ফিল এডমন্ডস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
বহিঃসংযোগ - অনুচ্ছেদ সৃষ্টি
Suvray (আলোচনা | অবদান)
খেলার ধরন - অনুচ্ছেদ সৃষ্টি
৯৩ নং লাইন:
}}
 
'''ফিলিপ-হেনরি এডমন্ডস''' ({{lang-en|Phil Edmonds}}; [[জন্ম]]: [[৮ মার্চ]], [[১৯৫১]]) উত্তর রোডেশিয়ার লুসাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা ইংরেজ সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার। ১৯৭৫ থেকে ১৯৮৭ সময়কালে [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে মিডলসেক্সের প্রতিনিধিত্ব করেছেন তিনি। দলে তিনি মূলতঃ স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলিং করতেন। এছাড়াও, [[ব্যাটিং অর্ডার|নিচেরসারিতে]] ডানহাতে ব্যাটিংয়ে দক্ষতা প্রদর্শন করেছেন '''ফিল এডমন্ডস'''।
 
লুসাকায় জন্মগ্রহণকারী ফিল এডমন্ডসের বাবা ব্রিটিশ ব্যবসায়ী ও মাতা বেলজীয় ছিলেন।<ref name=Allegations/><ref name=march8>{{cite web|url=http://www.espncricinfo.com/magazine/content/story/149300.html|accessdate=12 August 2017|title=March 8 down the years|publisher=''espncricinfo''}}</ref> লুসাকায় অবস্থানকালে গিলবার্ট রেনি হাই স্কুলে অধ্যয়ন করেছেন। স্বীয় আত্মজীবনীতে বিদ্যালয়ের উন্নত শিক্ষাব্যবস্থা ও ক্রীড়া সুবিধাদির বিষয়টি তুলে ধরেছেন।<ref>Barnes, 1986, p. 6</ref> ১৯৬৬ সালে ইংল্যান্ডে স্থানান্তরিত হন ও কেন্টের ক্রানব্রুক স্কুলে মাধ্যমিক শিক্ষা সমাপণ ঘটান। এরপর ভূমি অর্থনীতি বিষয়ে কেমব্রিজের ফিৎজউইলিয়াম কলেজে ভর্তি হন।
১৪ আগস্ট, ১৯৭৫ তারিখে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে ফিল এডমন্ডসের।
 
২৪ এপ্রিল, ১৯৭১ তারিখে [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর ক্রিকেটে]] অভিষেক ঘটে ফিল এডমন্ডসের। [[কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল|কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের]] সদস্যরূপে ওয়ারউইকশায়ারের বিপক্ষে এ অভিষেক কার্য সম্পন্ন হয় তাঁর। খেলায় তিনি ব্যাটিং উদ্বোধনে নেমেছিলেন। ১০ ও ৩ রান তুলেন। বল হাতে কোন [[উইকেট]] লাভে ব্যর্থ হন। খেলায় তাঁর দল ১০৯ রানে পরাজিত হয়েছিল।
স্থির ভঙ্গীমায় ও পেস বোলারের মনোবৃত্তি নিয়ে বোলিংয়ে অগ্রসর হতেন তিনি। এছাড়াও, প্রয়োজনে আকস্মিকভাবে বাউন্সার করতেন। এছাড়াও, দীর্ঘদেহী হিসেবে বলকে ব্যাটসম্যানের মুখ বরাবর শূন্যে ভাসাতেন তিনি। অন্যতম বিনোদনকারী ও রঙ্গীন চরিত্রের অধিকারীত্বের প্রকাশ ঘটিয়েছেন ক্রিকেট জগতে। বিষণ্ন বদন থেকে উৎফুল্ল হৃদয়ে নিজেকে মেলে ধরতেন। সমগ্র খেলোয়াড়ী জীবনে কঠোর হৃদয় থেকে শুরু করে মুক্তমনের পরিচয় দিতেন।
 
১৪ আগস্ট, ১৯৭৫ তারিখে [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়ার]] বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে ফিল এডমন্ডসের।
 
== খেলার ধরন ==
স্থির ভঙ্গীমায় ও পেস বোলারের মনোবৃত্তি নিয়ে বোলিংয়ে অগ্রসর হতেন তিনি। এছাড়াও, প্রয়োজনে আকস্মিকভাবে বাউন্সার করতেন। এছাড়াও, দীর্ঘদেহী হিসেবে বলকে ব্যাটসম্যানের মুখ বরাবর শূন্যে ভাসাতেন তিনি। অন্যতম বিনোদনকারী ও রঙ্গীন চরিত্রের অধিকারীত্বের প্রকাশ ঘটিয়েছেন ক্রিকেট জগতে। বিষণ্ন বদন থেকে উৎফুল্ল হৃদয়ে নিজেকে মেলে ধরতেন। সমগ্র খেলোয়াড়ী জীবনে কঠোর হৃদয় থেকে শুরু করে মুক্তমনের পরিচয় দিতেন।<ref name="Bateman, pp. 56-57">Bateman, pp. 56-57</ref>
 
[[ক্রিকেট]] খেলা থেকে সফলতার সাথে অবসর নেয়ার পর কর্পোরেট নির্বাহী হিসেবে বেশ বিতর্কিত ভূমিকা পালন করেছেন তিনি।<ref name=rucks>{{cite web|url=http://content-uk.cricinfo.com/england/content/story/247187.html|title=From rucks to riches|publisher=Wisden|date=June 2006}}</ref><ref>{{cite web|url=http://content-uk.cricinfo.com/england/content/story/146432.html|title=Phil Edmonds enters into controversial oil deal|publisher=cricinfo|date=24 March 2005}}</ref><ref name=camec>{{cite web|url=http://www.camec-plc.com/management/|title=CAMEC Management & Board|publisher=CAMEC|date=27 July 2009}}</ref>