সোভিয়েত মহাকাশ কুকুর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সৃ
(কোনও পার্থক্য নেই)

১৩:৩৩, ১৮ মে ২০০৮ তারিখে সংশোধিত সংস্করণ

১৯৫০ এবং ৬০-এর দশকে সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর কক্ষপথ এবং অর্ধ-কক্ষে বেশ কয়েকটি কুকুর পাঠিয়েছিল। উদ্দেশ্য ছিল, সেখানে মানুষ পাঠানো নিরাপদ কি-না তা নির্ণয় করা। এই সময়ের মধ্যে সোভিয়েত নভোযানগুলোতে সর্বোচ্চ ৫৭টি পর্যন্ত কুকুরকে একসাথে আটানো যেতো। অবশ্য সবগুলোতে এতো বেশী আটতো না। প্রথম অর্থাৎ স্পুটনিক ২ এ মাত্র একটি কুকুরকেই স্থান দেয়া যেতো। মহাকাশে পাঠানো কুকুরের সংখ্যা বেশ কম। কারণ একই কুকুরকে একাধিক বার পাঠানো হয়েছে। যে কুকুরগুলো মারা গেছে তার মূল কারণ ছিল বিভিন্ন কৌশলগত জটিলতা।

চিত্র:Belka and Strelka Russian Space Dogs.jpg
স্ট্রেলকা (বামে) এবং বেলকা (ডানে)। এই কুকুর দুটি স্পুটনিক ৫ এ চড়ে পৃথিবীর কক্ষপথ আবর্তন করে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছিলো।

বহিঃসংযোগ