ফিল এডমন্ডস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
প্রথম-শ্রেণীর ক্রিকেট - অনুচ্ছেদ সৃষ্টি
Suvray (আলোচনা | অবদান)
টেস্ট ক্রিকেট - অনুচ্ছেদ সৃষ্টি
১০৭ নং লাইন:
কাউন্টি ক্রিকেট পর্যায়ের খেলায় মিডলসেক্সের পক্ষে খেলেন। তিনি [[জন এম্বুরি|জন এম্বুরির]] মুদ্রার এপিঠ-ওপিঠ ছিলেন। ১৯৮০-এর দশকে বামহাতি ও ডানহাতি স্পিনের সংমিশ্রণে মিডলসেক্সের সফলতায় শক্তিশালী ভূমিকা পালন করেছিল। এছাড়াও, তাঁরা ইংল্যান্ড দলে একত্রে খেলেছেন। তবে, এ জুটিকে টেস্ট দলে একই স্থানে অন্তর্ভূক্তির জন্য বেশ প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হতে হতো।
 
১৯৭৫–৭৬ মৌসুমে [[Currie Cup (cricket)|কারি কাপ]] প্রতিযোগিতায় ইস্টার্ন প্রভিন্সের পক্ষে খেলেন। এরপর ইংল্যান্ডে চলে আসেন ও ইংরেজ কাউন্টি মৌসুমে অংশ নেন। বলকে সীমানার বাইরে ফেলে বেশ সুনাম কুড়ান ও দলের প্রয়োজনে ব্যাট হাতে বেশ ভূমিকা পালন করতেন।
১৪ আগস্ট, ১৯৭৫ তারিখে [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়ার]] বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে ফিল এডমন্ডসের। ১৯৭৫ সালে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে অংশগ্রহণের সুযোগ ঘটে ফিল এডমন্ডসের। হেডিংলিতে সিরিজের তৃতীয় টেস্টে অভিষেক ঘটে তাঁর। প্রথম ইনিংসে তাঁর দল ২৮৮ রান তুলে। এরপর অস্ট্রেলিয়াকে ১৩৫ রানে গুটিয়ে দেয় ইংরেজ বোলারেরা। তন্মধ্যে তিনি তাঁর অভিষেক টেস্টেই ৫/২৮ বোলিং পরিসংখ্যান গড়েন। [[ডেরেক আন্ডারউড|ডেরেক আন্ডারউডের]] কটে [[গ্রেগ চ্যাপেল]] তাঁর প্রথম শিকারে পরিণত হন। এরপর [[রস এডওয়ার্ডস|রস এডওয়ার্ডসকে]] ফাঁদে ফেলে আউট করেন ও হ্যাট্রিকের দোড়গোড়ায় পৌঁছান।<ref>{{Cite web|url=http://www.espncricinfo.com/ci/engine/match/63148.html |title=3rd Test: England v Australia at Leeds, Aug 14–19, 1975 |accessdate=2011-12-13 |work=espncricinfo}}</ref> তবে পিচ খোড়ানোর ফলে খেলাটি পরিত্যক্ত ঘোষিত হয় ও খেলাটি ড্র হিসেবে ঘোষণা করা হয়।
 
১৯৭৬ সালে মিডলসেক্সের চ্যাম্পিয়নশীপের শিরোপা বিজয়ী দলের সদস্যরূপে নর্দাম্পটশায়ারের বিপক্ষে ব্যাট হাতে বেশ দক্ষতা দেখান। দ্বিতীয় ইনিংসে পরাজয়ের সমূহ সম্ভাবনা দেখা দেয় মিডলসেক্সের। ব্যাট হাতে আগ্রাসী ভূমিকা পালন করেন। পাশাপাশি [[মাইক গ্যাটিং]] ও [[ফ্রেড টিটমাস|ফ্রেড টিটমাসকে]] মূল্যবান সহায়তা করেন। এক পর্যায়ে ৯৩ রান তুলে ঐ সময়ে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি উপহার দেন। ৯০ মিনিটে ১২ চার ও চার ছক্কায় সমৃদ্ধ ছিল তাঁর ইনিংসটি। ফলশ্রুতিতে মিডলসেক্স দল ১৩৬ রানে এগিয়ে যায়। এরপর দুইটি ক্যাচ তালুবন্দী করে নর্দাম্পটশায়ারের জয়ের লক্ষ্যমাত্রাকে দূরে সরিয়ে রাখেন। খেলাটি সমূহ পরাজয়ের বৃত্ত থেকে ড্রয়ের দিকে চলে যায়।<ref>{{cite news|publisher=[[The Times]]|page=21|date=8 May 1976|title=Innings when Edmonds was bigger than game|first=John|last=Woodcock|author-link=John Woodcock (cricket writer)|issue=59699}}</ref>
 
মিডলসেক্সে এডমন্ডসের প্রথম অধিনায়ক ছিলেন [[মাইক ব্রিয়ারলি]]। ১৯৭৬, ১৯৭৭ সালে [[কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাব|কেন্টের]] সাথে যৌথভাবে, ১৯৮০ ও ১৯৮২ সালে ব্রিয়ারলির অধিনায়কত্বে মিডলসেক্স চারবার কাউন্টি চ্যাম্পিয়নশীপের শিরোপা জয় করে। এছাড়াও, ব্রিয়ারলি ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিয়েছেন। এরপর মাইক গ্যাটিং তাঁর স্থলাভিষিক্ত হন। ১৯৮৫ সালের কাউন্টি চ্যাম্পিয়নশীপে দলের শিরোপা বিজয়ে নেতৃত্ব দিলেও ব্রিয়ারলির তুলনায় কম সফলতা লাভ করেন। এছাড়াও, গ্যাটিং ইংল্যান্ড দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন।
 
== টেস্ট ক্রিকেট ==
১৪ আগস্ট, ১৯৭৫ তারিখে [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়ার]] বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে ফিল এডমন্ডসের। ১৯৭৫ সালে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে [[দি অ্যাশেজ|অ্যাশেজ সিরিজে]] অংশগ্রহণের সুযোগ ঘটে ফিল এডমন্ডসের। হেডিংলিতে সিরিজের তৃতীয় টেস্টে অভিষেক ঘটে তাঁর। প্রথম ইনিংসে তাঁর দল ২৮৮ রান তুলে। এরপর অস্ট্রেলিয়াকে ১৩৫ রানে গুটিয়ে দেয় ইংরেজ বোলারেরা। তন্মধ্যে তিনি তাঁর অভিষেক টেস্টেই ৫/২৮ বোলিং পরিসংখ্যান গড়েন। [[ডেরেক আন্ডারউড|ডেরেক আন্ডারউডের]] কটে [[গ্রেগ চ্যাপেল]] তাঁর প্রথম শিকারে পরিণত হন। এরপর [[রস এডওয়ার্ডস|রস এডওয়ার্ডসকে]] ফাঁদে ফেলে আউট করেন ও হ্যাট্রিকের দোড়গোড়ায় পৌঁছান।<ref>{{Cite web|url=http://www.espncricinfo.com/ci/engine/match/63148.html |title=3rd Test: England v Australia at Leeds, Aug 14–19, 1975 |accessdate=2011-12-13 |work=espncricinfo}}</ref> তবে পিচ খোড়ানোর ফলে খেলাটি পরিত্যক্ত ঘোষিত হয় ও খেলাটি ড্র হিসেবে ঘোষণা করা হয়।
 
১৯৮৪-৮৫ মৌসুমে ভারত সফরে যান। কলকাতা টেস্টে শম্ভুক গতির পেস আক্রমণে খেলাটি নিস্তেজ ড্রয়ে পরিণত হয়। স্কয়ার লেগে এডমন্ডসের [[ফিল্ডিং (ক্রিকেট)|ফিল্ডিং]] ডেইলি টেলিগ্রাফে তুলে ধরা হয় ও পড়ার খোড়াক জোগায়।
 
১৯৭৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক থেকে শুরু করে ১৯৮৭ সালে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশগ্রহণ পর্যন্ত তাঁর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। এ সময়ে ইংল্যান্ড দল ১২৬ টেস্টে অংশ নিলেও কেবলমাত্র ৫১ টেস্টে অংশগ্রহণের সুযোগ হয় ফিল এডমন্ডসের। তবে এ সময়ে তাঁর ক্রীড়াশৈলীর ঘাটতিসহ দলীয় সঙ্গী জন এম্বুরির সাথে স্পিনারের জায়গায় অংশ নিতে বেশ প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছিল। এছাড়াও, সর্বদাই সরব থাকায় দল নির্বাচকমণ্ডলীর কাছে গ্রহণযোগ্যতা পাননি।
 
== খেলার ধরন ==