ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন
 
৪৪ নং লাইন:
আলেকজান্ডার-আর্নল্ড [[লিভারপুল ফুটবল ক্লাব|লিভারপুলের]] একাডেমী হতে স্নাতক সম্পন্ন করেছেন এবং মাত্র ১৮ বছর বয়সে, ২০১৬ সালে ক্লাবটির জ্যেষ্ঠ পর্যায়ের হয়ে অভিষেক করেছেন। পরবর্তী বছর, তিনি ক্লাবের হয়ে মৌসুমের সেরা যুব খেলোয়াড়ের পুরস্কারটি জয়লাভ করেছেন। তিনি ইংল্যান্ডের বয়সভিত্তিক বেশ কয়েকটি দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তিনি ইংল্যান্ডের [[ইংল্যান্ড জাতীয় ফুটবল দল|অনূর্ধ্ব-১৬]] হতে [[ইংল্যান্ড জাতীয় ফুটবল দল|অনূর্ধ্ব-২১]] পর্যন্ত প্রতিটি দলের হয়ে খেলেছেন।
 
==আন্তর্জাতিক ক্যারিয়ার==
===ইংল্যান্ড জাতীয় দল===
২০১৮ সালের মারস মাসে, যখন তিনি অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলছিলেন, তখন তিনি [[ইতালি জাতীয় ফুটবল দল|ইতালি]] এবং [[নেদারল্যান্ড জাতীয় ফুটবল দল|নেদারল্যান্ডের]] বিরুদ্ধে প্রীতি ম্যাচে জন্য জাতীয় দলের সাথে ট্রেইনিং করার জন্য প্রথমবারের মতো ডাক পান।<ref>{{cite web|url=http://www.liverpoolfc.com/news/first-team/294961-trent-alexander-arnold-england|title=Trent trains with senior England squad|publisher=Liverpool FC|last=Shaw|first=Chris|date=20 March 2018|accessdate=20 March 2018}}</ref> ২০১৮ সালের মে মাসে, [[গ্যারেথ সাউথগেট]] দ্বারা তিনি প্রথমবারের মতো [[২০১৮ ফিফা বিশ্বকাপ|২০১৮ ফিফা বিশ্বকাপের]] জন্য জাতীয় দলে ডাক পান।<ref>{{cite news |url=https://www.bbc.co.uk/sport/football/44138600 |title=England World Cup squad: Trent Alexander-Arnold in 23-man squad |publisher=BBC Sport |date=16 May 2018 |accessdate=16 May 2018}}</ref>