সাইয়েদ কুতুব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Jarould (আলোচনা | অবদান)
তথ্যসূত্র
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২৪ নং লাইন:
 
== জন্ম ও পারিবারিক পরিচিতি ==
সাইয়েদ কুতুব [[১৯০৬]] সালের ৯ অক্টোবর মিসরের উসইউত জিলার মুশা গ্রামে জন্মগ্রহণ করেন।<ref>Some sources (e.g., US Library of Congress) give 1903.{{citation needed|date=May 2013}}</ref> সাইয়েদ কুতুবের মূল নাম হল ''সাইয়েদ''; ''কুতুব'' তার বংশীয় উপাধি। তার পূর্বপুরুষরা [[আরব উপদ্বীপ]] থেকে এসে মিশরের উত্তরাঞ্চলে বসবাস শুরু করে। তার পিতার নাম হাজী ইবরাহীম কুতুব; তিনি চাষাবাদ করতেন। তার মাতার নাম ফাতিমা হোসাইন উসমান; যিনি অত্যন্ত ধার্মিক মহিলা ছিলেন। তারা মোট দুই ভাই এবং তিন বোন ছিলেন। তার অপর ভাই হলেনঃ [[মুহাম্মাদ কুতুব]] এবং বোনেরা হলেনঃ হামিদা কুতুব এবং আমিনা কুতুব; অপর বোনের নাম জানা যায়নি। সাইয়েদ কুতুব ছিলেন সবার বড়।<ref name=":0">{{সংবাদ উদ্ধৃতি|ইউআরএল=https://www.icsbook.info/297/shibir#i-2|শিরোনাম=ইসলামী সমাজ বিপ্লবের ধারা {{!}} Shibir Online Library|তারিখ=2014-01-07|কর্ম=Shibir Online Library|সংগ্রহের-তারিখ=2018-05-05|ভাষা=en-US}}</ref>
 
== কর্মজীবন ==
৩১ নং লাইন:
কিছুকাল অধ্যাপনা করার পর তিনি শিক্ষা মন্ত্রোণালয়ের অধীনে স্কুল ইন্সপেক্টর নিযুক্ত হন। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেই তাকে আধুনিক শিক্ষা পদ্ধতি পড়া-শুনার জন্যে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। তিনি দু’বছরের র্কোস শেষ করে বিদেশ থেকে দেশে ফিরে আসেন। আমেরিকা থাকা কালেই তিনি বস্তুবাদী সমাজের দুরবস্থা লক্ষ্য করেন এবং তার দৃঢ় বিশ্বাস জন্মে যে, একমাত্র ইসলামই সত্যিকার অর্থে মানব সমাজকে কল্যাণের পথে নিয়ে যেতে পারে।
 
আমেরিকা থেকে দেশে ফেরার পরই তিনি ইখয়ানুল মুসলেমুন দলের আদর্শ, উদ্দেশ্য ও কর্মসূচী যাচাই করতে শুরু করেন। উনিশ শ’পয়তাল্লিশ সালে তিনি ঐ দলের সদস্য হয়ে যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার যুদ্ধ শেষে মিসরেক স্বাধীনতা দানের ওয়াদা করেন। যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই ইখওয়ান দল ব্রিটিশদের মিসর ত্যাগের দাবীতে আন্দোলন শুরু করে। এর ফলে তাদের জনপ্রিয়তা অত্যন্ত বেড়ে যায়।<ref name=":0" />
 
== গ্রেফতার ==
৩৮ নং লাইন:
গ্রেফতারকৃত ইখওয়ান নেতাদের মধ্যে সাইয়েদ কুতুবও ছিলেন। তাকে মিসরের বিভিন্ন জেলে রাখা হয়। গ্রেফতারের সময় তিনি ভীষণভাবে জ্বরে আক্রান্ত ছিলেন। সামরিক অফিসার তাকে সে অবস্থায় গ্রেফতার করেন।
 
উনিশ শ’ চৌষট্টি সালের মাঝামাঝি ইরাকের প্রেসিডেন্ট আবদুস সালাম আরিফ মিসর যান। তিনি সাইয়েদ কুতুবের মুক্তির সুপারিশ করায় কর্নেল নাসের তাকে মুক্তি দিয়ে তারই বাসভবনে অন্তরীণাবদ্ধ করেন।<ref>{{সংবাদ উদ্ধৃতি|ইউআরএল=https://www.icsbook.info/297/shibir#i-3|শিরোনাম=ইসলামী সমাজ বিপ্লবের ধারা {{!}} Shibir Online Library|তারিখ=2014-01-07|কর্ম=Shibir Online Library|সংগ্রহের-তারিখ=2018-05-05|ভাষা=en-US}}</ref>
 
== আবার গ্রেফতার ও দন্ড ==