পেশাদারি কুস্তি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Rvdd.jpg সরানো হল, কমন্স হতে BrightRaven কর্তৃক এটি অপসারিত হয়েছে কারণ: Copyright violation: https://windows8osx.deviantart.com/art/RVD-Photo-9-301460056।
Wrestlingring11.png সরানো হল, কমন্স হতে BrightRaven কর্তৃক এটি অপসারিত হয়েছে কারণ: Copyright violation: http://getwallpapers.com/collection/wrestling-ring-wallpaper।
৫৯ নং লাইন:
 
=== রেসলিং রিং(({{lang-en|Wrestling Ring}}))===
 
[[File:Wrestlingring11.png|thumb|রেসলিং রিং]]
রেসলিং-রিং গুলো কাঠের তৈরী হয়,যার উপরে থাকে কয়েক স্তরের প্রসারণ-সংকোচণ ক্ষমতাসম্পন্ন(Flexible),হালকা, শক্ত ফোম।রিংয়ের নিচে অনেকগুলো স্প্রিং বসানো থাকে,যা রেসলারদের কিছুটা 'Bounce' ক্ষমতা দান করে। রিং গুলো চারকোণা হয়ে থাকে বেশীর ভাগ ক্ষেত্রে। অনেক রেসলিং প্রমোশন তথা কোম্পানী আবার মাঝে মাঝে ছয়-কোণা বিশিষ্ট রেসলিং রিং ও ব্যবহার করে। যেমনঃ TNA,AAA।রশ্মিগুলো মূলত ভিতরের দিকে রাবার কিংবা প্লাস্টিকের তার দিয়ে তৈরী আর বাইরের দিকে কয়েক স্তরের ফোম দিয়ে আবৃত।বিম গুলো স্টিলের,তবে পাতলা। Turnbuckle ও হালকা বাকানো পিতল কিংবা লোহার তৈরী। রেসলাররা যাতে আঘাত না পায় সে জন্য টার্নবাকলে ফোম লাগানো থাকে।
রেসলিং রিং এর পাশের খালি জায়গা শক্ত পুরু ফোমের ম্যাট দিয়ে তৈরী।ম্যাটগুলা ৩-৪ ইঞ্চি পুরু হয় যা ইটের মেঝে থেকে রেসলারদের নিরাপদ রাখে।ব্যারিকেডেও একই ম্যাট ব্যবহার করা হয়। রিংয়ের নিচে গোপনীয়ভাবে স্পিকার লাগানো থাকে,যা সামান্য শব্দকে ও বর্ধিত করে উচ্চ আওয়াজ দান করে।