নুসরাত ফারিয়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
দৈনিক প্রথম আলোর ইউআরএল সংশোধন
Jubair1985 (আলোচনা | অবদান)
→‎কর্ম জীবন: তথ্যসূত্র, তথ্যসূত্র
১৭ নং লাইন:
== কর্ম জীবন ==
ডিজে হিসেবে কাজের মধ্য দিয়ে গণমাধ্যমে আগমন তার। [[আরটিভি|আরটিভির]] ‘ঠিক বলছেন তো‘ অনুষ্ঠানের মাধ্যমে প্রথম টিভি পর্দায় উপস্থাপনায় আসেন নুসরাত ফারিয়া। ২০১২ সালে [[এনটিভি|এনটিভির]] ‘থার্টিফাস্ট ধামাকা কক্সবাজার’ অনুষ্ঠানটি ফারিয়া সবার নজর কেড়ে নেন। ২০১৩ সালের জানুয়ারিতে বলিউড প্লেব্যাক শিল্পী সুনিধি চৌহানের ‘সুনিধি লাইভ কনসার্ট’ শিরোনামের অনুষ্ঠান উপস্থাপনা করে দারুণ প্রশংসিত হন তিনি। তার উপস্থাপিত বিভিন্ন জনপ্রিয় অনুষ্ঠানের মধ্যে রয়েছে আরটিভির ‘লেট নাইট কফি উইথ নুসরাত ফারিয়া’, এসএ টিভির ‘ক্লিয়ার এসএ লাইভ স্টুডিও’, [[এটিএন বাংলা|এটিএন বাংলার]] ‘ট্রেন্ড’, জিটিভির ‘লাক্স ওয়ার্ল্ড অব গ্ল্যামার’ এবং এনটিভির ‘স্টাইল অ্যান্ড ট্রেন্ড’, [[রেডিও ফুর্তি|রেডিও ফুর্তিতে]] ‘নাইট শিফট উইথ ফারিয়া’ ইত্যাদি। এছাড়া নুসরাত ফারিয়া ‘ডোর’ নামে ফ্যাশন হাউসের ব্র্যান্ড মডেল এবং ফেয়ার অ্যান্ড লাভলি, সিম্ফনি, [[সিটিসেল]] রিচার্জের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে কাজ করেন।<ref>{{সংবাদ উদ্ধৃতি |date=12 May 2015 |title=একই ছবিতে মৌসুমী-নূসরাত|url=http://www.bd-pratidin.com/entertainment/2015/05/12/80699 |newspaper=Bangladesh Daily |access-date=13 May 2015}}</ref><ref>{{সংবাদ উদ্ধৃতি |date=16 May 2015 |title=শুটিং শুরু হচ্ছে কলকাতায় নুসরাত ফারিয়ার প্রথম ছবি ‘প্রেমী ও প্রেমী’|url=http://dhakatimes.com.bd/2015/05/16/60909/nusrat-faria-the-first-film-loving-loving/ |newspaper=Dhaka Times |access-date=19 May 2015}}</ref><ref>{{সংবাদ উদ্ধৃতি |date=16 May 2015 |title=মহড়ায় কলকাতায়|url=http://mzamin.com/details.php?mzamin=NzU0MDc=&s=NQ== |newspaper=Daily Manab Zamin |access-date=19 May 2015}}</ref>
[[File:Nusrat Faria Mazhar.jpg|thumb|নুসরাত ফারিয়া মাজহার স্টাইলিশ হেয়ার অফ দা ক্যাম্পাস ২০১৪ এর গ্রান্ড ফিনালের অনুষ্ঠান উপস্থাপনা করছেন]] <ref>http://thedailynewnation.com/news/18957/grand-finale-of-parachute-advanced-beliphool-stylish-hair-of-the-campus-2014.html</ref>
 
===চলচ্চিত্র===
নায়িকা [[মাহিয়া মাহী|মাহিয়া মাহীর]] সাথে জাজ মাল্টিমিডিয়ার সম্পর্কের অবনতি ঘটলে জাজ মাল্টিমিডিয়া তাদের নতুন নায়িকা হিসেবে নুসরাত ফারিয়াকে সবার সামনে তুলে ধরেন এবং [[বাংলাদেশ]]-[[ভারত]] যৌথ প্রযোজনার ছবি প্রেমী ও প্রেমী’র নায়িকা হিসেবে ঘোষনা করেন। তবে প্রেমী ও প্রেমীই নুসরাত ফারিয়ার প্রথম চলচ্চিত্র নয়। ২০১৪ সালে [[রেদওয়ান রনি]] পরিচালিত মরীচিকা চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন নুসরাত ফারিয়া, কিন্তু অজ্ঞাত কারণে চলচ্চিত্রটির কাজ শুরু হয়নি। বরং কিছুদিন পরে চলচ্চিত্রে নাম এবং পাত্র-পাত্রী বদল করে রেদওয়ান রনি নতুন চলচ্চিত্রের কাজ শুরু করেন।