দানি আলভেস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সংশোধন
সংশোধন
২৪ নং লাইন:
'''দানিয়েল আলভেস দা সিলভা''' (জন্ম ৬ মে ১৯৮৩), সাধারনত '''দানি আলভেস''' নামে পরিচিত, একজন [[ব্রাজিল|ব্রাজিলীয়]] মুসলিম [[ফুটবল|ফুটবলার]]। তিনি একজন [[রক্ষণভাগের খেলোয়াড়#ফুল-ব্যাক|ফুল-ব্যাক]] হিসেবে ফরাসি ক্লাব [[প্যারিস সেন্ট জার্মেই]] এবং [[ব্রাজিল জাতীয় ফুটবল দল|ব্রাজিল জাতীয় দলের]] হয়ে খেলেন।
 
দানি আলভেসতিনি সফলতার সাথে [[সেভিয়া ফুটবল ক্লাব|সেভিয়াতে]] ছয় বছর কাটিয়েছেন। সেখানে তিনি দুইবার [[উয়েফা কাপ]] এবং [[কোপা দেল রে]] জয়ের স্বাদ গ্রহণ করেছেন। ২০০৮ সালে ৩ কোটি ২৫ লক্ষ ইউরোর বিনিময়ে তিনি [[ফুটবল ক্লাব বার্সেলোনা|বার্সেলোনায়]] যোগ দেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|url=http://www.fcbarcelona.com/web/downloads/pdf/2010-11/Memoria_Club_09-10_CASTE_BAIXA.pdf|title=Memoria Club 09-10 Caste Baixa|publisher=[[ফুটবল ক্লাব বার্সেলোনা]]|accessdate=১৩ ফেব্রুয়ারি ২০১৩|format=PDF}}</ref> বার্সেলোনায় যোগদানের প্রথম মৌসুমেই তিনি ক্লাবের হয়ে [[ট্রেবল (ফুটবল)|ট্রেবল]] জেতেন। ২০১৫-১৬ মৌসুমে তিনি বার্সেলোনার হয়ে দ্বিতীয়বারের মত ট্রেবল জেতেন। ২০১৬ সালে তিনি ইতালিয় ক্লাব জুভেন্টাসে যোগ দেন।
 
== তথ্যসূত্র ==