টিনটিন (চরিত্র): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
টেমপ্লেটে সংশোধন
বানানসংশোধন ও অন্যান্য
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১৩ নং লাইন:
| occupation = [[রিপোর্টার]]
}}
'''টিনটিন''' (ফরাসীফরাসি উচ্চারণ: ত্যাঁত্যাঁ) ''[[দুঃসাহসী টিন‌টিন]]'' কমিকস সিরিজের কেন্দ্রীয় চরিত্র ও নায়ক। রিপোর্টার ও অভিযাত্রী টিনটিন তার কুকুর [[কুট্টুস|কুট্টুসকে/স্নোয়ি]] নিয়ে সারাবিশ্বে ঘুরে বেড়ায়। বেলজীয় কার্টুনিস্ট [[এর্জেঅ্যার্জে|হার্জঅ্যার্জে]] -সৃষ্ট এই চরিত্রটি প্রথম আবির্ভূত হয় ১৯২৯ সালে ''ল্য ভাঁতিয়েম সিয়েকল'' সংবাদপত্রের ''ল্য প্যতি ভাঁতিয়েম'' নামক বেলজীয় শিশুতোষ ক্রোড়পত্রে। তরুণ টিনটিনের বয়স ১৪-১৯ বছর,; গোল মুখমণ্ডল আর কপালের ওপর আঁচড়ে তোলা চুল তাকে সহজেই চিনিয়ে দেয়। টিনটিন তীক্ষ্ণবুদ্ধির অধিকারী, আত্মরক্ষা করতে সক্ষম এবং সৎ, ভদ্র ও সহানুভূতিশীল। সে তার তদন্তমূলক সাংবাদিকতা, দ্রুত চিন্তা ও ভালো স্বভাবের মাধ্যমে সবসময় রহস্য সমাধান করে থাকে।
 
কমিকসের অন্যান্য বর্ণিল চরিত্রের বিপরীতে টিনটিন নিরপেক্ষ ব্যক্তিত্বের অধিকারী। ফলে কমিকসের পাঠক নিজেকে টিনটিন হিসেবে কল্পনা করে নিতে পারে। টিনটিনের স্রষ্টা ১৯৮৩ সালে মৃত্যুবরণ করলেও তার সৃষ্টি এখনও টিকে আছে এবং বহু ভাষায় অনূদিত হয়েছে জনপ্রিয় সাহিত্যিক চরিত্র হিসেবে। টিনটিনের অভিযান নিয়ে ২০১১ সালে [[স্টিভেন স্পিলবার্গ]] চলচ্চিত্র নির্মাণ করেছেন। প্রথমদিকে বর্ণবৈষম্য, কমিউনিজম -বিদ্বেষ বা এজাতীয়এ-জাতীয় কারণে সমালোচিত হলেও টিনটিন তার "অসাধারণ প্রাণশক্তি"-র জন্যে ব্যাপকভাবে জনপ্রিয়। এমনকি অনেক গবেষক কেবল টিনটিন-চর্চায় তাদের কর্মজীবন ব্যয় করেছেন। ফরাসী জেনারেল [[চার্লসশার্ল দ্য গল]] বলেছিলেন, তারতাঁর "একমাত্র আন্তর্জাতিক প্রতিদ্বন্দীপ্রতিদ্বন্দ্বী হলো টিনটিন"।
 
==ইতিহাস==