রেডিয়াম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে, কোনো সমস্যায় তানভিরের আলাপ পাতায় বার্তা রাখুন
Sagnik Gope (আলোচনা | অবদান)
→‎আবিষ্কারের ইতিহাস: বানান ঠিক করা হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা
৪৭ নং লাইন:
 
== আবিষ্কারের ইতিহাস ==
[[পিচব্লেন্ড|পিচব্লেন্ডকে]] বিশ্লেষণ করার সময় [[মেরি কুরি]], [[পিয়েরে কুরি]] এবং [[জি বেমন্ট]] দেখতে পান যে তাতে [[বিসমাথ]] ছাড়াও অধিক তেজস্ক্রিয় আরেকটি অংশ ছিল। [[পোলোনিয়াম]] নিষ্কাশনে সফলতা লাভের পর তারা এই অন্য অংশটি নিয়ে চিন্তা-ভাবনা শুরু করেন। তারা বুঝতে পারছিলেন যে অজানা আন্যঅন্য একটি তেজস্ক্রিয় মৌল আবিষ্কৃত হয়ে যেতে পারে। [[১৮৯৮]] সালের [[ডিসেম্বর ২৬|২৬ ডিসেম্বর]] তারা এই নতুন মৌলটি আবিষ্কার করেন। রেডিয়ামের ধর্মের উপযুক্ত সংমিশ্রণের কারণে এর গবেষণা তুলনামূলক সহজ ছিল। তথাপি প্রথমবার আবিষ্কার করতে গিয়ে গবেষকদের যথেষ্ট ধকল পোহাতে হয়েছিল। [[বোহেমিয়া|বোহেমীয়]] খনি থেকে প্রাপ্ত [[ইউরেনিয়াম|ইউরেনিয়ামের]] অবশেষ নিয়ে কুরির নেতৃত্বে গবেষকদল তাদের সরঞ্জামহীন গবেষণাগারে দীর্ঘ ৪৫ মাস কঠোর পরীশ্রম করেছিলেন। তারা প্রায় ১০,০০০ বার [[আংশিক কেলাসন]] করেন এবং অবশেষে বহু আকাঙ্ক্ষিত ০.১ গ্রাম [[রেডিয়াম ক্লোরাইড]] প্রস্তুত করতে সমর্থ হন। এই পরিমাণটি তার আপেক্ষিক পারমাণবিক ভর পরিমাপের পক্ষে যথেষ্ট ছিল। মেরি কুরি [[১৯০২]] সালের ২৮ মার্চ বিবরণ পেশ করে বলেন রেডিয়ামের [[পারমানবিক ভর]] ২২৫.৯ যা বর্তমান মান ২২৬.০২ থেকে খুব বেশি কম নয়। তারা এই ক্লোরাইড যৌগ থেকে রেডিয়াম পৃথক করেছিলেন। মেরু কুরি এবং তার সহগবেষক [[এ ডেবিয়ের্নে]] ০.১০৬ গ্রাম রেডিয়াম ক্লোরাইড বিশিষ্ট দ্রবণকে [[তড়িৎ বিশ্লেষণ]] করেন। এর ফলে পারদসঙ্কর হিসেবে [[পারদ]] [[ক্যাথোড|ক্যাথোডে]] রেডিয়াম সঞ্চিত হয়। পারদসঙ্করটিকে লোহার পাত্রে নিয়ে [[হাইড্রোজেন]] প্রবাহিত করা হয় এবং একই সাথে উত্তপ্ত করা হয়। এতে [[সঙ্কর ধাতু]] থেকে পারদ মুক্ত হয়ে পাত্রের তলায় রূপার ন্যায় সাদা চকচকে ধাতুর মত জমা হয়। আর বিশুদ্ধ রেডিয়াম পৃথক হিসেবে পাওয়া যায়।
 
কুরির গবেষকদল ফ্রান্সের [[প্যারিস|প্যারিসে]] অবস্থিত [[প্যারিস একাডেমি অফ সাইন্সেস]]-এর কাছে একটি গবেষণাপত্র পেশ করে যার নাম ছিল "পিচব্লেন্ডে অবস্থিত অত্যন্ত তেজস্ক্রিয়তা সম্পন্ন নতুন মৌল সম্বন্ধে" (On a new highly radioactive substance contained in pitchblend)। এই গবেষণাপত্র থেকে প্রথম জানা যায়, তারা ইউরেনিয়াম আকরিকের অবশেষ থেকে একটি নতুন পদার্থ নিষ্কাশন করতে সমর্থ হয়েছেন যাতে একটি নতুন মৌল আছে এবং এই নতুন মৌলের ধর্মের সঙ্গে [[বেরিয়াম|বেরিয়ামের]] প্রচুর সাদৃশ্য আছে। [[বেরিয়াম ক্লোরাইড|বেরিয়াম ক্লোরাইডে]] উপস্থিত রেডিয়ামমের পরিমাণটি তার বর্ণালি লিপিবদ্ধ করার জন্য যথেষ্ট ছিল বলে প্রমাণিত হয়েছিল। যথেষ্ট পরিমাণে উপস্থিতির এই প্রমাণটি করেছিলেন প্রখ্যাত ফরাসি [[বর্ণালি বিশ্লেষণ|বর্ণালি বিশ্লেষক]] [[ই ডিমার্কাই]] যিনি নিষ্কাশিত পদার্থটির বর্ণালিতে নতুন একটি রেখা লক্ষ্য করেছিলেন। এই রেখার বৈশিষ্ট্য থেকেই নতুন মৌলের অস্তিত্ব সম্বন্ধে নিশ্চিত হওয়া যায়। এভাবে [[তেজস্ক্রিয়ামিতি]] এবং [[বর্ণালিবীক্ষণ]] উভয় পদ্ধতির মাধ্যমে নতুন মৌলটির উপস্থিতি নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছিল।