ফিরোজা বেগম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
শক্তিশেল (আলাপ)-এর করা 1টি সম্পাদনা বাতিল: 'স্বাধীনতা পুরস্কার' প্রাপ্ত honorific_prefix নয়। (টুইং)
ট্যাগ: পূর্বাবস্থায় ফেরত
আফতাব বট (আলোচনা | অবদান)
দৈনিক প্রথম আলোর ইউআরএল সংশোধন
২৪ নং লাইন:
 
== সঙ্গীত জীবন ==
১৯৪০-এর দশকে তিনি সঙ্গীত ভুবনে পদার্পণ করেন। ফিরোজা বেগম ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নকালে [[অল ইন্ডিয়া রেডিও|অল ইন্ডিয়া রেডিওতে]] গানে কন্ঠ দেন। [[১৯৪২]] সালে ১২ বছর বয়সে বিখ্যাত গ্রামোফোন কোম্পানি এইচএমভি থেকে ৭৮ আরপিএম ডিস্কে ইসলামী গান নিয়ে তাঁর প্রথম রেকর্ড বের হয়। কিছুদিন পর কমল দাশগুপ্তের তত্ত্বাবধানে উর্দু গানের রেকর্ড হয়। এ রেকর্ডের গান ছিল- 'ম্যায় প্রেম ভরে, প্রীত ভরে শুনাউ' আর 'প্রীত শিখানে আয়া'। দশ বছর বয়সে ফিরোজা বেগম কাজী নজরুলের সান্নিধ্যে আসেন এবং তার কাছ থেকে তালিম গ্রহণ করেন। [[নজরুল ইসলাম|নজরুলের]] [[গান]] নিয়ে প্রকাশিত তাঁর প্রথম রেকর্ড বের হয় [[১৯৪৯]] সালে। কাজী নজরুল অসুস্থ হওয়ার পর ফিরোজা বেগম নজরুলসঙ্গীতের শুদ্ধ স্বরলিপি ও সুর সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করেন। পৃথিবীর বিভিন্ন দেশে তিনি ৩৮০টির বেশি একক সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। নজরুলসঙ্গীত ছাড়াও তিনি আধুনিক গান, গজল, কাওয়ালি, [[ভজন]], হামদ ও নাত-সহ বিভিন্ন ধরনের সঙ্গীতে কন্ঠ দিয়েছেন। জীবদ্দশায় তাঁর ১২টি এলপি, ৪টি ইপি, ৬টি সিডি ও ২০টিরও বেশি অডিও ক্যাসেট প্রকাশিত হয়েছে।<ref>http://www.prothom-aloprothomalo.com/entertainment/article/315214/%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%87%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%97%E0%A6%AE-%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%A8%E0%A6%95%E0%A6%A5%E0%A6%BE</ref>
 
১৯৭২ সালে [[কলকাতা|কলকাতায়]] ''বঙ্গ-সংস্কৃতি-সম্মেলন-মঞ্চে'' কমল দাশগুপ্তের [[ছাত্রী]] ও [[সহধর্মিণী]] হিসেবে তিনি ছিলেন মুখ্যশিল্পী। উভয়ের [[দ্বৈতসঙ্গীত]] সকল [[শ্রোতা]]-[[দর্শক|দর্শককে]] ব্যাপকভাবে বিমোহিত করেছিল।<ref name="sbc">''সংসদ বাঙালি চরিতাভিধান'', সম্পাদকঃ অঞ্জলি বসু, ৪র্থ সংস্করণ, ১ম খণ্ড, ২০০২, সাহিত্য সংসদ, কলকাতা, পৃ. ৭৭</ref>