মোজাফফর আহমদ (রাজনীতিবিদ): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
অধ্যাপক মোজাফফর আহমদ ('ন্যাপ মোজাফফর' নামে অধিক পরিচত)-এর সম্পর্কে নিবন্ধ না থাকায় এটি সৃষ্টির প্রয়োজনীয়তা অনুভব করে লিখেছি।
 
সম্প্রসারণ, দ্ব্যর্থতা নিরসন
১ নং লাইন:
{{Otheruses|মুজাফ্‌ফর আহমেদ (দ্ব্যর্থতা নিরসন)=}}
 
বাংলাদেশের প্রগতিশীল রাজনীতিতে আলো ছড়ানো অনন্য ব্যক্তিত্ব অধ্যাপক মোজাফফর আহমদ। শিক্ষা জীবনের কৃতি শিক্ষার্থী কর্মজীবনে অধ্যাপনার পেশায় যোগ দিয়েছিলেন। [[ঢাকা কলেজ]] এবং তারপর [[ঢাকা বিশ্ববিদ্যালয়|ঢাকা বিশ্ববিদ্যালয়ে]] অর্থনীতি পড়িয়েছেন। রাজনীতি অবিরত রাখবার প্রয়োজনে তিনি অধ্যাপনা ছেড়ে দেন। বায়ান্নর ভাষা আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন অধ্যাপক মোজাফফর। এছাড়া স্বাধীন বাংলাদেশে নির্বাচিত সংসদ সদস্য এবং রাষ্ট্রপতি প্রার্থীও ছিলেন। প্রগতিশীল জাতীয়তাবাদী বাম রাজনৈতিক দল [[ন্যাশনাল আওয়ামী পার্টি]] (ন্যাপ) ১৯৬৭ সালের ৩০ নভেম্বর রংপুর জেলায় অনুষ্ঠিত এক কাউন্সিল অধিবেশনের পর চীনপন্থী ও মস্কোপন্থী-এ দুই শিবিরে বিভক্ত হয়ে পড়ে। চীনপন্থী ন্যাপের সভাপতি হন [[আবদুল হামিদ খান ভাসানী|মাওলানা ভাসানী]] এবং মস্কোপন্থী ন্যাপের সভাপতি হন সীমান্ত প্রদেশের [[খান আবদুল ওয়ালী খান]]। মস্কো শিবিরে পূর্ব পাকিস্তানপন্থী ন্যাপের সভাপতি ছিলেন অধ্যাপক মোজাফফর আহমদ। এ অংশ মোজাফফর ন্যাপ নামেও পরিচিত ছিল।