মৈতৈ ভাষা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ
১৯৭ নং লাইন:
 
==লিখন পদ্ধতি==
 
===মৈতৈ লিপি===
{{মূল নিবন্ধ|মৈতৈ লিপি}}
 
১৮শ শতক অবধি মৈতৈয়ে লেখার জন্য নিজস্ব লিপি ব্যবহার করা হত, কিন্তু এর প্রথম ব্যবহার সম্বন্ধে কোন তথ্য পাওয়া যায় না। মনিপুর রাজ [[মেইদিঙ্গু পামহেইবা]], মণিপুরে হিন্দুধর্মের প্রবর্তন করেছিলেন, মৈতৈ লিপির ব্যবহার নিষিদ্ধ করে দেন এবং বাংলা লিপি গ্রহণ করেন।
বর্তমানে বিদ্যালয় এবং মহাবিদ্যালয়গুলিতে বংলা লিপির পরিবর্তে ক্রমশ মৈতৈ লিপির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয় প্রতিষ্ঠানগুলি মৈতৈয়ের নিজস্ব লিপি সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করেছে।
 
১৮শ শতাব্দীর শুরুতে মণিপুরের হিন্দু ধর্মে রূপান্তরিত রাজা পামহেইবা, বাঙালি হিন্দু ধর্মপ্রচারক শান্তিদাশ গোঁসাইয়ের প্ররোচনায় অনেক মৈতৈ নথি নষ্ট করে ফেলেন।
 
১৭০৯ সাল এবং ২০শ শতাব্দীর মাঝামাঝি সময় অবধি মৈতৈ ভাষা লেখার জন্য বাংলা লিপি ব্যবহার করা হত।
১৯৪০ এবং ১৯৫০-এর দশকে মৈতৈ পন্ডিতরা প্রাচীন মৈতৈ (মণিপুরি) বর্ণমালাকে ফিরিয়ে আনার জন্য প্রচার শুরু করেন।
 
১৯৭৬ সালে একটি লেখক সম্মেলনে, সব পণ্ডিতরা অবশেষে বর্ণমালার একটি নতুন সংস্করণ তৈরিতে সম্মত হন।
এই বর্ণমালায় বেশকিছু অতিরিক্ত বর্ণ ছিল যেগুলির দ্বারা প্রাচীন মৈতৈয়ে অনুপস্থিত কিন্তু আধুনিক মৈতৈয়ে উপস্থিত ধ্বনিগুলিকে চিহ্নিত করার জন্য ব্যবহার করা হয়।
বর্তমান মৈতৈ বর্ণমালা প্রাচীন মৈতৈ লিপির পুনর্গঠিত রূপ।
১৯৮০-র দশকের শুরু থেকে মণিপুরের বিদ্যালয়গুলিতে মৈতৈ বর্ণমালা শেখানো হয়ে আসছে।
 
মৈতৈ বর্ণমালা বাংলা বর্ণমালার মতই একটি আবুগিদা যেটিতে ব্যঞ্জনবর্ণগুলিতে একটি অন্তর্নিহিত স্বরধ্বনি আছে, মৈতৈয়ের ক্ষেত্রে যা হল /ə/ (বাংলা "অ"-এর সমতুল্য ধ্বনি)। প্রত্যেকটি বর্ণ কে মানব দেহের কোন একটি অঙ্গের উপর রাখা হয়।
 
মণিপুরের [[মারিঙ নাগা জাতি]] এবং [[লিম্বু জাতি]]র কিছু নথি আছে যা মৈতৈ লিপিতে লেখা হয়েছিল।
 
=== লাতিন লিপিবর্ণমালা ===
মৈতৈ লিপি ছাড়াও এখন মৈতৈ ভাষা লেখার জন্য লাতিন বর্ণমালা ব্যবহার হয়ে থাকে, বিশেষ করে ইন্টারনেটে।
এছাড়াও শিক্ষা ক্ষেত্রেও বিভিন্ন গ্রন্থ লাতিন বর্ণমালায় মূদ্রিত হয়।
যদিও এই বর্ণমালাতে সুরাঘাতগুলি চিহ্নিত করা হয় না, তবুও এই দ্ব্যর্থহীনভাবে মৈতৈ ভাষার ধ্বনিগুলিকে চিহ্নিত করা যায়।
শুধুমাত্র /ə/ এবং /a/ ধ্বনি দুটিই ''a'' দিয়ে লেখা হয়ে থাকে। আবার দ্ব্যর্থতা নিরসণের জন্য কখনও /ə/-কে ''aa'' দিয়েও চিহ্নিত করা হয়।
 
{|| class="wikitable"
=== পূর্ব নাগরী লিপি ===
|-
! আধ্বব !! লাতিন বর্ণমালা
|-
|/m/||m
|-
|/n/||n
|-
|/ŋ/||ng
|-
|/b/||b
|-
|/d/||d
|-
|/dʒ/||j
|-
|/ɡ/||g
|-
|/bʱ/||bh
|-
|/dʱ/||dh
|-
|/dʒʱ/||jh
|-
|/ɡʱ/||gh
|-
|/p/||p
|-
|/t/||t
|-
|/tʃ/||ch
|-
|/k/||k
|-
|/ʔ/||’
|-
|/pʰ/||ph (কদাচিৎ f)
|-
|/tʰ/||th
|-
|/kʰ/||kh
|-
|/s/||s বা sh
|-
|/h/||h
|-
|/ɾ/||r
|-
|/l/||l
|-
|/w/||w
|-
|/j/||y
|-
|/ɐ/||a
|-
|/ɐj/||ei
|-
|/ɐw/||ou
|-
|/a/||a বা aa
|-
|/aj/||ai
|-
|/aw/||ao
|-
|/e/||e
|-
|/i/||i (কদাচিৎ ee)
|-
|/o/||o
|-
|/oj/||oi
|-
|/u/||u (কদাচিৎ oo)
|-
|/uj/||ui
|}
 
== ব্যাকরণ ==