি হলেও কোন কোন ক্ষেত্রে ৭৫ ইঞ্চি (প্রায় আড়াই ফুট) পর্যন্তও হয়। শিং শাখা-প্রশাখা যুক্ত, সর্বমোট তিনটি শাখা দেখা যায়। হরিণের শিং অনেকসময় পড়ে যায় আর আবার গজায়। শিং গজানো এবং শিং পড়ে যাবার সময়সীমা এক অঞ্চলে একেক রকম। বয়স এবং খাদ্যের উপরও শিং বেশী দিন থাকা বা পড়ে যাওয়া বা লম্বা হওয়া নির্ভর করে।
 
পুরুষ হরিণের ঘাড় সরু ও বুক তুলনামূলক স্ফীত থাকে। পুরুষ হরিণের মুখে গাঢ় চিণ্হচিহ্ন থাকে যা দ্বারা এদের বয়সও নির্ধারণ করা যায়।<ref name="axis">[https://docs.google.com/viewer?a=v&q=cache:LSglhawsJfsJ:nswfmpa.org/Husbandry%2520Manuals/Published%2520Manuals/Mammalia/Spotted%2520Deer.pdf+spotted+deer&hl=en&pid=bl&srcid=ADGEESiKmieF_qQM6ApytNFvVGzJKZbZ_mjmcMm7wR3RM4plMVv_ojtZHmiVtg44QV_8uhBQJnEUoY8JbuirsRTkXN8KkcuCv0FH1rbS1QXvV7eI7ANAD7faHIKhZWghoDMmPs1NIKY5&sig=AHIEtbQhNLu1Ar4PfX-Culy7cMo7ZjxSQA], ''Husbandry guidelines for Chital or Spotted Deer'', Holly Moran.</ref>
 
== খাদ্যাভ্যাস ==
ঘাস, গুল্ম আর গাছের পাতা চিত্রা হরিণের প্রধান খাদ্য। গাছের বাকল ও মূলও এরা খায়। [[বানর]] ও [[হনুমান]] অনেকসময় গাছের ডালপালা ও ফল নিচে ফেলে আর এরা তা খায়। এরা পেছনের দুপায়ে ভর দিয়ে দাঁড়ায় আর গাছের নিম্নবর্তী ডালগুলো থেকে কচি পাতা ছিঁড়ে খায়। পুরুষ হরিণের ক্ষেত্রে এ অভ্যাসটা বেশি দেখা যায়। অনেকসময় এরা এদের পড়ে যাওয়া শিংও খায়। [[সুন্দরবন|সুন্দরবনের]] চিত্রা হরিণ মূলত কেওড়া, বাইন, গেওয়া, ওড়া, গরান, এবং কাঁকড়া গাছের ছোট চারা ও কচি পাতা এমনকি ছাল (বাকল) খেয়ে থাকে।