সুফিয়া কামাল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সন্দীপ সরকার (আলোচনা | অবদান)
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
সন্দীপ সরকার (আলোচনা | অবদান)
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
৩৭ নং লাইন:
 
== সাহিত্যচর্চার সূচনা এবং কলকাতার জীবন ==
সাহিত্যপাঠের পাশাপাশি সুফিয়া কামাল সাহিত্য রচনা শুরু করেন। [[১৯২৬]] সালে তাঁর প্রথম কবিতা 'বাসন্তী' সেসময়ের প্রভাবশালী সাময়িকী [[সওগাত|সওগাতে]] প্রকাশিত হয়। ত্রিশের দশকে [[কলকাতা|কলকাতায়]] অবস্থানকালে বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র যেমন [[রবীন্দ্রনাথ ঠাকুর|রবীন্দ্রনাথ]], [[কাজী নজরুল ইসলাম|নজরুল]], [[শরৎচন্দ্র চট্টোপাধ্যায়|শরৎচন্দ্র]] প্রমুখের দেখা পান। মুসলিম নারীদের সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য বেগম রোকেয়ার প্রতিষ্ঠিত সংগঠন ‘আঞ্জুমানে খাওয়াতিনে ইসলামে’ রোকেয়ার সঙ্গে সুফিয়া কামালের পরিচয় হয়। বেগম রোকেয়ার চিন্তাধারা ও প্রতিজ্ঞা তাঁর মধ্যেও সঞ্চারিত হয়, যা তাঁর জীবনে সুদূরপ্রসারী প্রভাব ফেলে।
 
সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাঁর সাহিত্যচর্চা চলতে থাকে। [[১৯৩৭]] সালে তাঁর গল্পের সংকলন ''কেয়ার কাঁটা'' প্রকাশিত হয়। [[১৯৩৮]] সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ [[সাঁঝের মায়া|সাঁঝের মায়ার]] মুখবন্ধ লিখেনলেখেন কাজী নজরুল ইসলাম। বইটি বিদগ্ধজনের প্রশংসা কুড়ায় যাদের মাঝে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
 
[[১৯৩২]] সালে তাঁর স্বামীর আকস্মিক মৃত্যু তাঁকে আর্থিক সমস্যায় ফেলে। তিনি কলকাতা কর্পোরেশন স্কুলে শিক্ষকতা শুরু করেন এবং [[১৯৪২]] সাল পর্যন্ত এ পেশায় নিয়োজিত থাকেন। এর মাঝে [[১৯৩৯]] সালে কামালউদ্দীনকামালউদ্দিন আহমেদের সাথে তাঁর বিয়ে হয়। দেশবিভাগের পূর্বে তিনি নারীদের জন্য প্রকাশিত সাময়িকী [[বেগম (সাপ্তাহিক পত্রিকা)|বেগমের]] সম্পাদক ছিলেন।
 
== ঢাকার জীবন এবং সাংস্কৃতিক কর্মকান্ড ==