কোল্লাম জেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২ নং লাইন:
'''কোল্লাম জেলা''' (পূর্বে কুইলোন) ভারতের [[কেরালা]] রাজ্যের ১৪ টি জেলার মধ্যে একটি। জেলাটিতে কেরালার প্রাকৃতিক বৈশিষ্ট্যের একটি অংশ রয়েছে; এটি একটি দীর্ঘ উপকূল। উপকূলটি লক্ষদ্বীস সাগর, সমুদ্র বন্দর এবং একটি অভ্যন্তরীণ হ্রদ (Ashtamudi লেক) দ্বারা সমৃদ্ধ। জেলায় জলাধারের অনেক উৎস আছে। কল্লদা নদী এটির মধ্যে একটি এবং এর পূর্বদিকের জমির পূর্বাংশে হল পূর্বাঞ্চলীয় কল্লাদ এবং পশ্চিমে পশ্চিমাঞ্চলীয় কল্লাদ। কল্লাদ নৌকা বাইচ প্রতিযোগিতা জেলার বিখ্যাত উৎসব অনুষ্ঠানগুলির মধ্যে একটি। যদিও এই অনুষ্ঠানের অংশ নেওয়ার জন্য জেলা প্রশাসনের বাইরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন নৌকা দ্বারা থেকে নদীটির দুটি স্থলভাগের মধ্যে একটি প্রতিযোগিতা রয়েছে। কোল্লাম কেরালার কাসু শিল্পের রাজধানী। সমভূমি, পর্বতমালা, হ্রদ, ল্যাওনোনস এবং অভ্যান্তরিন জলভাগ, বন, চাষাবাদ ও নদীগুলি জেলাটির ভূসংস্থান সৃষ্টি করে। এই অঞ্চলে ফিনিকিয়া এবং প্রাচীন রোমের সাথে বাণিজ্য সম্পর্ক ছিল।
==জলবায়ু==
কোল্লামের তাপমাত্রা প্রায় সারা বছর ধরে স্থিতিশীল। গড় তাপমাত্রা 25২৫ থেকে 32৩২ ডিগ্রী সেলসিয়াস। গ্রীষ্ম সাধারণত মার্চ থেকে মে পর্যন্ত চালায়চালে; মুনসুনবর্ষা জুন মাসে শুরু হয় এবং সেপ্টেম্বরে শেষ হয়। কোল্লাম একটিজেলার বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় ২700২,৭০০ মিলিমিটার (110১১০ ইঞ্চি) পান। কোল্লাম দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলীয় বর্ষাকাল উভয়ই পান।পায়। শীতকালীন নভেম্বর থেকে ফেব্রুয়ারি হয়; তাপমাত্রা মোটামুটি শান্ত, 18১৮ থেকে ২5২৫ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত।পর্যন্ত হয়। <ref name="kerala gov">[http://www.kerala.gov.in/knowkerala/klm.htm Covt of kerala website, kollam page] {{webarchive|url=https://web.archive.org/web/20090426104247/http://kerala.gov.in/knowkerala/klm.htm |date=26 April 2009 }}</ref>
 
{{Weather box
| location = Kollamকোল্লাম (Quilonকুইলোন)<ref name="kerala gov"/>
| metric first = yes
| single line = yes
৫৩ নং লাইন:
</center>
</div>
 
==তথ্যসূত্র==
{{সূত্র তালিকা}}