প্রথম-শ্রেণীর ক্রিকেট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

পরিমার্জন
(বানান সংশোধন (লক্ষ্য --> লক্ষ))
(পরিমার্জন)
== সংজ্ঞার্থ নিরূপণ ==
=== জিএইচকে ১৮৯৫ ===
১৯৪৭ সালের পূর্ব-পর্যন্ত প্রথম-শ্রেণীর ক্রিকেটের সংজ্ঞা ভিন্ন ছিল। মে, ১৮৯৪ সালে গ্রেট ব্রিটেনের [[লর্ডস ক্রিকেট গ্রাউন্ড|লর্ডসে]] [[Marylebone Cricket Club|মেরিলেবোন ক্রিকেট ক্লাব]] (এমসিসি)’র কমিটি ও ১৮৯০ সালে থেকে শুরু হওয়া [[Countyকাউন্টি Championshipচ্যাম্পিয়নশীপ|কাউন্টি চ্যাম্পিয়নশীপের]] সাথে জড়িত ক্লাবগুলোর সাধারণ সম্পাদকদের মধ্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবগুলোর খেলাগুলো ১৮৯৫ সাল থেকে প্রথম-শ্রেণীর বলে গণ্য করা হয়। এ ক্লাবগুলোর পাশাপাশি এমসিসি, [[Cambridgeকেমব্রিজ Universityবিশ্ববিদ্যালয় Cricketক্রিকেট Clubক্লাব|ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়]], [[Oxford University Cricket Club|অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়সহ]] সফরকারী জাতীয় ক্রিকেট দল ও এমসিসি অনুমোদিত অন্যান্য দলগুলোর খেলা প্রথম-শ্রেণীর ক্রিকেট হিসেবে বিবেচিত হয়।
 
=== আইসিসি ১৯৪৭ ===
[[দ্বিতীয় বিশ্বযুদ্ধ|দ্বিতীয় বিশ্বযুদ্ধের]] কারণে প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলা বাতিল করা হয়। এরপর ১৯৪৫-৪৬ [[মৌসুম (ক্রীড়া)|মৌসুমে]] এ স্তরের ক্রিকেট খেলা পুণরায় শুরু হয়।<ref>Harte, pp. 388–393.</ref> অবশেষে মে, ১৯৪৭ সালে তৎকালীন [[আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল|ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স]] ([[ইন্টারন্যাশনালআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল|আইসিসি]]) আনুষ্ঠানিকভাবে প্রথম-শ্রেণীর ক্রিকেট পরিভাষাটির সংজ্ঞা নিরূপণ করে। উভয় দলের এগারোজন খেলোয়াড় যদি তিন বা ততোধিক দিনব্যাপী ক্রিকেট খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে তা আনুষ্ঠানিকভাবে প্রথম-শ্রেণীর ক্রিকেটের মর্যাদা পাবে। দলের অবস্থান চিহ্নিত করে প্রত্যেক দেশের ক্রীড়া পরিচালনা পরিষদ এ সিদ্ধান্ত গ্রহণ করবে। কিন্তু এ সংজ্ঞাটি তেমন প্রভাব বিস্তার করতে পারেনি। এমসিসি [[গ্রেট ব্রিটেন|গ্রেট ব্রিটেনে]] অনুষ্ঠিত খেলাগুলোর কর্তৃত্ব বজায় রাখে। সকল উদ্দেশ্য বাস্তবায়নে ১৯৪৭ সালের গৃহীত আইসিসি’র সংজ্ঞায় ১৮৯৫ সালে এমসিসি’র সংজ্ঞাকে একীভূত করা হয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি এবং ব্যবহারের বিষয়টি নিশ্চিত করা হয়। তারপরও আনুষ্ঠানিক মর্যাদাপ্রাপ্তির জন্য পূর্ণাঙ্গ সদস্যভূক্ত প্রত্যেক দেশের ক্রীড়া পরিচালনা পরিষদ অথবা আইসিসি’র সিদ্ধান্তের উপর নির্ভরশীল। পরিচালনা পরিষদ আন্তর্জাতিক দলগুলোর প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলার মর্যাদা দেয় এবং ঘরোয়া ক্রিকেটের দলগুলো দেশের সর্বোচ্চ ক্রিকেট মানদণ্ডে প্রতিনিধিত্বকারী দলগুলোও এ মর্যাদার দাবীদার। আইসিসি’র সহযোগী দেশভূক্ত দলগুলোও এ মর্যাদা লাভ করতে সক্ষম হবে যদি তাদের প্রতিপক্ষীয় দলগুলো এতে সম্মতি দেয়।
 
== শর্তাবলী ==
* কৃত্রিম কিংবা টার্ফ ছাড়া প্রাকৃতিক মাঠে খেলা অনুষ্ঠিত হয়
* আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী খেলার মাঠে অনুষ্ঠিত হয়
* [[Laws of Cricket|ক্রিকেটের আইন]] অনুযায়ী খেলা অনুষ্ঠিত হয় (ব্যতিক্রম: গুরুত্বহীন ধারা বাদে)
* উপযুক্ত দেশের ক্রীড়া পরিচালনা পরিষদ অথবা আইসিসি স্বয়ং খেলাটিকে প্রথম-শ্রেণীর মর্যাদা দেয়।
 
** [[কাউন্টি চ্যাম্পিয়নশীপ|কাউন্টি চ্যাম্পিয়নশীপের]] খেলা
** [[মেরিলেবোন ক্রিকেট ক্লাব]] বনাম প্রথম-শ্রেণীর কাউন্টি
** [[অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাব|অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়]] বনাম [[ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাব|ক্যামব্রিজকেমব্রিজ বিশ্ববিদ্যালয়]]
** ক্যামব্রিজ ও অক্সফোর্ডের বিশ্ববিদ্যালয়ের সকল খেলা। [[Durham MCC University|ডারহাম]] ও [[Loughborough MCC University|লবোরালাফবোরা]] এমসিসি বিশ্ববিদ্যালয় বনাম প্রথম-শ্রেণীর কাউন্টি
** [[Cardiff MCC University|কার্ডিফ]] ও [[Leeds/Bradford MCC Universities|লিডস/ব্রাডফোর্ড]] এমসিসি বিশ্ববিদ্যালয় বনাম প্রথম-শ্রেণীর কাউন্টির নির্বাচিত খেলা
** প্রথম-শ্রেণীর দল বনাম সফরকারী প্রথম-শ্রেণীর দল
* [[ক্রিকেট অস্ট্রেলিয়া|অস্ট্রেলিয়া]]
** [[Sheffieldশেফিল্ড Shieldশিল্ড|শেফিল্ড শিল্ডের]] খেলা
** 'অস্ট্রেলিয়া এ' বনাম অস্ট্রেলীয় একাদশ
** 'অস্ট্রেলিয়া এ' বনাম রাজ্যদলসহ প্রথম-শ্রেণীর দল
** অস্ট্রেলীয় একাদশ বনাম রাজ্যদলসহ প্রথম-শ্রেণীর দল
** প্রথম-শ্রেণীর দল বনাম সফরকারী প্রথম-শ্রেণীর দল
* [[Cricketক্রিকেট Southসাউথ Africaআফ্রিকা|দক্ষিণ আফ্রিকা]]
** [[Sunfoilসানফয়েল Seriesসিরিজ|সানফয়েল সিরিজের]] খেলা (৬টি প্রো-ফ্রাঞ্চাইজ দল)
** [[South African Airways Provincial Challenges|সাউথ আফ্রিকান এয়ারওয়েজ প্রভিন্সিয়াল চ্যালেঞ্জেস]] (১৬টি প্রাদেশিকা দল ও নামিবিয়া)
** প্রথম-শ্রেণীর দল বনাম সফরকারী প্রথম-শ্রেণীর দল
** [[Duleep Trophy|দীলিপ ট্রফি’র]] খেলা
** [[Irani Trophy|ইরানী ট্রফি’র]] খেলা
** [[Boardভারতীয় ofক্রিকেট Controlনিয়ন্ত্রণ for Cricket in Indiaবোর্ড|ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ড]] অনুমোদিত রাজ্য অথবা আঞ্চলিক সংস্থা বনাম অন্য রাজ্য অথবা আঞ্চলিক সংস্থা
** প্রথম-শ্রেণীর দল বনাম সফরকারী প্রথম-শ্রেণীর দল
* নিউজিল্যান্ড
** [[New Zealand first-class cricket championship|প্লাঙ্কেট শিল্ডের]] খেলা
** নিউজিল্যান্ড এ বনাম [[New Zealand Cricket|নিউজিল্যান্ড ক্রিকেট]] অনুমোদিত ক্রিকেট সংস্থা
** [[নিউজিল্যান্ড ক্রিকেট]] অনুমোদিত ক্রিকেট সংস্থা বনাম অন্য ক্রিকেট সংস্থা
** নিউজিল্যান্ড এ বনাম প্রথম-শ্রেণীর দল
* জিম্বাবুয়ে
** [[Logan Cup|লোগান কাপের]] খেলা
** [[Zimbabwe Cricket|জিম্বাবুয়ে ক্রিকেট]] অনুমোদিত ক্রিকেট সংস্থা বনাম অন্য ক্রিকেট সংস্থা
** প্রথম-শ্রেণীর দল বনাম সফরকারী প্রথম-শ্রেণীর দল
* [[বাংলাদেশ ক্রিকেট বোর্ড|বাংলাদেশ]]
** সফরকারী টেস্টভূক্ত দলসহ প্রথম-শ্রেণীর দল বনাম [[কেনিয়া জাতীয় ক্রিকেট দল|কেনিয়া]]
* টেস্টবিহীন অন্য দেশ
** [[Scotlandস্কটল্যান্ড nationalজাতীয় cricketক্রিকেট teamদল|স্কটল্যান্ড]] বনাম [[আয়ারল্যান্ড ক্রিকেট দল|আয়ারল্যান্ড]]
** টেস্টবিহীন অন্য দেশ বনাম সফরকারি প্রথম-শ্রেণীর দল
** আনুষ্ঠানিকভাবে টেস্ট অনুশীলনী খেলা
** প্রথম-শ্রেণীর মর্যাদার অধিকারী দল বনাম আইসিসি অনুমোদিত ও ক্রিকেট বোর্ডের জ্ঞাতসারে অনুষ্ঠিত বিশেষ দলের খেলা
** [[2011-13 ICC Intercontinental Cup|২০১১-১৩ আন্তঃমহাদেশীয় কাপের]] খেলা। প্রতিযোগিতায় [[আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল|আফগানিস্তান]], [[Canadaকানাডা nationalজাতীয় cricketক্রিকেট teamদল|কানাডা]], আয়ারল্যান্ড, [[কেনিয়া জাতীয় ক্রিকেট দল|কেনিয়া]], [[Namibiaনামিবিয়া nationalজাতীয় cricketক্রিকেট teamদল|নামিবিয়া]], [[নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল|নেদারল্যান্ডস]], [[স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দল|স্কটল্যান্ড]] ও [[সংযুক্ত আরব আমিরাত জাতীয় ক্রিকেট দল|সংযুক্ত আরব আমিরাত]] অংশগ্রহণ করে।
 
টীকা:
 
== আরও পড়ুন ==
* ''[[উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক|Wisden Cricketers Almanack]]'' – 1895 and 1948 issues in particular
 
== বহিঃসংযোগ ==
৭৭,৫৭৯টি

সম্পাদনা