আনিসুর রহমান মিলন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
উইকিউপাত্ত থেকে {{বিএমডিবি নাম}} লোড হবে
আফতাব বট (আলোচনা | অবদান)
দৈনিক প্রথম আলোর ইউআরএল সংশোধন
২২ নং লাইন:
মিলন অভিনীত প্রথম চলচ্চিত্র ''[[হাজার বছর ধরে (চলচ্চিত্র)|হাজার বছর ধরে]]'' (২০০৫)।<ref name="archive.ittefaq.com.bd">{{সংবাদ উদ্ধৃতি |url=http://archive.ittefaq.com.bd/index.php?ref=MjBfMDNfMDNfMTNfMV85XzFfMjMxNDk= |title=আনিসুর রহমান মিলনের দ্বিতীয় বিয়ে |publisher=[[দৈনিক ইত্তেফাক]] |date=৩ মার্চ ২০১৩ |accessdate=২৭ সেপ্টেম্বর, ২০১৭}}</ref> এতে তিনি নৌকার মাঝি করিম শেখ চরিত্রে অভিনয় করেন। ঔপন্যাসিক ও চলচ্চিত্র নির্মাতা [[জহির রায়হান]] রচিত ''[[হাজার বছর ধরে|একই নামের]]'' উপন্যাস অবলম্বনে ছবিটি পরিচালনা করেন রায়হানের সহধর্মিনী [[সুচন্দা]]। ২০০৬ সালে তিনি "জয়িতা", "প্রজাপতিকাল", "হাটকুড়া", "মধুময়রা", "অতঃপর" টেলিভিশন চলচ্চিত্রের অভিনয় করেন। ''মধুময়রা'' নাটকে অভিনয়ের জন্য তিনি [[মেরিল-প্রথম আলো পুরস্কার|৯ম মেরিল-প্রথম আলো পুরস্কারে]] সমালোচক শাখায় [[শ্রেষ্ঠ টিভি অভিনেতার জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার|সেরা টিভি অভিনেতা]] বিভাগে পুরস্কার লাভ করেন। ২০০৭ সালে এনটিভিতে প্রচারিত হয় তার অভিনীত টেলিভিশন ধারাবাহিক ''১১১ এ নেলসন নাম্বার''। একটি ডর্মিটরির রুম নিয়ে গল্পটি আবর্তিত হয়। চিত্রনায়ক [[ফেরদৌস আহমেদ]] প্রযোজিত ধারাবাহিকটি পরিচালনা করেন নাঈম ইমতিয়াজ নেয়ামুল।<ref>{{সংবাদ উদ্ধৃতি |url=http://www.thedailystar.net/news-detail-5551 |title=Drama serial “111 A Nelson Number” on ntv tonight |language=en |publisher=[[দ্য ডেইলি স্টার (বাংলাদেশ)|দ্য ডেইলি স্টার]] |date=২৭ সেপ্টেম্বর, ২০০৭ |accessdate=২৭ সেপ্টেম্বর, ২০১৭}}</ref> এরপর তাকে সাদিক আহমেদ পরিচালিত তারকা সমৃদ্ধ চলচ্চিত্র "দ্য লাস্ট ঠাকুর" সিনেমায় অভিনয় করতে দেখা যায়।
 
২০১৫ সালের অক্টোবরে মুক্তি পায় অনন্য মামুন পরিচালিত চলচ্চিত্র ''ভালোবাসার গল্প''। এই ছবিতে তার বিপরীতে ছিলেন নবাগত আফরিন।<ref name="palo-665269"/> বছরের শেষে মুক্তি পায় কথাসাহিত্যিক [[ইমদাদুল হক মিলন]] রচিত ''নদী উপাখ্যান'' অবলম্বনে মিলন অভিনীত ''[[লালচর]]''। সরকারি অনুদানে নির্মিত ছবিটি পরিচালনা করেন [[নাদের চৌধুরী]]। এতে তার বিপরীতে ছিলেন "সেরা নাচিয়ে" প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মোহনা মিম।<ref>{{সংবাদ উদ্ধৃতি |url=http://www.bd-pratidin.com/entertainment-news/2015/11/29/112392 |title=বছরের শেষ নায়ক মিলন |publisher=[[বাংলাদেশ প্রতিদিন]] |date=২৯ নভেম্বর, ২০১৫ |accessdate=২৭ সেপ্টেম্বর, ২০১৭}}</ref> এই বছর তিনি বুলবুল বিশ্বাস পরিচালিত ''[[রাজনীতি (২০১৭-এর চলচ্চিত্র)|রাজনীতি]]'' চলচ্চিত্রের কাজ শুরু করেন। ছবিতে তিনি [[শাকিব খান]] ও [[অপু বিশ্বাস|অপু বিশ্বাসের]] সাথে প্রথমবারের মত অভিনয় করেন। এই প্রসঙ্গে তিনি বলেন, "শাকিবের সঙ্গে প্রথম কাজ করছি। এটা অনেক বড় চ্যালেঞ্জ। নায়িকা হিসেবে অপু বিশ্বাসের সঙ্গেও এটা আমার প্রথম কাজ। আশা করছি, বাংলাদেশি চলচ্চিত্রের দুজন বড় তারকার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা মোটেও মন্দ হবে না।"<ref name="palo-665269">{{সংবাদ উদ্ধৃতি|url=http://www.prothom-aloprothomalo.com/entertainment/article/665269 |title=শাকিবের সঙ্গে অভিনয়কে ‘চ্যালেঞ্জ’ মনে করছেন মিলন! |publisher=[[দৈনিক প্রথম আলো]] |date=২৬ অক্টোবর ২০১৫ |accessdate=২৭ সেপ্টেম্বর, ২০১৭}}</ref> ছবিটি দীর্ঘসূত্রিতা শেষে ২০১৭ সালের ঈদুল ফিতরে মুক্তি পায়। সমালোচকেরা মিলনের অভিনয়ের প্রশংসা করেন।<ref>{{সংবাদ উদ্ধৃতি |url=http://www.banglanews24.com/entertainment/news/bd/588044.details |title='শুধু প্রশংসা শুনে আমার কী হবে?' |publisher=[[বাংলানিউজটোয়েন্টিফোর.কম]] |date=১৭ জুলাই, ২০১৭ |accessdate=২৭ সেপ্টেম্বর, ২০১৭}}</ref> [[দ্য ডেইলি স্টার (বাংলাদেশ)|দ্য ডেইলি স্টারের]] জাহিদ আকবর মিলনের শাকিল সম্পর্কে লিখেন, "সিনেমার অভিনয় জীবনে সেরা অভিনয় শাকিল চরিত্রটি। আদরের বড় ভাই থেকে হিংসাত্মক খলনায়ক হয়ে ওঠাটা খুবই নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন তিনি।"<ref>{{সংবাদ উদ্ধৃতি |url=http://www.thedailystar.net/bangla/anandadhara/ফিল্ম-রিভিউ/শাকিব-খান-অপু-বিশ্বাস-রাজনীতি-সিনেমাতে-নামতে-বাধ্য-হলেন-82258 |title=শাকিব খান ‘রাজনীতি’-তে নামতে বাধ্য হলেন |publisher=[[দ্য ডেইলি স্টার (বাংলাদেশ)|দ্য ডেইলি স্টার]] |date=জুলাই ১৩, ২০১৭ |accessdate=২৭ সেপ্টেম্বর, ২০১৭}}</ref>
 
২০১৬ সালে তিনি ''ওরা বখাটে নয়'' টেলিভিশন চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়া তিনি ''ফাইভ স্টার মেস'', ''দূরের বাড়ি কাছের মানুষ'', ''মিলার বারান্দা'', ''জীবনের অলিগলি'', ''স্বপ্নগুলো জোনাক পোকার মতো'', এবং ''বিট্রে'' ধারাবাহিকে কাজ করেন। ''বিট্রে'' ধারাবাহিকে তিনি একজন রিপোর্টার চরিত্রে অভিনয় করেন।<ref>{{সংবাদ উদ্ধৃতি |url=http://ananda-alo.com/একজন-রিপোর্টার-ও-আনিসুর-র/ |title=একজন রিপোর্টার ও আনিসুর রহমান মিলন |publisher=[[আনন্দ আলো]] |date=২৬ আগস্ট, ২০১৬ |accessdate=২৭ সেপ্টেম্বর, ২০১৭}}</ref>