রাইসুল ইসলাম আসাদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
A. H. M. Azimul Haque (আলোচনা | অবদান)
ক্র্যাকপ্লাটুন সদস্য তথ্যসূত্র যোগ
৩১ নং লাইন:
 
== বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ ==
১৯৭১ সালে [[বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ]] চলাকালীন আসাদ [[ঢাকা|ঢাকায়]] গেরিলা যুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি কিংবদন্তীখ্যাত [[ক্র্যাক প্লাটুন|ক্র্যাক প্লাটুনের]] একজন সদস্য ছিলেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.bhorerkagoj.net/print-edition/2014/12/02/7368.php|শিরোনাম=ক্র্যাক প্লাটুন : হার না মানা বীরত্বগাথা|শেষাংশ=Bhorerkagoj|প্রথমাংশ=|তারিখ=|ওয়েবসাইট=www.bhorerkagoj.net|ভাষা=bn|সংগ্রহের-তারিখ=2018-05-18}}</ref> যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেনঃ ‘না, আমার কখনও আক্ষেপ হয় না। এই যে আপনি এ আক্ষেপ করার ভাবনাটা একটি স্বাধীন দেশে বসে করতে পারছেন—এটাই তো অনেক বড় পাওয়া। সবার আগে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে?’<ref>{{ওয়েব উদ্ধৃতি|url=http://www.amardeshonline.com/pages/details/2011/02/06/66802 |title= আমার আমিতে রাইসুল ইসলাম আসাদ |last= |first= |date= ৬ই ফ্রেব্রুয়ারি,২০১১ |work=দৈনিক আমার দেশ|accessdate=২০শে ফ্রেব্রুয়ারি,২০১১ }}</ref><ref>http://people.priyo.com/story/745</ref>
 
== চলচ্চিত্র তালিকা ==