বারাণসী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
Billinghurst (আলোচনা | অবদান)
203.115.93.242-এর সম্পাদিত সংস্করণ হতে AftabBot-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল
২২৯ নং লাইন:
 
[[চিত্র:Kashi Vishwanath temple.jpg|thumb|বারাণসীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্দির [[কাশী বিশ্বনাথ মন্দির]]।]]
কাশী বিশ্বনাথ মন্দির গঙ্গার তীরে অবস্থিত। <ref>[http://www.rajasthanleaf.com/travel-destinations/uttar-pradesh/varanasi Kashi Vishwanath Temple]</ref> এটি কাশীর প্রধান দেবতা [[শিব|শিবের]] মন্দির। মন্দিরটি দ্বাদশ [[জ্যোতির্লিঙ্গ]] মন্দিরের অন্যতম।<ref name=temple/> হিন্দুরা বিশ্বাস করেন, অন্য এগারোটি জ্যোতির্লিঙ্গ দর্শনে যে ফল, সেই সম্মিলিত ফলের চেয়েও বেশি পুণ্যার্জন করা যায় শুধুমাত্র কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করলে। এই মন্দিরটি একাধিকবার ধ্বংসপ্রাপ্ত ও পুনর্নির্মিত হয়েছে। মন্দিরের পাশে অবস্থিত [[জ্ঞানবাপি মসজিদ]] মন্দিরের আদি স্থল।<ref name="ramjanma">{{বই উদ্ধৃতি|url = http://www.scribd.com/doc/7223044/Ram-Janmabhoomi|title = Ram Janmabhoomi vs. Babri Masjid, A Case Study in Hindu-Muslim Conflict|author = Koenraad Elst|year = 1990}}</ref> বর্তমান মন্দিরটিকে বলা হয় স্বর্ণমন্দির।<ref name=route>{{ওয়েব উদ্ধৃতি|url= http://timesofindia.indiatimes.com/articleshow/42205744.cms |title= The religious route |accessdate=4 December 2008 |last= |first= |coauthors= |date= 3 April 2003 |work= [[The Times of India]] |publisher=}}</ref> ১৭৮০ সালে [[ইন্দোর|ইন্দোরের]] রানি [[অহল্যাবাই হোলকর]] এই মন্দিরটি নির্মাণ করান। ১৮৩৯ সালে [[পাঞ্জাব অঞ্চল|পাঞ্জাবের]] রাজা [[রঞ্জিৎ সিং]] যে সোনা মন্দিরে দান করেছিলেন, তাতে এই মন্দিরের দুটি চূড়া মুড়ে দেওয়া হয়। তৃতীয় চূড়াটিও সোনা দিয়ে মুড়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে উত্তরপ্রদেশ সরকার। ১৯৮৩ সালের ২৮ জানুয়ারি উত্তরপ্রদেশ সরকার এই মন্দিরটি অধিগ্রহণ করে নেন। মন্দির পরিচালনার ভার একটি ট্রাস্টের হাতে ছেড়ে দেওয়া হয়। কাশীর রাজা এই ট্রাস্টের সভাপতি, বিভাগীয় কমিশনার এর চেয়ারপার্সন। প্রতিদিন রাত আড়াইটে থেকে পরদিন রাত এগারোটা পর্যন্ত মন্দিরে নানা রকম ধর্মীয় অনুষ্ঠান চলে।<ref>{{ওয়েব উদ্ধৃতি|url=http://varanasi.nic.in/temple/KASHI.html |title=Shri Kashi Vishwanath Mandir Varanasi |publisher=National Informatics Centre, Government of India |accessdate=February 4, 2007}}</ref>
 
[[সঙ্কটমোচন হনুমান মন্দির]] বারাণসীর আরেকটি বিখ্যাত মন্দির। এটি [[হনুমান (দেবতা)|হনুমান]] মন্দির। এটি অসি নদীর তীরে অবস্থিত। দুর্গা মন্দির ও কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় শিক্ষাপ্রাঙ্গনের নতুন বিশ্বনাথ মন্দিরে যাওয়ার পথে এটি পড়ে।<ref>{{ওয়েব উদ্ধৃতি|url=http://varanasi.nic.in/temple/temple.htm|title=Temples of Varnasi|publisher=Varanasi Official website}}</ref> আধুনিক মন্দিরটি বিংশ শতাব্দীতে নির্মিত। এটি নির্মাণ করিয়েছিলেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও শিক্ষাবিদ পণ্ডিত [[মদনমোহন মালব্য]]।<ref name=ex>{{সংবাদ উদ্ধৃতি|url=http://www.indianexpress.com/oldStory/89192/|title=Blasts in Sankatmochan temple and railway station kill dozen, several injured|date=Mar 08, 2006|work=Indian Express}}</ref> কথিত আছে, এইখানেই মধ্যযুগে হিন্দু সন্ত কবি [[তুলসীদাস]] হনুমানের দেখা পেয়েছিলেন।{{sfn| Callewaert|2000|p=90}} প্রতি মঙ্গল ও শনিবারে প্রচুর মানুষ এখানে হনুমান পূজা দিতে আসেন। ২০০৬ সালের ৭ মার্চ মন্দিরে জঙ্গি হামলা হয়েছিল। আরতির সময় তিনটি বোমা বিস্ফোরণ হয়। সেই সময় মন্দিরে অনেক ভক্ত উপস্থিত ছিলেন এবং একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। এই বিস্ফোরণে বহু মানুষ আহত হন। যদিও পরদিন থেকে দৈনন্দিন পূজাপাঠ আবার শুরু হয়ে যায়। এই মন্দিরে প্রতিদিন [[হনুমান চালিশা]] (তুলসীদাসের রচনা) ও [[সুন্দরকাণ্ড]] (রামায়ণের অংশ) পাঠ হয়। বইদুটি মন্দির থেকে বিনামূল্যেও পাওয়া যায়।<ref name=ex/> জঙ্গি হামলার পর মন্দিরের মধ্যে একটি স্থায়ী পুলিশ পোস্ট বসানো হয়েছে।<ref>{{সংবাদ উদ্ধৃতি|url=http://www.indianexpress.com/news/varanasi-temple-gets-permanent-police-post/396/|title=Varanasi temple gets permanent police post|date=Mar 14 2006,|work=Indian Express}}</ref>