মাধবী (অভিনেত্রী): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Luckyulinga (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Luckyulinga-এর সম্পাদিত সংস্করণ হতে Gudir Nas-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল
১ নং লাইন:
{{Infobox person
| name =মাধবী অল্লদূর্গম
| image =
| image = [[File:Oldacyress madhavi in bikini.png|thumb|Madhavi in a filim shooting]]
| caption =
| imagesize =
১৩ নং লাইন:
}}
'''মাধবী''' একজন সাবেক ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী যিনি সত্তরের দশকের মাঝখানদিকে তেলুগু ভাষার চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তার জন্ম হায়দ্রাবাদে ১৯৬২ সালের ১৪ সেপ্টেম্বর হয়েছিল।<ref>http://maadhavi.com/about.html</ref> মাধবী তামিল, কন্নড়, মালয়ালাম এবং হিন্দি ভাষার চলচ্চিত্রেও কাজ করেছেন।
 
==কর্মজীবন==
পরিচালক দশরী নারায়ণ রাও তার তেলুগু ভাষার চলচ্চিত্র ''থুরপু পাদামারা'' (১৯৭৬) এ মাধবীকে অভিনয় করার সুযোগ করে দেন একটি উঠতি বয়সী তরুণীর চরিত্রে। এই চলচ্চিত্রটি ছিলো ১৯৭৫ এর তামিল চলচ্চিত্র ''অপূর্ব রাগাঙ্গাল'' এর পুনঃনির্মাণ, তামিল চলচ্চিত্রটির মত থুরপু পাদামারাও ব্যবসা-সফলতা পেয়েছিলো। মাধবী সেসময়কার তেলুগু চলচ্চিত্র শিল্পের জনপ্রিয় নায়ক চিরঞ্জীবীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে যান। তাঁর সঙ্গে অভিনয় করা মাধবীর প্রথম চলচ্চিত্র ছিলো ''ইন্তলো রামাইয়া ভিদিলো কৃষ্ণানাইয়া'' যেটি ১৯৮২ সালে মুক্তি পেয়েছিলো। কৈলাস বলচন্দ যিনি মূলত তামিল ভাষার সিনেমা বানান, ১৯৭৮ সালে ''মারো চারিত্রা'' নামে একটি রোমান্টিক তেলুগু সিনেমা তৈরি করেন যেটাতে কমল হাসান এবং সারিতা মুখ্য চরিত্রে ছিলেন এবং মাধবী এক বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ পান। এই চলচ্চিত্রের হিন্দি পুনঃনির্মাণ পরিচালক বলচন্দ নিজেই করেন এবং ১৯৮১ সালে ''এক দুজে কে লিয়ে'' নামে মুক্তি দেন এবং ওখানেও মাধবী ''মারো চারিত্রা''র মত একই ধরণের চরিত্রে অভিনয় করেন আর এই চলচ্চিত্রটিই হয়ে দাঁড়ায় মাধবী অভিনীত প্রথম হিন্দি চলচ্চিত্র।