এরল হোমস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
পরিমার্জন
Suvray (আলোচনা | অবদান)
৪৭ নং লাইন:
}}
 
'''এরল রেজিনাল্ড থরোল্ড হোমস''' ({{lang-en|Errol Holmes}}; [[জন্ম]]: [[২১ আগস্ট]], [[১৯০৫]] - [[মৃত্যু]]: [[১৫ আগস্ট]], [[১৯৬০]]) ব্রিটিশ ভারতের কলকাতায় জন্মগ্রহণকারী প্রথিতযশা ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটারক্রিকেট তারকা ছিলেন। [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। এছাড়াও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও সারের প্রতিনিধিত্ব করেন তিনি।
 
দর্শনীয় ডানহাতি ব্যাটিং ভঙ্গিমার অধিকারী হোমস বিশ্বাস করতেন যে ক্রিকেট উপভোগযোগ্য খেলা। ১৯৩০-এর দশকের শুরুর দিকে বডিলাইন বিতর্কের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হন। বডিলাইন সিরিজের অধিনায়ক [[ডগলাস জারদিন|ডগলাস জারদিনের]] পরিবর্তে ১৯৩৪ সালে [[সারে কাউন্টি ক্রিকেট ক্লাব|সারে দলের]] অধিনায়কের দায়িত্ব লাভ করেন।
৬৩ নং লাইন:
সতেজতার বছরে ফুটবল ও ক্রিকেটে ব্লু লাভ করেন। একবার তিনি বলেছিলেন যে, ব্লু লাভ করা প্রয়োজনীয়, তবে অক্সফোর্ড ছাত্রের কাছে জরুরি নয়।<ref>Holmes, p. 24.</ref>
 
তিনি মন্তব্য করেন যে, তাঁর পড়াশোনায় কিছুটা ব্যাঘাত ঘটেছিল ও অক্সফোর্ড ক্রিকেট দলে অধিনায়কের দায়িত্বভার বহন করায় চূড়ান্ত বর্ষের পরীক্ষায় অংশ নিতে পারেননি।<ref>Holmes, p. 27.</ref> খেলায় তিনি শতরান সংগ্রহ করলেও [[Cambridgeকেমব্রিজ Universityবিশ্ববিদ্যালয় Cricketক্রিকেট Clubক্লাব|ক্যামব্রিজকেমব্রিজ দল]] জয়লাভ করেছিল।<ref>{{cite web | url = https://cricketarchive.com/Archive/Scorecards/12/12368.html| title = Oxford University v Cambridge University 1927| publisher = CricketArchive| accessdate = 11 August 2015}}</ref>
 
এর কয়েকসপ্তাহ পূর্বে ফ্রি ফরেস্টার্সের বিপক্ষে মনোজ্ঞ ২৩৬ রানের ইনিংস খেলেন। তন্মধ্যে একাধারে চার বলে উপর্যুপরি ছক্কা হাঁকান তিনি। ফলশ্রুতিতে প্রথম দিন শেষে ৫২০/৮ তুলে ইনিংস ঘোষণা করে অক্সফোর্ড দল।<ref>{{cite web | url = https://cricketarchive.com/Archive/Scorecards/12/12308.html| title = Oxford University v Free Foresters 1927| publisher = CricketArchive| accessdate = 15 August 2015}}</ref>
৯০ নং লাইন:
যুদ্ধের পর সারে দলে ফিরে যান ও ১৯৪৭ সাল থেকে পরবর্তী দুই বছর অধিনায়কের দায়িত্ব পালন করেন। ১৯৫৫ সালের শেষদিকে ৪৯ বছর বয়সে সারের অধিনায়ক হিসেবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে একটি খেলায় অংশ নেন। নয় নম্বরে ব্যাটিংয়ে নেমে ৪৯ রান সংগ্রহ করেন তিনি।
 
১৯৩৬ সালে উইজডেন কর্তৃক অন্যতম [[উইজডেন বর্ষসেরা ক্রিকেটার|বর্ষসেরা ক্রিকেটার]] মনোনীত হন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|url=http://www.cricketarchive.com/Archive/Players/Overall/Wisden_Cricketers_of_the_Year.html |title=Wisden Cricketers of the Year |accessdate=2009-02-21 |publisher=CricketArchive|language= English}}</ref>
 
== অবসর ==
১১৬ নং লাইন:
{{কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ}}
{{পূর্বনির্ধারিতবাছাই:হোমস, এরল}}
 
[[বিষয়শ্রেণী:১৯০৫-এ জন্ম]][[বিষয়শ্রেণী:১৯৬০-এ মৃত্যু]][[বিষয়শ্রেণী:ইংরেজ ক্রিকেটার]][[বিষয়শ্রেণী:ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটার]][[বিষয়শ্রেণী:অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্রিকেটার]][[বিষয়শ্রেণী:সারের ক্রিকেটার]][[বিষয়শ্রেণী:সারে ক্রিকেট অধিনায়ক]][[বিষয়শ্রেণী:উইজডেন বর্ষসেরা ক্রিকেটার]][[বিষয়শ্রেণী:ফ্রি ফরেস্টার্সের ক্রিকেটার]][[বিষয়শ্রেণী:মেরিলেবোন ক্রিকেট ক্লাবের ক্রিকেটার]][[বিষয়শ্রেণী:নর্থ ভার্সাস সাউথের ক্রিকেটার]][[বিষয়শ্রেণী:জেন্টলম্যানের ক্রিকেটার]]
[[বিষয়শ্রেণী:ইংরেজ ক্রিকেট প্রশাসক]] [[বিষয়শ্রেণী:জেন্টলম্যান অব ইংল্যান্ডের ক্রিকেটার]]
[[বিষয়শ্রেণী:এল. এইচ. টেনিসন একাদশের ক্রিকেটার]]
<!--[[বিষয়শ্রেণী:দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্রিটিশ সামরিক কর্মকর্তা]] [[বিষয়শ্রেণী:হার্লেকুইন্সের ক্রিকেটার]]-->