লিওনেল প্যালেরিট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
বহিঃসংযোগ - অনুচ্ছেদ সৃষ্টি
Suvray (আলোচনা | অবদান)
প্রারম্ভিক জীবন - অনুচ্ছেদ সৃষ্টি
৬২ নং লাইন:
'''লিওনেল চার্লস হ্যামিল্টন পালাইরেট''' ({{lang-en|Lionel Palairet}}; [[জন্ম]]: [[২৭ মে]], [[১৮৭০]] - [[মৃত্যু]]: [[২৭ মার্চ]], [[১৯৩৩]]) ল্যাঙ্কাশায়ারের গ্রাঞ্জ-ওভার-স্যান্ডস এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ইংরেজ শৌখিন আন্তর্জাতিক ক্রিকেট তারকা ছিলেন। [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ঘরোয়া প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে [[সমারসেট কাউন্টি ক্রিকেট ক্লাব|সমারসেট]] ও অক্সফোর্ডের প্রতিনিধিত্ব করেছেন তিনি। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, [[Fast bowling|মিডিয়াম]] কিংবা ডানহাতি [[Underarm bowling|স্লো (আন্ডারআর্ম)]] বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন '''লিওনেল পালাইরেট'''।
 
বর্ণাঢ্যময় খেলোয়াড়ী জীবনে ডানহাতি ব্যাটসম্যান হিসেবে প্রভূতঃ খ্যাতি ছিল তাঁর। ১৯০২ সালে ইংল্যান্ডের পক্ষে দুইবার টেস্ট খেলার সুযোগ পেয়েছেন লিওনেল পালাইরেট। সমসাময়িক খেলোয়াড়েরা তাঁকে ঐ সময়ের অন্যতম সেরা আক্রমণধর্মী খেলোয়াড়ের মর্যাদা দিয়েছেন। তাঁর স্মরণে দ্য টাইমস উল্লেখ করে যে, সর্বকালের সেরা ব্যাটসম্যান ছিলেন লিওনেল পালাইরেট।<ref name=timesobit>The Times, Wednesday, Mar 29, 1933; pg. 6; Issue 46405; col D</ref> তবে, পরবর্তী শীতকালে সফরে যেতে অনাগ্রহতার কারণে পালাইরেটের টেস্টে অংশগ্রহণের সুযোগ হাতছাড়া করেন। ফলশ্রুতিতে আরও টেস্ট খেলায় অংশগ্রহণের সুযোগ নষ্ট হয় তাঁর।
 
রেপটন বিদ্যালয়ে পড়াশোনা করেছেন লিওনেল পালাইরেট। বিদ্যালয়ের ক্রিকেট দলে চার বছর খেলেন। তন্মধ্যে, শেষ দুই বছর দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন। এরপর অক্সফোর্ডের অরিয়্যাল কলেজে চলে যান। অক্সফোর্ডে চার বছর থাকাকালে প্রত্যেক বছরই [[Blue (university sport)|ব্লু]] লাভে সক্ষমতা দেখান তিনি। এছাড়াও, ১৮৯২ ও ১৮৯৩ সালে বিশ্ববিদ্যালয় দলের অধিনায়কত্ব করেন। সমারসেটে থাকাকালে নিয়মিতভাবে [[Herbie Hewett|হার্বি হিউইটের]] সাথে ব্যাটিং উদ্বোধনে নামতেন তিনি। তন্মধ্যে, ১৮৯২ সালে প্রথম উইকেট [[Partnership (cricket)|জুটিতে]] তাঁর সাথে ৩৪৬ রান তুলে [[কাউন্টি চ্যাম্পিয়নশীপ|কাউন্টি চ্যাম্পিয়নশীপে]] নতুন রেকর্ড স্থাপন করেন। তাঁদের ঐ রেকর্ডটি অদ্যাবধি সমারসেটের প্রথম উইকেট জুটিতে টিকে রয়েছে স্ব-মহিমায়।{{efn|As of September 2013. |name="asof"}} ঐ মৌসুমে উইজডেন কর্তৃক অন্যতম বর্ষসেরা পাঁচজন ক্রিকেটারের অন্যতম হিসেবে ঘোষিত হন লিওনেল পালাইরেট।
 
পরবর্তী দশকে ইংল্যান্ডের শীর্ষস্থানীয় শৌখিন ব্যাটসম্যান হিসেবে নিজেকে পরিচিত করে তুলেন। সাত মৌসুমে সহস্রাধিক প্রথম-শ্রেণীর রান সংগ্রহ করেছেন। দুইটি দ্বি-শতকও হাঁকিয়েছেন তিনি। ১৮৯৫ সালে [[Hampshire County Cricket Club|হ্যাম্পশায়ারের]] বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ২৯২ রান তুলেছেন। তৎকালীন সমারসেটের এ রেকর্ডটি ১৯৪৮ সাল পর্যন্ত টিকেছিল।
 
সমগ্র খেলোয়াড়ী জীবনে মাত্র দুইটি [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] অংশগ্রহণের সুযোগ লাভ করেন লিওনেল পালাইরেট। ১৯০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ ও পঞ্চম টেস্টে অংশ নেন। চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়া মাত্র ৩ রানের ব্যবধানে ও পঞ্চম টেস্টে ইংল্যান্ড মাত্র এক উইকেটের ব্যবধানে জয় তুলে নিয়েছিল।
 
১৯০৪ সালের পর থেকে সমারসেটের পক্ষে অনিয়মিতভাবে অংশ নিতে থাকেন। তবে, ১৯০৭ সালে পূর্ণাঙ্গ মৌসুম খেলেন। ঐ বছর তিনি দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। ১৯০৯ সালে প্রথম-শ্রেণীর ক্রিকেটকে চিরতরে বিদায় জানান। সমগ্র খেলোয়াড়ী জীবনে পনেরো হাজারেরও অধিক রান তুলেছেন লিওনেল পালাইরেট।
 
== প্রারম্ভিক জীবন ==
২৭ মে, ১৮৭০ তারিখে ল্যাঙ্কাশায়ারের বিখ্যাত সমুদ্র অবকাশ যাপন কেন্দ্র গ্রাঞ্জ-ওভার-স্যান্ডসে লিওনেল পালাইরেটের জন্ম।<ref name="whoswho">{{cite web|url=http://www.ukwhoswho.com/view/article/oupww/whowaswho/U215105 |title=Palairet, Lionel Charles Hamilton |work=Who Was Who. ''[[A & C Black]]. 1920–2008'' |publisher=Online edition Oxford University Press |date=December 2007 |accessdate=19 November 2012}}{{ODNBsub}}</ref>
 
== পাদটীকা ==
৯৪ ⟶ ১০৫ নং লাইন:
}}
{{s-end}}
{{১৮৯৩ উইজডেন বর্ষসেরা ক্রিকেটার}}
{{কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ}}
{{পূর্বনির্ধারিতবাছাই:পালাইরেট, লিওনেল}}