গোবিন্দরাম মিত্র: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Imran2105 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Imran2105 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
{{টেমপ্লেট:কাজ চলছে/ব্যাঘ্র প্রকল্প এডিটাথন}}
 
গোবিন্দরাম মিত্র ব্রিটিশ শাসনের প্রথমদিকের একজন ভারতীয় আমলা ছিলেন। তিনি তাঁর বিপুল সম্পত্তি ও অমিতব্যয়িতার জন্য খ্যাত ছিলেন।<ref>Sengupta, Subodh Chandra and Bose, Anjali (editors), (1976/1998), Sansad Bangali Charitabhidhan (Biographical dictionary) Vol I, (in Bengali), p 144, ISBN 81-85626-65-0</ref>
 
== প্রথম জীবন ==
তিনি বর্তমান উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরের নিকট চনক গ্রামে জন্মগ্রহণ করেন।ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬৯৮ খ্রিস্টাব্দে সাবর্ণ রায়চৌধুরি পরিবারের কাছ থেকে কলিকাতা, সুতানুটি ও গোবিন্দপুর নামক তিনটি গ্রাম কিনে কলকাতায় জমিদারি বা প্রেসিডেন্সি গঠন করে। এরপর সেখান থেকে খাজনা আদায়ে ইংরেজ কালেক্টরকে সাহায্য করার জন্য একজন ভারতীয় ডেপুটি কালেক্টর নিয়োগ করা হয়। প্রথম ভারতীয় ডেপুটি কালেক্টর ছিলেন নন্দরাম সেন। তারপরে দ্বিতীয় ভারতীয় ডেপুটি কালেক্টর হিসেবে নিযুক্ত হন গোবিন্দরাম মিত্র।<ref>Sengupta, Subodh Chandra and Bose, Anjali (editors), (1976/1998), Sansad Bangali Charitabhidhan (Biographical dictionary) Vol I, (in Bengali), p 144, ISBN 81-85626-65-0</ref>
 
== অমিতব্যয়িতা ==
মিত্র তাঁর কর্মকালে প্রচুর অর্থ উপার্জন করেন। তিনি এতটাই ক্ষমতাশালী ছিলেন যে তাঁর ঊর্ধ্বতন কর্তা তাঁকে পদ থেকে সরাতে পারেননি।<ref>Sengupta, Subodh Chandra and Bose, Anjali (editors), (1976/1998), Sansad Bangali Charitabhidhan (Biographical dictionary) Vol I, (in Bengali), p 144, ISBN 81-85626-65-0</ref> অনেকেই তাঁকে ঘোড়াগাড়ি চালানো প্রথম বাঙালি হিসেবে চিহ্নিত করে থাকেন। তিনি প্রচুর জাঁকজমক ও সাড়ম্বরে পূজা-পার্বণ করতেন। তাঁর সময়ে দূর্গা প্রতিমাকে স্বর্ণ ও রৌপ্য পত্রে মোড়া হত। এর পাশাপাশি দেবীর ভোগের জন্য তিরিশ-পঞ্চাশ মন চাল ব্যবহার করা হত ও এক হাজার ব্রাহ্মণদের ভোজন ও উপহার দেওয়া হত। কুমোরটুলিতে পঞ্চাশ বিঘা জমির ওপর তার বিশাল বাড়ি ছিল। গ্রাম বাংলায় নন্দন বাগান নামে তাঁর একটি বাগানবাড়িও ছিল।
 
== কিংবদন্তি ==
২০ নং লাইন:
''হুজুরিমলের কড়ি''
 
''কে না জানে?"''<ref>Cotton, H.E.A., p 298.</ref>
 
এখানে বর্ণিত 'ছড়ির' কথা গোবিন্দরামের প্রবল দাপটের কথাই স্মরণ করায়।<ref>https://www.anandabazar.com/travel/city-tour/chitpur-road-and-rabindra-sarani-is-like-a-way-of-memory-dgtl-1.638181</ref>
 
== প্যাগোডা ==
১৭৩১ সালে চিৎপুর রোডের পশ্চিম পারে [[কুমারটুলি]]<nowiki/>র কাছে তিনি একটি বিশাল নবরত্ন বা ন'চূড়া স্থাপত্যের কালী মন্দির নির্মাণ করান। এর ১৬৫ ফুট লম্বা চূড়াআ নাবিকদের নৌচালনায় সাহায্য করত বলে তারা একে প্যাগোডা বলত।<ref>Gupta, Bunny and Chaliha, Jaya, Chitpur, in Calcutta, the Living City, Vol I, edited by Sukanta Chaudhuri, p 16, Oxford University Press, ISBN 0-19-563696-1.</ref> জেমস বেইলি ফ্রেজারের আঁকা [http://www.bl.uk/onlinegallery/onlineex/apac/other/019xzz000000644u00023000.html 'Views of Calcutta and its Environs']-এ এই প্যাগোডার ছবি দেখা যায়। ১৭৭৩ সাল ভুমিকম্প ও ঝড়ের দরুন এটি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। পরে ১৮১৩ সালে এটি ধ্বংস হয়ে যায়। বাগবাজারের সিদ্ধেশ্বরী কালী মন্দিরের নিকটে এই মন্দিরের ধ্বংসাবশেষ দেখা যায়।<ref>Sengupta, Subodh Chandra and Bose, Anjali (editors), (1976/1998), Sansad Bangali Charitabhidhan (Biographical dictionary) Vol I, (in Bengali), p 144, ISBN 81-85626-65-0</ref>
 
== বংশধর ==
তাঁর পুত্র রঘু মিত্র তাঁর নামে গঙ্গার ধারে একটি স্নান ঘাট নির্মাণ করেন (মতান্তরে গোবিন্দরাম স্বয়ং এটি নির্মাণ করেছেন)।এটি পরবর্তীকালে বাগবাজার ঘাট নামে পরিচিত হয়।<ref>Cotton, H.E.A., p281</ref> রঘু মিত্রের পৌত্র অভয়চরণ মিত্র ২৪ পরগনার কালেক্টরের দেওয়ান ছিলেন এবং তাঁর আধ্যাত্মিক গুরুকে এক লক্ষ টাকা প্রদানের জন্য বিখ্যাত হয়ে আছেন। কুমারটুলির একটি রাস্তা তার নামে রয়েছে।<ref>Cotton, H.E.A., p292</ref> কলকাতার উত্তরাঞ্চলে অবস্থিত [[জোড়াবাগান|জোড়াবাগান]]-এর এরুপ নামকরণের কারণ হল এই অঞ্চলে গোবিন্দরাম মিত্র ও উমিচাঁদের দুটি বাগানবাড়ি ছিল।<ref>Cotton, H.E.A., p104</ref>
 
== তথ্যসূত্র ==