|
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা |
==ফলাফল==
এলএফও সংখ্যানুপাত পদ্ধতিকে স্বীকৃতি দেয়ায় বাঙালিদের কাছে তা গ্রহণযোগ্য হয়।<ref name="A"/> ১৯৭০ সালের ইরবাচনেনির্বাচনে [[আওয়ামী লীগ]] পূর্ব পাকিস্তানে শুধু দুইটি আসনে পরাজিত হয় এবং জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তাই সরকার গঠনের জন্য পশ্চিম পাকিস্তানের কোনো দলের সহায়তার প্রয়োজন ছিল না। এলএফও তে সংবিধান প্রণয়নের কোনো নির্দিষ্ট নিয়ম উল্লেখ ছিল না বলে আওয়ামী লীগ নিজেদের মত সংবিধান প্রণয়ন করার অধিকার লাভ করে।<ref name="A"/> অন্যদিকে পশ্চিম পাকিস্তানে [[জুলফিকার আলী ভুট্টো|জুলফিকার আলী ভুট্টোর]] [[পাকিস্তান পিপলস পার্টি]] সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল। তারা ঘোষণা করে যে তারা নতুন আইনসভা বয়কট করবে। ফলে উত্তেজনা বৃদ্ধি পায়। আলোচনা ব্যর্থ হওয়ার পর জেনারেল ইয়াহিয়া খান আইনসভার অধিবেশন স্থগিত করেন। ফলে [[পূর্ব পাকিস্তান|পূর্ব পাকিস্তানে]] বিদ্রোহ দেখা দেয় এবং ১৯৭১ সালের এক পর্যায়ে [[বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ]] শুরু হয়।<ref name="B"/><ref name="A"/>
==তথ্যসূত্র==
|