এ. পি. জে. আবদুল কালাম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ
BuddhodevGhosh (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২৫ নং লাইন:
}}
 
'''আভুলআবুল পাকির জয়নুল জয়িনুল-আবেদিন আব্দুল কালাম''' ({{lang-ta|அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம்}}); ({{IPAc-en|audio=En-us-A.p.j. Abdul Kalam from India pronunciation (Voice of America).ogg|ˈ|æ|b|d|ʊ|l|_|k|ə|ˈ|l|ɑː|m}}); ([[১৫ অক্টোবর]] [[১৯৩১]] - [[২৭ জুলাই]] [[২০১৫]]) ছিলেন [[ভারত|ভারতীয় প্রজাতন্ত্রের]] [[ভারতের রাষ্ট্রপতিদের তালিকা|একাদশ]] [[ভারতের রাষ্ট্রপতি|রাষ্ট্রপতি]] (২০০২২০০৭)। কালাম তাঁর কর্মজীবন শুরু করেছিলেন একজন বিজ্ঞানী হিসেবে। পরে তিনি ঘটনাচক্রে রাজনীতিবিদেগণপ্রজাতন্ত্রী পরিণতধর্মনিরপেক্ষ ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। কালামের জন্ম অধুনাবর্তমান ভারতের [[তামিলনাড়ু]] রাজ্যের [[রামেশ্বরম|রামেশ্বরমে]]। তিনি পদার্থবিদ্যা বিষয়ে সেন্ট জোসেফ'স কলেজ থেকে এবং বিমান প্রযুক্তিবিদ্যা(এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং) বিষয় নিয়ে মাদ্রাজ ইন্সটিটিউট অব টেকনোলজি (এম আই টি) থেকে পড়াশোনা করেছিলেন। এরপর চল্লিশ বছর তিনি প্রধানত [[রক্ষা অনুসন্ধান ও বিকাশ সংগঠন]] (ডিআরডিও) ও [[ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা|ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায়]] (ইসরো) বিজ্ঞানী ও বিজ্ঞান প্রশাসক হিসেবে কাজ করেন। ভারতের অসামরিক মহাকাশ কর্মসূচি ও সামরিক [[সুসংহত নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি|সুসংহত নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচির]] সঙ্গে তিনি অঙ্গাঙ্গীভাবে যুক্ত ছিলেন।<ref name=Britannica /> [[ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র]] ও [[মহাকাশযানবাহী রকেট]] উন্নয়নের কাজে তাঁর অবদানের জন্য তাঁকে ‘ভারতের ক্ষেপণাস্ত্র মানব’ বা ‘মিসাইল ম্যান অফ অব
ইন্ডিয়া’ বলা হয়।<ref>{{cite book|first=R. K.|last=Pruthi |url=http://books.google.com/?id=Ee3PR5HFBCAC| title=President A.P.J. Abdul Kalam| publisher=Anmol Publications| year =2005|isbn= 978-81-261-1344-6| chapter= Ch. 4. Missile Man of India| pages=61–76}}</ref> ১৯৯৮ সালে ''[[পোখরান-দুই]]'' পরমাণু বোমা পরীক্ষায় তিনি প্রধান সাংগঠনিক, প্রযুক্তিগত ও রাজনৈতিক ভূমিকা পালন করেন। এটি ছিল ১৯৭৪ সালে [[স্মাইলিং বুদ্ধ]] নামে পরিচিত প্রথম পরমাণু বোমা পরীক্ষার পর দ্বিতীয় পরমাণু বোমা পরীক্ষা।<ref>{{cite book| first=Amartya|last= Sen |url= http://books.google.com/?id=IjZA-bQde1wC&pg=RA1-PA169|chapter=India and the Bomb|title= Prisoners of the Nuclear Dream| editors= M. V. Ramana and C. Rammanohar Reddy| pages=167–188| publisher=Sangam Books| year=2003|isbn=978-81-250-2477-4}}</ref>
 
২০০২ সালে কালাম তৎকালীন শাসকদল [[ভারতীয় জনতা পার্টি]] ও বিরোধী দল [[ভারতীয় জাতীয় কংগ্রেস|ভারতীয় জাতীয় কংগ্রেসের]] সমর্থনে রাষ্ট্রপতি নির্বাচিত হন। পাঁচ বছর এই পদে আসীন থাকার পর তিনি শিক্ষাবিদ, লেখক ও জনসেবকের সাধারণ জীবন বেছে নেন। ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান [[ভারতরত্ন]] সহ একাধিক গুরুত্বপূর্ণ সম্মান ও পুরস্কার পেয়েছিলেন কালাম।