পেশাদারি কুস্তি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
The Senior FM (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
The Senior FM (আলোচনা | অবদান)
৮৬ নং লাইন:
 
=== ৫* রেসলিং ম্যাচ [5★] রেসলিং ম্যাচ ===
[[File:Dave meltzer.jpg|thumb|ডেইভ মেল্টজার]]
প্রফেশনাল তথা প্রো-রেসলিং এর কোনো ম্যাচের সর্বোচ্চ রেটিংকে 5★ দ্বারা খচিত করা হয়ে থাকে। এ 5★ প্রদান করেন আমেরিকার বিখ্যাত জার্নালিস্ট ও প্রো-রেসলিং ইতিহাসবেত্তা ডেইভ মেল্টজার (Dave Meltzer)। ম্যাচ রেটিংয়ের ক্ষেত্রে মূলত পাঁচটি বিষয় বিবেচনায় আনা হয়।সেগুলো হল যথাক্রমে--
১০৪ ⟶ ১০৫ নং লাইন:
সবচেয়ে বেশী 5★ ম্যাচ খেলেছেন জাপানী প্রো-রেসলিং লেজেন্ড মিতসুহারো মিশায়া (Mitsuharu Misawa)। তার 5★ রেটিং প্রাপ্ত ম্যাচের সংখ্যা ২৬ টি। দ্বিতীয় সর্বোচ্চ 5★ রেটিং প্রাপ্ত ম্যাচ খেলার কৃতিত্ব দেখিয়েছেন আরেক জাপানী লেজেন্ড কেনতা কোবাশি (Kenta Kobashi)। তার 5★ রেটিং প্রাপ্ত ম্যাচের সংখ্যা ২৩ টি।
এর মধ্যে Misawa র ১৯৯৫ সালে তথা কেবল একবছরে ই 5★ ম্যাচ খেলার রেকর্ড WWE র ইতিহাসের ২০১৭ সাল পর্যন্ত খেলা মোট 5★ ম্যাচের সমপরিমাণ অর্থাৎ ৫ টি। আর Kenta র একাই ১৯৯৩ এবং ১৯৯৫ যথাক্রমে দু-দু'টি বছর ৫ টি করে 5★ ম্যাচ খেলার বিরল রেকর্ড রয়েছে।
২০১৭ সালে জাপানী রেসলিং প্রমো NJPW এর সবচেয়ে বড় প্লাটফর্ম র‍্যাসেলকিংডম(WrestleKingdom) থেকে প্রো-রেসলিংয়ের ইতিহাসের প্রথম অফিসিয়াল 6★[স্টার] ম্যাচ উপহার দেয়া হয়। IWGP চ্যাম্পিয়নশিপের জন্য কেনি ওমেগা(Kenny Omega) এবং কাজুচিকা ওকাডা(Kazuchika Okada) র মধ্যকার ম্যাচটিকে ডেইভ মেল্টজার 6★ রেটিং দেন। পরবর্তীতে তিনি 6★+ রেটিং ও দিয়েছেন কিছু ম্যাচকে। যদিও 5★ কেই প্রামাণ্য ধরা হয়।
 
=== Booker ===